সমকোণী চৌপল বা আয়তঘন

Submitted by arpita pramanik on Thu, 08/23/2018 - 10:07

সমকোণী চৌপল বা আয়তঘন (Rectangular Parallelepiped)

সূচনা (Introduction) :-  প্রাত্যহিক জীবনে আমাদের নানা প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয় । এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম । এই সমস্ত ঘনবস্তুগুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে । শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে । এখন আমরা একটি বিশেষ ধরণের ঘনবস্তুর মাত্রাগুলির সঙ্গে পরিচয় করে, তার থেকে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করব । 

সমকোণী চৌপল বা আয়তঘন (Rectangular Parallelepiped) :- যে ঘন বস্তুর প্রতিটি তল আয়তকার, তলগুলি প্রত্যেকটি তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকে এবং বিপরীত তলের সঙ্গে সমান্তরাল থাকে, সেই ঘনবস্তুকে সমকোণী চৌপল বা আয়তঘন বলে । 

আমাদের বই, জ্যামিতির বাক্স, ইট ইত্যাদির তিনটি মাত্রা আছে । মাত্রা গুলি হল দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা । এগুলি সাধারণভাবে সমকোণী চৌপল বা আয়তঘনর উদাহরণ । আয়তঘনের দুটি তলের ছেদ রেখাংশকে ধার বা প্রান্তিকী বলা হয় । 

rectangular

লক্ষ্য করো , সাধারণভাবে ঘরের মেঝে ও দেওয়াল পরস্পর সমকোণে থাকে । আবার, পাকা ঘরের চাদ এবং মেঝে হল দুটি সমান্তরাল তলের উদাহরণ । 

উপরের চিত্রে লক্ষ্য করলে দেখা যায় মাত্রার সংখ্যা হল 3টি, শীর্ষবিন্দু 8টি , ধার 12টি , তল 6টি এবং প্রতিটি তল আয়তকার । সমকোণী চৌপলটি যে তলের উপর দাঁড়িয়ে থাকে তাকে সমকোণী চৌপলের ভূমি বলে । ভূমি সংলগ্ন বড় বাহুটিকে দৈর্ঘ্য এবং ছোটোটিকে প্রস্থ বলে, তৃতীয় মাত্রাটিকে উচ্চতা বা বেদ বলে । 

সমকোণী চৌপল বা আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল (Area of Rectangular Parallelepiped)

= ছয়টি আয়তকার তলের ক্ষেত্রফল 

= 2 ( দৈর্ঘ্য [tex] \times [/tex] প্রস্থ + প্রস্থ [tex] \times [/tex] উচ্চতা + উচ্চতা [tex] \times [/tex] দৈর্ঘ্য )

= 2 ( ab +bc +ca )

Area

 

 

 

 

সমকোণী চৌপলের আয়তন (Volume of Rectangular Parallelepiped)

সমকোণী চৌপলের আয়তন বলতে বস্তুটি যে পরিমান পদার্থ দিয়ে তৈরি তা বোঝায়। আয়তন মাপার সাধারণ সূত্র হল 

= ( ভূমির ক্ষেত্রফল  [tex] \times [/tex] উচ্চতা )

অতএব সমকোণী চৌপলের আয়তন 

= ( দৈর্ঘ্য [tex] \times [/tex] প্রস্থ )  [tex] \times [/tex] উচ্চতা 

= [tex]\left( {a \times b} \right) \times c[/tex]

সমকোণী চৌপলের কর্ণ নির্ণয় (To find Diagonal of Rectangular Parallelepiped)

 

diagonal

 

সমকোণী চৌপলের কর্ণ

[tex]\begin{array}{l}  = \sqrt {B{D^2} + D{E^2}} \\  = \sqrt {\left( {A{B^2} + A{D^2}} \right) + D{E^2}} \\  = \sqrt {{a^2} + {b^2} + {c^2}} \end{array}[/tex]

মন্তব্য দৈর্ঘ্য , প্রস্থ এবং উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না তাই কর্ণের দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয় । 

 

Comments

Related Items

পিথাগোরাসের উপপাদ্য

কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান । সমকৌনিক বিন্দু A থেকে অতিভুজ BC এর উপরে AD লম্ব অঙ্কন করা হল যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করে । ...

বিবিধ ঘনবস্তুসমূহ (Various 3D Figures)

এই অধ্যায়ে আমরা একাধিক ঘনবস্তুর পারস্পরিক সম্পর্কে বিচার করে মিলিতভাবে যে সমস্যাগুলির সম্মুখীন হব, তার সমাধান করা শিখবো । সুবিধার জন্য ওই ঘনবস্তু সম্পর্কিত সূত্রাবলির তালিকা এখানে একসাথে দেওয়া হল ।

দ্বিঘাত করণী (Quadratic Surds)

করণীর বিভিন্ন আকার (Different types of Surds) , করণীর ক্রম ( Order of Surds ), করণীর সরলতম আকার ( Simple form of Surds ), অনুবন্দি বা পূরককরণী ( Conjugate or Complementary Surds ) ...

অনুপাত ও সমানুপাত

অনুপাত, গুরু অনুপাত ( Ratio of greater inequality ) ও লঘু অনুপাত ( Ratio of less inequality ), বিভিন্ন ধরণের অনুপাত সম্পর্কে ধারণা , সমানুপাত, বিভিন্ন ধরণের সমানুপাত সম্পর্কে ধারণা, সমানুপাতের কয়েকটি প্রয়োজনীয় ধর্ম,

সরল সুদকষা (Simple Interest)

আসল বা মূলধন, সুদের হার, মোট সুদ, সুদ-আসল বা সবৃদ্ধিমূল, অধমর্ণ, উত্তমর্ণ, সুদ-কষা সম্পর্কিত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক, সরল সুদ নির্ণয়ের সাধারণ সুত্র, আসল ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে মোট সুদ বাড়বে , আসল কমলে মোট সুদ কমবে ...