বহুপদী সংখ্যামালার ধর্ম

Submitted by arpita pramanik on Sat, 08/29/2020 - 23:48

বহুপদী সংখ্যামালার ধর্ম (Properties of Polynomials) :

দুটি বহুপদীয় রাশির যোগফল, বিয়োগফল ও গুণফল সর্বদা বহুপদীয় রাশি হয় । 

উদাহরণ : কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা মোট (x2+8) টি চারাগাছ লাগিয়েছে। কিন্তু শিক্ষক শিক্ষিকা ও অতিথিরা যথাক্রমে (3x2+2x+5) টি এবং (x3+1) টি চারাগাছ লাগিয়েছে। তাহলে সবাই মিলে মোট কতগুলি চারাগাছ লাগানো হয়েছে 

মনে করি f(x)=x2+8 , g(x)=3x2+2x+5 এবং h(x)=x3+1

অতএব 

f(x)+g(x)+h(x)=x2+8+3x2+2x+5+x3+1=x3+4x2+2x+14

সবাই মিলে মোট x3+4x2+2x+14 টি  চারাগাছ লাগানো হয়েছে । 

 

উদারহণ : মনে করি f(x)=x2+8 এবং g(x)=3x2+2x+5 এই দুটি বহুপদী সংখ্যামালার বিয়োগফল নির্ণয় করতে হবে । 

g(x)f(x)=(3x2+2x+5)(x2+8)=3x2+2x+5x28=2x2+2x3

দেখা যাচ্ছে তাদের বিয়োগফল একটি বহুপদী সংখ্যামালা 

 

উদাহরণ : মনে করি f(x)=x2+8 এবং g(x)=3x2+2x+5 এই দুটি বহুপদী সংখ্যামালার গুণফল নির্ণয় করতে হবে । 

g(x)×f(x)=(3x2+2x+5)×(x2+8)=3x2×(x2+8)+2x×(x2+8)+5×(x2+8)=3x4+24x2+2x3+16x+5x2+40=3x4+2x3+29x2+16x+40

 

উদাহরণ : y = 1 এর জন্য f(y)=y3+2y5 এর মান নির্ণয় কর 

y = 1 , f(y)=y3+2y5 এই অপেক্ষকে বসিয়ে পাই 

f(1)=13+2×15=1+25=2

 

একটি সংখ্যা c কে f(x) বহুপদী সংখ্যামালার শূন্য বলা হবে যদি f(c) = 0 হয় । 

 

উদাহরণ : f(x)=8x এই বহুপদী সংখ্যামালার শূন্য কি হবে ?

f(1)=81=7f(2)=82=6f(3)=83=5f(4)=84=4f(5)=85=3f(6)=86=2f(7)=87=1f(8)=88=0

দেখা যাচ্ছে x = 8 এর জন্য বহুপদী সংখ্যামালা শূন্য হবে । 

বিকল্প পদ্ধতি : 

f(x)=8x এই বহুপদী সংখ্যামালা শূন্য হলে x এর মান কি হবে তা নির্ণয় করি 

8x=0x=8

উদাহরণ : 6 এই বহুপদী সংখ্যার পদ শূন্য কি হবে তা নির্ণয় করি । 

6=6x0 দেখা যাচ্ছে x এর পরিবর্তে কোনো সংখ্যা বসালে 6 বহুপদী সংখ্যার পদ শূন্য পাবনা। কিন্তু এখানে x0 বসাতে হবে। কারণ 00 হল অসংজ্ঞাত । 

অতএব শূন্য ছাড়া কোনো ধ্রূবক বহুপদী সংখ্যার শূন্য নেই । 

কিন্তু শূন্য বহুপদী সংখ্যার শূন্য কী হবে ?

প্রত্যেক বাস্তব সংখ্যার শূন্য বহুপদী সংখ্যার শূন্য। কারণ 0 কে লেখা যায় 0x3 . x এর পরিবর্তে যেকোনো বাস্তব সংখ্যা বসালে 0x3 এর মান শূন্য হবে। যেমন 053=0 , 033=0 ইত্যাদি। কিন্তু 0x0 এর ক্ষেত্রে x0 বসাতে হবে। কারণ 00 হল অসংজ্ঞাত ।

ভাগ পদ্ধতি ( Division Algorithm )

যদি কোনো বহুপদী রাশিমালা অপেক্ষক f(x) এমন হয় যে f(a) = 0 তখন অপেক্ষকটি ( x-a ) দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ বহুপদী সংখ্যামালা সর্বদাই তার উৎপাদক দ্বারা বিভাজ্য হবে । 

 

বিভাজ্যতার কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র 

সূত্র 1.

xnan এই সংখ্যামালাটি সর্বদা x - a দ্বারা বিভাজ্য হবে যদি n যেকোনো ধনাত্মক জোড় অথবা বিজোড় সংখ্যা হয় । 

এই ভাগ পদ্ধতিটি হল 

xnanxa=xn1+xn2a+xn3a2+...........+xan2+an1xnan=(xa)(xn1+xn2a+xn3a2+...........+xan2+an1)

 

সূত্র 2.

xnan এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে যদি n একটি ধনাত্মক জোড় সংখ্যা হয়। ( কিন্তু n বিজোড় সংখ্যা হলে বিভাজ্য হবে না ) 

এই ভাগ প্রক্রিয়াটি হল 

xnanx+a=xn1xn2a+xn3a2...............+an2xan1xnan=(x+a)(xn1xn2a+xn3a2...............+an2xan1)

 

সূত্র 3.

xn+an এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে যদি n একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হয়। ( কিন্তু যদি n যুগ্ম হয় তাহলে বিভাজ্য হবে না) ।

এই ভাগ প্রক্রিয়াটি হল 

xn+anx+a=xn1xn2a+xn3a2..........+(1)n2xan2+(1)n1xan1xn+an=(x+a)(xn1xn2a+xn3a2..........+(1)n2xan2+(1)n1xan1)

 

সূত্র ৪.

xn+an এই সংখ্যামালাটি n যুগ্ম অথবা অযুগ্ম যাই হোকনা কেন x - a দ্বারা কখনোই বিভাজ্য হবে না । 

বিশেষ জ্ঞাতব্য : 

যদি n অযুগ্ম সংখ্যা হয় 

  1. xnan এই সংখ্যামালাটি x - a দ্বারা বিভাজ্য হবে । 
  2. xnan এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে না । 
  3. xn+an এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে । 
  4. xn+an এই সংখ্যামালাটি x - a দ্বারা বিভাজ্য হবে না ।

যদি n যুগ্ম সংখ্যা হয় 

  1. xnan এই সংখ্যামালাটি x - a দ্বারা বিভাজ্য হবে । 
  2. xnan এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে । 
  3. xn+an এই সংখ্যামালাটি x + a দ্বারা বিভাজ্য হবে না । 
  4. xn+an এই সংখ্যামালাটি x - a দ্বারা বিভাজ্য হবে না ।

*****

Comments

Related Items

রৈখিক সহ সমীকরণ

রৈখিক সহ সমীকরণ (Linear Simultaneous Equations)

সূচনা (Introduction)

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত অংকের সমাধান

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত অংকের সমাধান ( Prove and Solution of Transversal and Mid-Point Theorem Related Problems)

লেখচিত্রের সাহায্যে যেকোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়

মনে করি P ও Q দুটি বিন্দু উহাদের স্থানাঙ্ক হল যথাক্রমে [EQUATION-1] এবং [EQUATION-2] . P ও Q যোগ করা হল এখন আমাদের PQ এর দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।

লেখচিত্রের সাহায্যে মূলবিন্দু থেকে যেকোনো বিন্দুর দূরত্ব নির্ণয়

মনে করি XOX' ও YOY' সরলরেখাদ্বয় লম্বভাবে পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। XOX' ও YOY' এইদুটি স্থানাঙ্ক রেখা বা Co-Ordinate axes এবং O হল মূলবিন্দু ( Origin ) ।

লেখচিত্রের সাহায্যে রৈখিক সহসমীকরণ সমাধান

মনে করি 3x + 4y = 25 এবং 4x - 3y = 0 দুটি সমীকরণ এদেরকে আমাদের সমাধান করতে হবে। দেখা যাচ্ছে দুটি সরলরেখার একটি সাধারণ বিন্দু হল (3,4) . অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে (3,4) বিন্দুতে ছেদ করেছে।