Class IX Mathematics Study material

Submitted by arpita pramanik on Tue, 02/15/2011 - 23:20

Mathematics for Class IX Standard

 

Index   Chapters Descriptions
1   পাটিগনিত  
  1.1 পূর্বপাঠের পুনরালোচনা  
  1.2 ব্যাপকতর ত্রৈরাশিক  
  1.3 সরল সুদকষা  
  1.4 অংশীদারী কারবার  
  1.5 ব্যাঙ্কের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সঙ্গে পরিচিতি  
       
2   বীজগণিত  
  1.1 পূর্বপাঠের পুনরালোচনা  
  1.2 ভাগ প্রক্রিয়ার সাহায্যে গ.সা.গু. নির্ণয়  
  1.3 সহ সমীকরণ  
  1.4 লেখচিত্র  
       
3   জ্যামিতি  
  3.1 পূর্বপাঠের পুনরালোচনা  
  3.2 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য  
  3.3 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য  
  3.4 সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য  
  3.5 পিথাগোরাসের উপপাদ্য  
  3.6 জ্যামিতিক অঙ্কন - সম্পাদ্য  
       
4   পরিমিতি  
  4.1 আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ও ত্রিভূজ  
  4.2 বৃত্ত  
  4.3 সমকোণী চৌপল বা আয়তঘন  
       
       
       
       
       

*****

Comments

Related Items

রৈখিক সহ সমীকরণ

রৈখিক সহ সমীকরণ (Linear Simultaneous Equations)

সূচনা (Introduction)

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত অংকের সমাধান

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত অংকের সমাধান ( Prove and Solution of Transversal and Mid-Point Theorem Related Problems)

লেখচিত্রের সাহায্যে যেকোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়

মনে করি P ও Q দুটি বিন্দু উহাদের স্থানাঙ্ক হল যথাক্রমে [EQUATION-1] এবং [EQUATION-2] . P ও Q যোগ করা হল এখন আমাদের PQ এর দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।

লেখচিত্রের সাহায্যে মূলবিন্দু থেকে যেকোনো বিন্দুর দূরত্ব নির্ণয়

মনে করি XOX' ও YOY' সরলরেখাদ্বয় লম্বভাবে পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। XOX' ও YOY' এইদুটি স্থানাঙ্ক রেখা বা Co-Ordinate axes এবং O হল মূলবিন্দু ( Origin ) ।

লেখচিত্রের সাহায্যে রৈখিক সহসমীকরণ সমাধান

মনে করি 3x + 4y = 25 এবং 4x - 3y = 0 দুটি সমীকরণ এদেরকে আমাদের সমাধান করতে হবে। দেখা যাচ্ছে দুটি সরলরেখার একটি সাধারণ বিন্দু হল (3,4) . অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে (3,4) বিন্দুতে ছেদ করেছে।