বহুপদী সংখ্যামালা (Polynomials)
বহুপদী সংখ্যামালা সম্পর্কে জানতে হলে আমাদের তার আগে কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে ।
- সহগ ( Coefficient )
- পদ ( term ) এবং রাশি ( Expression )
সহগ (Coefficient) : সহগ হল কোনো বীজগাণিতিক রাশির উৎপাদক। কোনো বর্ণ বা অক্ষর দিয়ে সহগ গঠিত হলে তাকে বর্ণমূলক সহগ (Literal Coefficient) বলে । আবার কেবলমাত্র সংখ্যা দিয়ে সহগ গঠিত হলে তাকে বলে সংখ্যামূলক সহগ (Numerical Coefficient) .
যেমন 2abx2 বীজগাণিতিক পদটিতে 2 হল abx2 এর সংখ্যামূলক সহগ । 2a হল bx2 এর সহগ এবং 2ab হল x2 এর সহগ । আবার bcx পদটিতে bc হল x এর বর্ণমূলক সহগ ।
সহগ সাধারণত কোনো পদের বাঁদিকে লেখা হয়, যদি কোনো পদে সহগের উল্লেখ না থাকে, তবে সহগ হিসাবে 1 ধরতে হয় । যেমন x3 এর সহগ 1 কিংবা a2 এর সহগ হল 1 ।
পদ (Term) এবং রাশি (Expression) : পদ হল একটি সংখ্যা বা চলরাশি বা একাধিক সংখ্যা এবং চলরাশির গুণিতক । এক বা একাধিক পদ যদি যোগ বিয়োগ চিহ্ন দ্বারা মিলিত হয় তাকে রাশি বলে ।
যেমন a2+ab−c এই রাশিতে বিভিন্ন পদগুলি হল a2,ab,c এরা যথাক্রমে যোগ এবং বিয়োগের মাধ্যমে a2+ab−c রাশিটি গঠন করেছে । আবার 4x3+5xy−15xy2 এই রাশির বিভিন্ন পদগুলি হল 4x3,5xy,15xy2 এরা যথাক্রমে যোগ এবং বিয়োগের মাধ্যমে 4x3+5xy−15xy2 রাশিটি গঠন করেছে ।
বহুপদী সংখ্যামালা (Polynomials) : সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখন্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা (Polynomials) বলে ।
যেমন x2,x3+8,x7+5x+8 ইত্যাদি এরা হল বহুপদী সংখ্যামালা কারণ এদের চল x এর সূচক গুলি অখন্ড। কিন্তু √x+1,3x2+√y,x2−3√y ইত্যাদি বহুপদী সংখ্যামালা নয় কারণ এদের x এবং y চলের সূচক সর্বদা অখন্ড নয় ।
*****