W.B Civil Service Examination (Main), 2010
(Optional Papers)
BENGALI Paper-II
Time Allowed-3 Hours Full Marks-100
[ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]
বিভাগ - ক
( যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন )
১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম যথার্থ শিল্পী ' বলা হয় কেন , সেই কারণগুলি ব্যাখ্যা করে বুঝিয়ে দিন ।
২। বাংলা কাব্য ধারায় বিহারীলাল চক্রবর্তীকে ' আধুনিক গীতিকবিতার পথিকৃৎ ' বলা হয় । এই পরিচয় কতদুর সঠিক , তা বিহারীলালের কাব্য বিশেষত্বগুলির উল্লেখ করে আলোচনা করুন ।
৩। নাট্যকার দীনবন্ধু মিত্র সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়ন করুন ।
৪। রবীন্দ্রনাথের সারা জীবনের ছোটোগল্প রচনার একটি ধারাবাহিক পরিচয় দিন ।
৫। যে-কোনো দুটি বিষয় নিয়ে আলোচনা করুন ।
(ক) বঙ্গদর্শন পত্রিকা ;
(খ) শরৎচন্দ্রের উপন্যাসে নারীচরিত্র ;
(গ) কবি মোহিতলাল মজুমদার ;
(ঘ) শতবর্ষে মানিক বন্দ্যোপাধ্যায় ।
বিভাগ - খ
( যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখুন )
৬। 'পথের পাঁচালী' উপন্যাসের জনপ্রিয়তার কারণগুলি ব্যাখ্যা করুন ।
৭। সাধারণ ভাবে কাজী নজরুল ইসলামকে 'বিদ্রোহী কবি' বলা হয়ে থাকে । এই অভিধার সংগতি ও অসংগতি আপনার বিবেচনা অনুযায়ী বিচার করুন ।
৮। যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :
(ক) বাংলা ভাষায় সাধু ও চলিত গদ্য ;
(খ) স্বাধীনতা-পরবর্তী বাংলা উপন্যাস ;
(গ) নাট্যকার বিজন ভট্টাচার্য ;
(ঘ) বাংলা শিশুসাহিত্য ।
****