স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয়

Submitted by arpita pramanik on Thu, 06/27/2019 - 11:37

স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয় (Co-ordinate Geometry : Distance formula)

সূচনা (Introduction)

আমরা graph কাগজে যেমন বিভিন্ন বিন্দুকে স্থাপন করতে পারি তেমনি ওই বিন্দু গুলির সাহায্যে বিভিন্ন জ্যামিতিক চিত্র , সরলরেখা অঙ্কন করা যায় । দেখা যাচ্ছে বিন্দু গুলির স্থানাঙ্ক জানা থাকলে সেগুলি যোগ করে বিভিন্ন সমতলিক জ্যামিতিক চিত্র পাওয়া যায় । আবার বিভিন্ন বীজগাণিতিক দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণের জ্যামিতিক আকার সম্মন্ধে ঠিক মতো ধারণা করা যায় । 

এইভাবে বীজগণিতের সাহায্যে বিভিন্ন জ্যামিতিক আকারের ধারণা গড়ে ওঠাকে স্থানাঙ্ক জ্যামিতি (Co-ordinate Geometry) বলা হয় । 

অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে বীজগণিতের সাহায্যে জ্যামিতির ধারণা করতে পারি 

তাই স্থানাঙ্ক জ্যামিতি ব্যাপকতরভাবে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যবহার করা হয় । 

 

মূলবিন্দু (0,0) থেকে অক্ষরেখার উপরে অবস্থিত যেকোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় 

স্থানাঙ্ক

এখানে দুটি লম্ব অক্ষ হল XOX' ও YOY' এবং O(0,0) হল মূলবিন্দু  .

এখানে A(5,0) ও B(0,8) দুটি বিন্দু । আমরা পরিষ্কারভাবে বলতে পারি A ও B বিন্দু দুটি মূলবিন্দু থেকে যথাক্রমে 5 একক ও 8 একক দূরত্বে অবস্থিত । সুতরাং x অক্ষের উপরে অবস্থিত যেকোনো বিন্দুর স্থানাঙ্ক তার ভুজের ধনাত্মক মান । অনুরূপে y অক্ষের উপরে অবস্থিত যেকোনো বিন্দুর স্থানাঙ্ক হবে কোটির ধনাত্মক মান । 

 

 

 

 

 

লম্ব অক্ষের উপর অবস্থিত যেকোনো দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় 

স্থানাঙ্ক মনে করি A(x,0) ও B(0,y) দুটি বিন্দু যথাক্রমে x অক্ষ ও y অক্ষের উপরে অবস্থিত । 

মূলবিন্দু থেকে A বিন্দুর দূরত্ব হল x একক অর্থাৎ OA = x একক 

অনুরূপে মূলবিন্দু থেকে B বিন্দুর দূরত্ব হল y একক অর্থাৎ OB = y একক 

এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই 

(AB)2=(OA)2+(OB)2AB=(OA)2+(OB)2=x2+y2

 

উদাহরণ : রোহিত x অক্ষের উপরে একটি বিন্দু M(6,0) এবং y অক্ষের উপরে একটি বিন্দু N(0,8) নিয়েছে । এখন MN এর দৈর্ঘ্য নির্ণয় করে দেখি । 

স্থানাঙ্ক M বিন্দুর স্থানাঙ্ক (6,0) এবং N বিন্দুর স্থানাঙ্ক (0,8)

অতএব OM = 6 একক এবং ON = 8 একক 

অতএব 

MN=62+82=36+64=100=10

অতএব MN = 10 একক । 

 

মূলবিন্দু থেকে যেকোনো বিন্দুর দূরত্ব নির্ণয় 

স্থানাঙ্ক মনে করি P(x,y) যেকোনো বিন্দু। মূলবিন্দু O(0,0) থেকে এর দূরত্ব নির্ণয় করতে হবে । 

P(x,y) বিন্দু থেকে x অক্ষের উপর PM লম্ব টানা হল। অতএব M এর স্থানাঙ্ক হবে (x,0) .

এখন OM = x একক এবং PM = y একক । 

পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই 

OP2=OM2+PM2OP=OM2+PM2=x2+y2

মূলবিন্দু থেকে  P(x,y) বিন্দুর দূরত্ব হল x2+y2 একক । 

 

উদাহরণ : মূলবিন্দু থেকে (3,4) বিন্দুর দূরত্ব নির্ণয় করো 

স্থানাঙ্ক মূলবিন্দু থেকে (3,4) বিন্দুর দূরত্ব 

=32+42 একক 

=9+16 একক 

=25 একক 

= 5 একক 

 

 

যেকোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় 

স্থানাঙ্ক মনে করি A ও B দুটি বিন্দুর স্থানাঙ্ক হল যথাক্রমে (x1,y1) এবং (x2,y2) .

আমাদের A ও B বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে । 

A ও B বিন্দু থেকে x অক্ষের উপরে দুটি লম্ব যথাক্রমে AM ও BN অঙ্কন করা হল ।

A বিন্দু থেকে BN এর উপর AP লম্ব অঙ্কন করলাম । 

 A ও B দুটি বিন্দুর স্থানাঙ্ক হল যথাক্রমে (x1,y1) এবং (x2,y2) .

অতএব OM=x1 এবং ON=x2

AM=y1 এবং BN=y2

AP = MN = ON - OM = x2x1

এবং BP = BN - PN = BN - AM = y2y1

অতএব সমকোণী ত্রিভুজ ABP তে পিথাগোরাগের উপপাদ্য প্রয়োগ করে পাই 

AB=AP2+BP2=(x2x1)2+(y2y1)2

অতএব A(x1,y1) ও B(x2,y2) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হল 

(x2x1)2+(y2y1)2 একক .

 

উদাহরণ : (2,4) ও (5,7) বিন্দুর দূরত্ব নির্ণয় করো 

এখানে x1=2 , y1=4 , x2=5 এবং y2=7

অতএব নির্ণেয় দূরত্ব 

=(52)2+(74)2 একক 

=32+32 একক 

=9+9 একক 

=18 একক 

=92 একক 

*****

Comments

Related Items

রৈখিক সহ সমীকরণ

রৈখিক সহ সমীকরণ (Linear Simultaneous Equations)

সূচনা (Introduction)

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত অংকের সমাধান

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত অংকের সমাধান ( Prove and Solution of Transversal and Mid-Point Theorem Related Problems)

লেখচিত্রের সাহায্যে যেকোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়

মনে করি P ও Q দুটি বিন্দু উহাদের স্থানাঙ্ক হল যথাক্রমে [EQUATION-1] এবং [EQUATION-2] . P ও Q যোগ করা হল এখন আমাদের PQ এর দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।

লেখচিত্রের সাহায্যে মূলবিন্দু থেকে যেকোনো বিন্দুর দূরত্ব নির্ণয়

মনে করি XOX' ও YOY' সরলরেখাদ্বয় লম্বভাবে পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। XOX' ও YOY' এইদুটি স্থানাঙ্ক রেখা বা Co-Ordinate axes এবং O হল মূলবিন্দু ( Origin ) ।

লেখচিত্রের সাহায্যে রৈখিক সহসমীকরণ সমাধান

মনে করি 3x + 4y = 25 এবং 4x - 3y = 0 দুটি সমীকরণ এদেরকে আমাদের সমাধান করতে হবে। দেখা যাচ্ছে দুটি সরলরেখার একটি সাধারণ বিন্দু হল (3,4) . অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে (3,4) বিন্দুতে ছেদ করেছে।