W.B Civil Service Examination (Main), 2007
(Optional Papers)
BENGALI Paper-II
Time Allowed-3 Hours Full Marks-100
[ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]
‘ক’ বিভাগ থেকে তিনটি এবং ‘খ’ বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।
‘ক’বিভাগ
১। বাংলা কাব্যধারায় মাইকেল মধুসূদন দত্ত যে যে অভিনবত্বের সঞ্চার করেছিলেন তার পর্যালোচনা করুন।
২। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা নির্দেশ করুন।
৩। পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের সাফল্যের কারণগুলি আলোচনা করুন।
৪। ছোটগল্পকার রবীন্দ্রনাথ সম্পর্কে একটি নিবন্ধ লিখুন।
৫। যে-কোন দুটি বিষয় সম্পর্কে আলোচনা করুন :
(ক) বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস,
(খ) দ্বিজেন্দ্রলাল রায়,
(গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,
(ঘ) সবুজপত্র ।
‘খ’বিভাগ
৬। আধুনিক বাংলা কবিতার ধারায় জীবনানন্দ দাশের কবিপ্রতিভার বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন।
৭। ‘Peoples Theatre Stars the Peoples’- ভারতীয় গণনাট্য সংঘের এই ঘোষিত বিবৃতি বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ নাটকে কতটা ফলপ্রসূ হতে পেরেছিল আলোচনা করুন।
৮। যে-কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :
(ক) শরৎচন্দ্রের উপন্যাসে পল্লীসমাজচিত্র ,
(খ) কাজী নজরুল ইসলামের কবিতা
(গ) জগদীশ গুপ্তের ছোটগল্প
(ঘ) রবীন্দ্রনাথ ও বর্তমান প্রজন্ম ।
***