বহুপদী সংখ্যামালার ধর্ম (Properties of Polynomials) :
দুটি বহুপদীয় রাশির যোগফল, বিয়োগফল ও গুণফল সর্বদা বহুপদীয় রাশি হয় ।
উদাহরণ : কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা মোট (x2+8) টি চারাগাছ লাগিয়েছে। কিন্তু শিক্ষক শিক্ষিকা ও অতিথিরা যথাক্রমে (3x2+2x+5) টি এবং (x3+1) টি চারাগাছ লাগিয়েছে। তাহলে সবাই মিলে মোট কতগুলি চারাগাছ লাগানো হয়েছে
মনে করি f(x)=x2+8 , g(x)=3x2+2x+5 এবং h(x)=x3+1
অতএব
f(x)+g(x)+h(x)=x2+8+3x2+2x+5+x3+1=x3+4x2+2x+14
সবাই মিলে মোট x3+4x2+2x+14 টি চারাগাছ লাগানো হয়েছে ।
উদারহণ : মনে করি f(x)=x2+8 এবং g(x)=3x2+2x+5 এই দুটি বহুপদী সংখ্যামালার বিয়োগফল নির্ণয় করতে হবে ।
g(x)−f(x)=(3x2+2x+5)−(x2+8)=3x2+2x+5−x2−8=2x2+2x−3
দেখা যাচ্ছে তাদের বিয়োগফল একটি বহুপদী সংখ্যামালা
উদাহরণ : মনে করি f(x)=x2+8 এবং g(x)=3x2+2x+5 এই দুটি বহুপদী সংখ্যামালার গুণফল নির্ণয় করতে হবে ।
g(x)×f(x)=(3x2+2x+5)×(x2+8)=3x2×(x2+8)+2x×(x2+8)+5×(x2+8)=3x4+24x2+2x3+16x+5x2+40=3x4+2x3+29x2+16x+40
উদাহরণ : y = 1 এর জন্য f(y)=y3+2y−5 এর মান নির্ণয় কর
y = 1 , f(y)=y3+2y−5 এই অপেক্ষকে বসিয়ে পাই
f(1)=13+2×1−5=1+2−5=−2
একটি সংখ্যা c কে f(x) বহুপদী সংখ্যামালার শূন্য বলা হবে যদি f(c) = 0 হয় ।
উদাহরণ : f(x)=8−x এই বহুপদী সংখ্যামালার শূন্য কি হবে ?
f(1)=8−1=7f(2)=8−2=6f(3)=8−3=5f(4)=8−4=4f(5)=8−5=3f(6)=8−6=2f(7)=8−7=1f(8)=8−8=0
দেখা যাচ্ছে x = 8 এর জন্য বহুপদী সংখ্যামালা শূন্য হবে ।
বিকল্প পদ্ধতি :
f(x)=8−x এই বহুপদী সংখ্যামালা শূন্য হলে x এর মান কি হবে তা নির্ণয় করি
8−x=0⇒x=8
উদাহরণ : 6 এই বহুপদী সংখ্যার পদ শূন্য কি হবে তা নির্ণয় করি ।
6=6x0 দেখা যাচ্ছে x এর পরিবর্তে কোনো সংখ্যা বসালে 6 বহুপদী সংখ্যার পদ শূন্য পাবনা। কিন্তু এখানে x≠0 বসাতে হবে। কারণ 00 হল অসংজ্ঞাত ।
অতএব শূন্য ছাড়া কোনো ধ্রূবক বহুপদী সংখ্যার শূন্য নেই ।
কিন্তু শূন্য বহুপদী সংখ্যার শূন্য কী হবে ?
প্রত্যেক বাস্তব সংখ্যার শূন্য বহুপদী সংখ্যার শূন্য। কারণ 0 কে লেখা যায় 0⋅x3 . x এর পরিবর্তে যেকোনো বাস্তব সংখ্যা বসালে 0⋅x3 এর মান শূন্য হবে। যেমন 0⋅53=0 , 0⋅33=0 ইত্যাদি। কিন্তু 0⋅x0 এর ক্ষেত্রে x≠0 বসাতে হবে। কারণ 00 হল অসংজ্ঞাত ।
ভাগ পদ্ধতি ( Division Algorithm )
যদি কোনো বহুপদী রাশিমালা অপেক্ষক f(x) এমন হয় যে f(a) = 0 তখন অপেক্ষকটি ( x-a ) দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ বহুপদী সংখ্যামালা সর্বদাই তার উৎপাদক দ্বারা বিভাজ্য হবে ।
বিভাজ্যতার কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র
সূত্র 1.
xn−an এই সংখ্যামালাটি সর্বদা x - a দ্বারা বিভাজ্য হবে যদি n যেকোনো ধনাত্মক জোড় অথবা বিজোড় সংখ্যা হয় ।
এই ভাগ পদ্ধতিটি হল
xn−anx−a=xn−1+xn−2a+xn−3a2+...........+xan−2+an−1⇒xn−an=(x−a)(xn−1+xn−2a+xn−3a2+...........+xan−2+an−1)
সূত্র 2.
xn−an এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে যদি n একটি ধনাত্মক জোড় সংখ্যা হয়। ( কিন্তু n বিজোড় সংখ্যা হলে বিভাজ্য হবে না )
এই ভাগ প্রক্রিয়াটি হল
xn−anx+a=xn−1−xn−2a+xn−3a2−...............+an−2x−an−1⇒xn−an=(x+a)(xn−1−xn−2a+xn−3a2−...............+an−2x−an−1)
সূত্র 3.
xn+an এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে যদি n একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হয়। ( কিন্তু যদি n যুগ্ম হয় তাহলে বিভাজ্য হবে না) ।
এই ভাগ প্রক্রিয়াটি হল
xn+anx+a=xn−1−xn−2a+xn−3a2−..........+(−1)n−2xan−2+(−1)n−1xan−1⇒xn+an=(x+a)(xn−1−xn−2a+xn−3a2−..........+(−1)n−2xan−2+(−1)n−1xan−1)
সূত্র ৪.
xn+an এই সংখ্যামালাটি n যুগ্ম অথবা অযুগ্ম যাই হোকনা কেন x - a দ্বারা কখনোই বিভাজ্য হবে না ।
বিশেষ জ্ঞাতব্য :
যদি n অযুগ্ম সংখ্যা হয়
- xn−an এই সংখ্যামালাটি x - a দ্বারা বিভাজ্য হবে ।
- xn−an এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে না ।
- xn+an এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে ।
- xn+an এই সংখ্যামালাটি x - a দ্বারা বিভাজ্য হবে না ।
যদি n যুগ্ম সংখ্যা হয়
- xn−an এই সংখ্যামালাটি x - a দ্বারা বিভাজ্য হবে ।
- xn−an এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে ।
- xn+an এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে না ।
- xn+an এই সংখ্যামালাটি x - a দ্বারা বিভাজ্য হবে না ।
*****