W.B Civil Service Examination (Main), 2001
(Optional Papers)
BENGALI Paper-II
Time Allowed-3 Hours Full Marks-100
'ক' বিভাগ থেকে তিনটি এবং 'খ' বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।
ক-বিভাগ
১। বাংলা গদ্যের প্রবর্তন ও প্রতিষ্ঠার ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করুণ ।
২। আধুনিক বাঙলা গীতিকবিতার উদ্ভবের একটি রুপলেখা তুলে ধরুন ।
৩। দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকাবলীর সাধারন পরিচয় দিন এবং বাঙালীর জাতীয় জীবনে তার প্রভাব সম্পর্কে আলোচনা করুণ ।
৪। তারাশঙ্করের অন্তত তিনটি প্রতিনিধি-স্থানীয় উপন্যাস অবলম্বনে তাঁর বৈশিষ্ট্যগুলি বিশদ করুণ ।
৫। যে-কোনো দুজন লেখক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুনঃ
(ক) রামনারায়ন তর্করত্ন (খ) নবীন সেন (গ) প্রেমেন্দ্র মিত্র (ঘ) পরশুরাম (রাজশেখর বসু)
খ বিভাগ
(যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লিখুন)
৬। গণনাট্য-ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও । প্রসঙ্গত বিজন ভট্রাচার্য, শম্ভু মিত্র, ও তুলসী লাহিড়ীর ভূমিকা সম্পর্কে আলোকপাত করুন ।
৭। বিদ্রোহী কবি নজরুলের বিশিষ্ট তিনটি কবিতা নির্বাচন করে তাঁর কাব্যবৈশিষ্ট্যের পরিচয় দিন ।
৮। যে-কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :
(ক) রবীন্দ্রনাথের ছোটগল্প
(খ) বাংলা চলচ্চিত্র : শিল্প ও সাহিত্যগত মূল্যায়ন ;
(গ) জনসংযোগের বিভিন্ন মাধ্যম : বর্তমান প্রজন্মের উপর তার প্রভাব-প্রতিক্রিয়া
(ঘ) আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতীয় খেলা ধুলার মান ।
***