সূচকের নিয়মাবলি (Laws of Index)

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 00:09

সূচকের নিয়মাবলি (Laws of Index)

ভূমিকা (Introduction) : কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা একাধিকবার গুণ করার প্রক্রিয়াকে প্রকাশ করা হয় সংখ্যাটির মাথার ডানদিকে সংখ্যাটিকে যত সংখ্যক বার গুণ করা হয়েছে সেই সংখ্যাটি বসিয়ে । এই প্রক্রিয়াকে সূচকের নিয়ম বলে । 

যেমন 3×3×3×3×3 এখানে 3 কে পাঁচবার গুণ করা হয়েছে । সুতরাং একে প্রকাশ করতে হলে 35 আকারে লেখা হয় । আবার a×a×a কে প্রকাশ করা হয় a3 এর আকারে । কারণ এখানে a কে তিনবার গুণ করা হয়েছে । 

এখানে সংখ্যা রাশির ডানদিকের একটু উঁচুতে কোনাকুনি ভাবে অবস্থিত সংখ্যাটিকে প্রথম সংখ্যার সূচক বলে আর প্রথম সংখ্যাটিকে বলে নিধন (Base) ।

xm×xn=xm+n ( যেখানে x একটি বাস্তব সংখ্যা এবং m , n দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা ) কে সূচকের মৌলিক নিয়ম (Fundamental Laws of Indices) বলা হয় । 

 

সূচকের নিয়মাবলি (Laws of index)

যদি m ও n ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় এবং a0,b0 হয় তবে,

1. aman=am+n

2. am÷an=aman=amn ,m>n

3. (am)n=amn

4. (ab)m=ambm

5. (ab)m=ambm

 

নিয়মাবলির প্রমাণ (Proof of the laws)

1. aman=am+n

 am=a×a×a××a,m সংখ্যক an=a×a×a××a,n সংখ্যক

aman=a×a×a××a,m সংখ্যক a×a×a××a,n সংখ্যক

          =a×a×a××a,m+n সংখ্যক

          =am+n

 

2. am÷an=aman=amn,m>n

যেহেতু m ও n দুটি অখণ্ড সংখ্যা এবং m>n,mn অখণ্ড ধনাত্মক সংখ্যা ।

এখন anamn=an+mn=am [1. থেকে প্রমানিত ]

amn=aman  [ উভয় কে an দিয়ে ভাগ দিয়ে পাই ]

 

3. (am)n=amn

এখন (am)n=amamamam,n সংখ্যক

                =am+m+m+m=amn

 

4. (ab)m=ambm

(ab)m=abababab,m সংখ্যক

         =a×a×a××a,m সংখকb×b×b××b,m সংখ্যক

        =ambm

 

5. (ab)m=ambm

 এখন

(ab)m×bm=(ab×b)m=am(ab)m=ambm [ আগের প্রমান থেকে পাই ]

[উভয়কে bm দিয়ে ভাগ করে পাই]

 

m যখন ধনাত্মক অখণ্ড সংখ্যা নয় তখন am এর অর্থ (Meaning of am , when m is not a Positive Integer)

আমরা m ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য আগের নিয়মাবলি প্রয়োগ করেছি । কিন্তু m যখন ধনাত্মক অখণ্ড সংখ্যা না হয়ে  m এর মান যদি শূন্য , ঋনাত্মক বা ভগ্নাংশ হয় তখন  সেক্ষেত্রে am এর কোনো অর্থ হয় না ।

i) যখন m = 0

 m=0am=a0

অর্থাৎ a কে শূন্যবার গুন করা বোঝায় যার কোনো অর্থ নেই ।

ii). যখন m < 0

m<0

মনে করি m=p যেখনে p হল ধনাত্মক অখণ্ড সংখ্যা ।

am=ap ,a কে (-p) বার গুন করা বোঝায়।যা অর্থহীন । ভগ্ণাংশের ক্ষেত্রেও একই সমস্যা।তবুও সূচকের মূল সত্যটি সবক্ষেত্রে সত্য বলে ধরে নেওয়া হয় ।

 

m এর মান যখন শূন্য, ঋনাত্মক এবং ভগ্নাংশ তখন নিম্নলিখিত ভাবে am কে প্রকাশ করা হয় ।

i). a0,(a0) এর অর্থ

a0am=ama0=amam=1,[a0] [সূচকের যেকোনো মানে মূল সূত্র সত্য]

[ উভয়কে am দিয়ে ভাগ করে পাই ]

 

ii). যখন m<0,(a0)

মনে করি m=p (p হল ধনাত্মক অখণ্ড সংখ্যা )

apap=ap+p=a0=1ap.ap=1ap=1ap [ সূচকের যেকোনো মানে মূলসূত্র সত্য]

[ উভয়পক্ষকে ap দিয়ে ভাগ করে পাই a0 ]

অনুরূপে ap=1ap,a0 

অতএব ap হয় ap এর অন্যোনক ।

 

iii) যখন m ভগ্নাংশ হয় ।

মনে করি m=pq, যেখানে p ও q হল ধনাত্মক অখণ্ড সংখ্যা ।

(apq)q=apqq=ap(apq)q=apapq=qap [সূচকের যে কোনো মানে মূল সূত্রটি সত্য ]

apq কে ap এর q তম মূল বলে ।

 

সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ [Equations and Identities Involving Indices]

1. যখন a, m, n বাস্তব সংখ্যা am=an হলে m=n যখন  a0,±1

am=anaman=1amn=a0[a0,±1]mn=0m=n

2.  a, b, m বাস্তব সংখ্যা এবং am=bm হলে a = b যখন m0

am=bm এর উভয়দিকে bm দিয়ে ভাগ করে পাই ।

am=bmambm=1(ab)m=1ab=1[m0]a=b

*****

Comments

Related Items

রৈখিক সহ সমীকরণ

রৈখিক সহ সমীকরণ (Linear Simultaneous Equations)

সূচনা (Introduction)

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত অংকের সমাধান

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত অংকের সমাধান ( Prove and Solution of Transversal and Mid-Point Theorem Related Problems)

লেখচিত্রের সাহায্যে যেকোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়

মনে করি P ও Q দুটি বিন্দু উহাদের স্থানাঙ্ক হল যথাক্রমে [EQUATION-1] এবং [EQUATION-2] . P ও Q যোগ করা হল এখন আমাদের PQ এর দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।

লেখচিত্রের সাহায্যে মূলবিন্দু থেকে যেকোনো বিন্দুর দূরত্ব নির্ণয়

মনে করি XOX' ও YOY' সরলরেখাদ্বয় লম্বভাবে পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। XOX' ও YOY' এইদুটি স্থানাঙ্ক রেখা বা Co-Ordinate axes এবং O হল মূলবিন্দু ( Origin ) ।

লেখচিত্রের সাহায্যে রৈখিক সহসমীকরণ সমাধান

মনে করি 3x + 4y = 25 এবং 4x - 3y = 0 দুটি সমীকরণ এদেরকে আমাদের সমাধান করতে হবে। দেখা যাচ্ছে দুটি সরলরেখার একটি সাধারণ বিন্দু হল (3,4) . অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে (3,4) বিন্দুতে ছেদ করেছে।