W.B Civil Service Examination (Main), 2003
(Optional Papers)
BENGALI Paper-I
Time Allowed-3 Hours Full Marks-100
(প্রতিটি বিভাগ থেকে নির্দেশ অনুযায়ী প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে )
[ উত্তর সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ।]
‘ক’ বিভাগ
৪ নং প্রশ্নটি আবশ্যিক ও বাকি তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন ।
১। মধ্য ভারতীয় আর্য ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তিকাল পর্যন্ত সংক্ষিপ্ত ইতিহাস লিপিবদ্ধ করুন।
২। বাংলা ভাষার কালগত সীমা নির্ধারন করে তাদের প্রত্যেক স্তরের ভাষাতাত্ত্বিক লক্ষণগুলি আলোচনা করুন।
৩। আধুনিক বাংলা উপভাষাগুলির শ্রেনীবিভাগ করে সংক্ষেপে উদাহরণ সহ তাদের বৈশিষ্ট্য আলোচনা করুন।
৪। সংক্ষিপ্ত টীকা রচনা করুন (যে-কোন দুটি):
অপিনিহিতি; অভিশ্রুতি; বিপর্ষয়; লোকনিরুক্তি; স্বরসঙ্গতি; জোড়কলম; দেশি শব্দ।
‘খ’ বিভাগ
(যে কোন দুটি প্রশ্নের উত্তর দিন)
৫। বাংলা ভাষা সাহিত্যের আদিতম নিদর্শন “চর্যা গীতিকোষের” পটভূমিকায় ধর্মের আবরনে তৎকালীন সমাজজীবনের যে চিত্র বর্ণিত হয়েছে, উদাহরন সহযোগে তার আলোচনা করুন।
৬। “বাংলার সংস্কৃতি ও সাহিত্যের পূর্ণ পরিনতির জন্য অনুবাদ সাহিত্যের প্রয়োজনীতা এতটা গুরুত্বপূর্ণ”। –প্রাক চৈতন্যযুগের অনুবাদ সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে এ মন্তব্যের যথার্থতা নিরূপন করুন।
৭। মুকুন্দরাম শিল্পী, কবি, কাহিনীকার ও চরিত্র স্রষ্টা – মুকুন্দরাম রচিত চন্ডিমঙ্গল (অভয়ামঙ্গল) কাব্যটি আলোচনা করে এ মন্তব্যের সত্যাসত্য বিচার করুন ।
৮। বৈষ্ণব কবি গোবিন্দদাস কবিরাজকে বলা হয়, - " গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি "-- কবি বিদ্যাপতির সঙ্গে গোবিন্দদাসে রচনার তুলনামূলক আলোচনা করুন ।
গ -বিভাগ
(যে কোন একটি প্রশ্নের উত্তর লিখুন )
৯। " মধ্যযুগের বাংলা কাব্যে রোমান্টিক মানবীয় প্রেমের আখ্যান রচনায় প্রথম কৃতিত্ব মুসলমান কবিদের প্রাপ্য -- যদিও তার অন্তরালে সুফী সাধনার ধারা বহমান ছিল " আরাকান ও রোসাঙের রাজসভায় মুসলমান কবিদের রচনা সংক্ষেপে আলোচনা করে এ মন্তব্য সম্পর্কে সুচিন্তিত লিপিবদ্ধ করুন ।
১০। " ভারতচন্দ্র অমর হয়েছেন তার অন্নদামঙ্গল কাব্যের গুণে ।"
"ভারত ভারত খ্যাত আপনার গুণে "-
ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের পরিচয় দিয়ে তাঁর কবি প্রতিভার মূল্যায়ন করুন ।
১১। " এই গানগুলির মধ্যে দেবীকে মানবী মাতার কন্যারূপে উপস্থাপিত করা হয়েছে , আগমনী বিজয়াতে বাস্তব মাতৃহৃদয়ের ব্যাকুল বেদনা চমৎকার ফুটে উঠেছে । শক্ত পদকারগণ মাটির মাকে সামনে রেখে এ গানগুলি লিখেছিলেন, তৎকালীন বাংলাদেশের মায়েদের বেদনার কথাই এতে ফুটে উঠেছে ।"-- উদাহরণ সহযোগে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করুন ।
***