W.B Civil Service Examination (Main), 2005
(Optional Papers)
BENGALI Paper-II
Time Allowed-3 Hours Full Marks-100
[ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]
( 'ক' বিভাগ থেকে তিনটি এবং 'খ' বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে )
ক- বিভাগ
১। দীনবন্ধু মিত্রের নাট্যপ্রতিভার পরিচয় দিয়ে ‘নীলদর্পন’ নাটক রচনায় তাঁর কুশলতার মূল্যায়ন করুন ।
২। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ রচনা বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করুন ।
৩। বাংলা উপন্যাসে আধুনিকতার শুরু রবীন্দ্রনাথেরই হাতে -কথাটি যুক্তি সহকারে আলোচনা করুন ।
৪। বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীর দান সম্পর্কে একটি নিবন্ধ লিখুন ।
৫। যে-কোন দুটি বিষয় সম্পর্কে অলোচণা করুন :
(ক) প্রহসন রচনায় মধুসূদন
(খ) নবীন চন্দ্র সেন
(গ) বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
(ঘ) বঙ্গদর্শন
খ- বিভাগ
৬। রবীন্দ্রোত্তর বাংলা কাব্যে বিষ্ণু দের কবি প্রতিভার পরিচয় দিন।
৭। বাংলা নবনাট্য এবং গণনাট্যধারার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন ।
৮। যে-কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :
(ক) বাংলা উপন্যাসে বিষয়বৈচিত্র
(খ) শরৎচন্দ্রের উপন্যাসে নারীর মূল্যায়ন
(গ) রবীন্দ্রনাথের গীতিনাট্য এবং নৃত্যনাট্য
(ঘ) সাহিত্যে মনস্তত্ত্ব ।
***