W.B Civil Service Examination (Main), 2000
(Optional Papers)
BENGALI Paper-II
Time Allowed-3 Hours Full Marks-100
‘ক’ বিভাগ থেকে তিনটি এবং ‘খ’ বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।
‘ক’ বিভাগ
১। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকার গুরুত্ব বিচার করুন।
২। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে মহাকাব্যে রচনায় মধুসূদনের কৃতিত্ব আলোচনা করুন ।
৩। বাংলা নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্রের দান বিষয়ে আলোচনা করুন ।
৪। বাংলা উপন্যাসে আধুনিকতার সুত্রপাত রবীন্দ্রনাথের উপন্যাস থেকে - আলোচনা করুন ।
৫। যে-কোন দুটি বিষয় সম্পর্কে অলোচনা করুন :
(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত (খ) গিরিশচন্দ্রের ঐতিহাসক নাটক (গ) প্রভাতকুমার মুখোপাধ্যায় (ঘ) বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
খ -- বিভাগ
৬। রবীন্দ্রোত্তর বাংলা কাব্যে বিষ্ণু দে এবং সুধিন্দ্রনাথ দত্তের কবি প্রতিভার পরিচয় দিন।
৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলা নাটকের গতি-প্রকৃতির বিষয়ে আলোচনা করুন এবং এই প্রসঙ্গে দুজন বিশিষ্ট নাট্যকারের পরিচয় দিন।
৮। যে-কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :
(ক) সাহিত্য ও যুগধর্ম ;
(খ) বাংলা উপন্যাসে বিষয় বৈচিত্র ;
(গ) উনিশ শতকের বাংলা আখ্যান-কাব্য;
(ঘ) শরৎচন্দ্রের উপন্যাসে নারী ।
***