W.B Civil Service Examination (Main), 2008
(Optional Papers)
BENGALI Paper-II
Time Allowed-3 Hours Full Marks-100
[ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]
‘ক’ বিভাগ
( যে-কোনো তিন প্রশ্নের উদাহরণ সহ লিখুন )
১। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে রূপক সাঙ্কেতিক নাটকের রচয়িতা হিসাবে রবীন্দ্রনাথের পরিচয় দিন।
২। বাংলা ঐতিহাসিক উপন্যাসের প্রথম শিল্পী বঙ্কিমচন্দ্র, তিনিই ঐতিহাসিক উপন্যাসের প্রাণ ‘প্রতিষ্ঠা করেন’- আলোচনা করুন।
৩। প্রবন্ধ সাহিত্যের রচয়িতা হিসাবে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মূল্যায়ন করুন।
৪। রবীন্দ্র পরবর্তীকালে বাংলা কবিতার রোমান্টিক কল্পনা বিলাসের বিরুদ্ধে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিদ্রোহ করতে চেয়েছিলেন। আলোচনা করুন।
৫। (যে কোনো দুটি বিষয় নিয়ে আলোচনা করুনঃ
ক) দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক;
খ) ব্যঙ্গ গল্পের শ্রেষ্ঠ শিল্পী পরশুরাম (রাজশেখর বসু);
গ) কবি কুমুদরঞ্জন মল্লিক;
ঘ) বাংলা একাঙ্ক নাটক;
‘ খ’বিভাগ
(যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখুন )
৬। বাংলা আঞ্চলিক উপন্যাসের রচয়িতা হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন কর।
৭। কল্লোল যুগের বাংলা সাহিত্যের তাৎপর্য বিশ্লেষণ করুন ও এই যুগের অন্যতম উল্লেখযোগ্য কবি হিসাবে প্রেমেন্দ্র মিত্রের পরিচয় দিন।
৮। যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন ।
(ক) রবীন্দ্র পরবর্তী বাংলা ছোট গল্প ।
(খ) সাহিত্য আদর্শবাদ ।
(গ) বাংলা আখ্যান কাব্য ও মহাকাব্য ।
(ঘ) 'সাম্প্রতিক বাংলা কবিতা নাগরিক জীবনের ক্লান্তি, অবসাদ , যন্ত্রনা ও বেদনাকেই সত্য বলে বরণ করে নিয়েছে' -- আলোচনা করুন ।
***