W.B Civil Service Examination (Main), 2002
(Optional Papers)
BENGALI Paper-II
Time Allowed-3 Hours Full Marks-100
(ক বিভাগ থেকে তিনটি এবং খ বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।)
ক-বিভাগ
১। মধুসূদনের নাট্যপ্রতিভার পরিচয় দিয়ে প্রহসন রচনায় তাঁর কুশলতার মূল্যায়ন করুন ।
২। বাংলা গদ্যের উন্মেষ পর্বে পর্তুগীজ মিশনারীদের গদ্যচর্চার একটি বিবরণ দিন
৩। ঔপনাসিক বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় সম্পর্কে একটি নিবন্ধ লিখুন।
৪। কবি বিহারীলাল চক্রবর্তী ও বাংলা কাব্যে রোমান্টিকতার সূচনা সম্পর্কে অলোচণা করুন।
৫। যে-কোন দুটির অলোচণা করুন :
(ক) নীলদর্পন; (খ) নবীনচন্দ্র সেন; (গ) বঙ্গদর্শন; (ঘ) বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় ।
খ-বিভাগ
৬। কবি জীবনানন্দ দাসের কবিপ্রতিভার স্বরূপ নির্ণয় করুন ।
৭। নাট্যকার বিজন ভট্রাচার্যের নাট্যকর্মের আলোচনাসূত্রে তার নাট্যপ্রতিভার পরিচয় দিন।
৮। যে-কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :
(ক) বাংলা আঞ্চলিক উপন্যাস
(খ) বাংলা একাঙ্ক নাটক ও নাট্যকার
(গ) ঔপন্যাসিক তারাশংকর বন্দ্যোপাধ্যায়
(ঘ) রবীন্দ্র সঙ্গীত - ভাবীকালে ।
***