W.B Civil Service Examination (Main), 2001
(Optional Papers)
BENGALI Paper-I
Time Allowed-3 Hours Full Marks-100
(প্রতি বিভাগ থেকে অন্তত একট প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে )
[ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]
‘ক’ বিভাগ
১। কাল পরম্পরা অনুসারে শ্রীচৈতন্য-বিষয়ক বাংলা জীবনীকাব্যগুলির নামোল্লেখ করুন। এই প্রসঙ্গে দুটি উল্লেখযোগ্য চৈতন্য-জীবনীর ঐতিহাসিক গুরুত্ব ও কাব্যমুল্য নিরুপন করুন।
২। অন্যান্য মঙ্গলকাব্য-শাখার সাথে ধর্মমঙ্গলকাব্য-শাখার সাদৃস্য ও ভিন্নতা আলোচনা করে ধর্মমঙ্গলকাব্য-শাখার শ্রেষ্ঠ কবির কবিকর্মের পরিচয় দিন ।
৩। মধুসূধন ও দীনবন্ধুর নাট্যপ্রতিভার প্রকৃতিগত ভিন্নতার উল্লেখ করে দুজনের প্রহসন রচনাগুলির বিষয় ও উপস্থাপনার একটি তুলনামূলক আলোচনা করুন।
৪। রবীন্দ্রনাথের রুপক-সাংকেতিক নাটকগুলি সম্পর্কে একটি নিবন্ধ রচনা করূন।
‘ খ’ বিভাগ
৫। রাঢ়ী ও বঙ্গালী উপভাষার এলাকা ও বৈশিষ্ট্যগুলির পরিচয় দিন।
৬। প্রাচিন বাংলা ভাষার কালগত সীমা নির্ণয় করে এর ভাষাতাত্ত্বিক লক্ষনগুলি আলোচনা করুন।
৭। বাংলায় শব্দের অর্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দিন।
৮। উদাহরন সহ ব্যাখ্যা করুন (যে কোন চারটি) :
স্বরাগম, ধ্বনিবিলোপ, শ্রুতিধ্বনি, সাদৃশ্য, বিষমচ্ছেদ, অপশ্রুতি।
'গ'- বিভাগ
৯। বাঙালী না হলেও বিদ্যাপতির আলোচনা ছাড়া মধ্যযুগের বাংলা সাহিত্যের আলোচনা অসম্পূর্ণ -- মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করুন ।
১০। ভারতচন্দ্র ও রামপ্রসাদের রচনার সমকালীন জীবনের প্রভাব সম্পর্কে আলোচনা করুন ।
১১। বাংলা 'গীতিকা' ও পাশ্চাত্য 'ব্যালাড' এর সাদৃশ্য ও ভিন্নতার আলোচনা করে মৈমনসিংহ গীতিকার পালাগুলির মধ্যে গীতিকা ও ব্যালাডের লক্ষণ কতদূর প্রকাশ পেয়েছে তার পরিচয় দিন ।
১২। সংক্ষেপে আলোচনা করুন ( যে-কোন দুটি ) :
কাশীরাম দাসের মহাভারত , জ্ঞানদাস, সৈয়দ আলাওল , যুগসন্ধির কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ।
***