W.B Civil Service Examination (Main), 2007
(Optional Papers)
BENGALI Paper-I
Time Allowed-3 Hours Full Marks-100
[ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]
‘ক’ বিভাগ
১। আধুনিক বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহযোগে নির্দেশ করুন। ১৩
অথবা,
বাংলা সাধুভাষা ও চলিত ভাষায় পার্থক্যগুলি উদাহরণ সহযোগে নির্দেশ করুন। সাধু ও চলিতের মধ্যে কোন ভাষাটি আপনার কাছে বেশি গ্রহণীয় এবং কেন -সে সম্পর্কে আপনার মতামত দিন।
২। উপভাষা কাকে বলে ? বাংলার উপভাষা কটি ? ভৌগলিক এলাকা নির্দেশ করে দেখান। কলকাতা-কেন্দ্রীক শিক্ষিত জনের মুখে যে ভাষা গড়ে উঠেছে তাকে কি উপভাষা বলা যাবে ? আপনার মতামত সংক্ষেপে দিন।
অথবা,
ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয় এমন উল্লেখযোগ্য ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি উল্লেখ করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন।
অথবা,
সংক্ষেপে আলচনা করুন (যে-কোন তিনটি):
নাসিক্যীভবন, মূর্ধন্যীভবন, শব্দ-ঋণ, জোড়-কলম শব্দ, বিষমচ্ছেদ, সাদৃশ্য ।
‘খ’বিভাগ
৩। চর্যাগীতিকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলার কী কী ভাষাতাত্ত্বিক ও অন্যান্য সাংস্কৃতিক কারণ আছে বলে আপনার মনে হয় ? উদাহরণ সহযোগে আপনার মতামত দিন। ২৫
অথবা,
পদাবলি সাহিত্যের চৈতন্য-পূর্ববর্তী ও চৈতন্য-পরবর্তী –এমন ঐতিহাসিক পর্ব ভাগ করা কী যুক্তিসঙ্গত ? উদাহরণ সহযোগে আপনার মতামত দিন। ২৫
৪। আরাকান রাজসভায় কবিদের কৃতিত্ব সংক্ষেপে আলচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসের তাঁদের গুরুত্ব কোথায় তা সংক্ষেপে বলুন।
অথবা
'মঙ্গলকাব্যের ধারায় ভারতচন্দ্রের অন্নদামঙ্গল নানাদিক থেকেই ব্যতিক্রম ।' মন্তব্যটি আলোচনা করে আপনার মতামত দিন ।
গ-বিভাগ
৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনী-বিন্যাসের পরিচয় দিয়ে পদাবলী সাহিত্যের সঙ্গে তার যোগ কোথায় নির্দেশ করুন । ১৩
অথবা
জ্ঞানদাসকে চন্ডীদাসের ভাবশিষ্য বলা হলেও জ্ঞানদাসের কবি প্রতিভার স্বাতন্ত্র্য যথেষ্ট । মন্তব্যটি যুক্তি সঙ্গত কি না তা বিচার করুন ।
৬। ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে ঈশ্বর গুপ্তের আবির্ভাব পর্যন্ত বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি সংক্ষেপে বুঝিয়ে দিন ।
অথবা
মধ্য যুগের বাংলা সাহিত্যের কৌতুকরস যুগাবসানের মুখে এসে ব্যঙ্গ ও কৌতুকের মিশ্ররসে পরিনত হয়েছে । এই মন্তব্যের গ্রহনযোগ্যতা বিচার করুন ।
***