বীজগণিত - পূর্বপাঠের পুনরালোচনা :
বীজ গণিতের সূত্রাবলী [Algebraic Formula]
চিহ্ন সংক্রান্ত সূত্র ( Formula of Sign ) :
(+)×(+)=+
(+)×(−)=−
(−)×(+)=−
(−)×(−)=+
সূচক নিয়মাবলী (Law of Indices) :
1. a0=1;a≠0
2. am⋅an=am+n
3. aman=am−n
4. (ab)m=am⋅bm
5. (ab)m=ambm
6. (am)n=amn
7. a−m=1am
8. am=an হলে m=n;a≠0,1 বা (-1)
9. am=bm হলে a=b;m≠0
উৎপাদক ও সমাধান সংক্রান্ত নিয়মাবলী (Some Laws of Factor and Solution) :
1. x চলের কোনো রাশিমালার একটি উৎপাদক ( x - a ) হলে ওই রাশিমালার x এর স্থলে a বসালে তার মান শূন্য হবে ।
2. x চলের কোনো রাশিমালাতে x এর স্থলে a বসালে যদি রাশিমালাটির মান শূন্য হয় , তাহলে ( x - a ) ওই রাশিমালাটির একটি উৎপাদক হবে ।
3. x চলযুক্ত কোনো সমীকরণের x = a একটি সমাধান হলে সমীকরণটিতে x = a বসালে সমীকরণটির উভয়পক্ষের মান সমান হবে ।
4. x , y এবং z বা একাধিক চলযুক্ত সমীকরণগুলির সমাধান x = a, y = b , z = c ইত্যাদি হলে , সমীকরণগুলিতে x = a , y = b , z = c ইত্যাদি বসালে সমীকরণগুলির উভয় পক্ষের মান সমান হবে ।
বিভিন্ন সূত্রাবলি [ Different Formula ] :
1. (a+b)2=a2+2ab+b2
(a+b)2=(a−b)2+4ab
2. (a−b)2=a2−2ab+b2
(a−b)2=(a+b)2−4ab
3. (a+b+c)2=a2+b2+c2+2ab+2bc+2ca
4. a2+b2=(a+b)2−2ab
a2+b2=(a−b)2+2ab
5. a2−b2=(a+b)(a−b)
6. 2(a2+b2)=(a+b)2+(a−b)2
7. 4ab=(a+b)2−(a−b)2
8. ab=(a+b2)2−(a−b2)2
9. (a+b)3=a3+3a2b+3ab2+b3
(a+b)3=a3+b3+3ab(a+b)
10. (a−b)3=a3−3a2b+3ab2−b3
(a−b)3=a3−b3−3ab(a−b)
11. a3+b3=(a+b)3−3ab(a+b)
a3+b3=(a+b)(a2−ab+b2)
12. a3−b3=(a−b)3+3ab(a−b)
a3−b3=(a−b)(a2+ab+b2)
13. a2+b2+c2−ab−bc−ca=12[(a−b)2+(b−c)2+(c−a)2]
14. (a+b+c)3=a3+b3+c3+3(a+b)(b+c)(c+a)
15. a3+b3+c3−3abc=(a+b+c)(a2+b2+c2−ab−bc−ca)
*****
- 4044 views