সামন্তরিকের দ্বিতীয় উপপাদ্য

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 21:21

সামন্তরিকের দ্বিতীয় উপপাদ্য (Parallelogram Theorem)

কোনো সামন্তরিকের 

(i) প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে 

(ii) বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সামন । 

(iii) বিপরীত কোণ গুলি মানে সমান । 

 

প্রমাণ:

পৰ

মনে করি ABCD একটি সামন্তরিক অর্থাৎ AD ।। BC এবং AB ।। DC . AC কর্ণ সামন্তরিককে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ACD দুটি ত্রিভুজে বিভক্ত করেছে । প্রমাণ করতে হবে যে 

(i) ত্রিভুজ ABC  [tex] \cong [/tex] ত্রিভুজ ACD 

(ii) AB = DC এবং AD = BC

(iii) [tex]\angle ABC = \angle ADC[/tex] এবং [tex]\angle BAD = \angle BCD[/tex]

প্রমাণ : ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ACD এর মধ্যে 

[tex]\angle BAC = [/tex]একান্তর [tex]\angle ACD[/tex] ( যেহেতু AB ।। DC এবং AC হল ছেদক )

AC সাধারণ বাহু 

[tex]\angle ACB = [/tex] একান্তর [tex]\angle CAD[/tex] ( যেহেতু AD ।। BC এবং AC হল ছেদক )

অতএব ত্রিভুজ ABC [tex] \cong [/tex] ত্রিভুজ ADC 

অতএব AB = DC ও AD = BC ( সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু )

আবার [tex]\angle ABC = \angle ADC[/tex] ( সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ )

[tex]\begin{array}{l}
\angle BAC + \angle CAD = \angle ACB + \angle ACD\\
 \Rightarrow \angle BAD = \angle BCD
\end{array}[/tex]

*****

Comments

Related Items

সামন্তরিকের ষষ্ঠ উপপাদ্য

কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে চতুর্ভুজটিকে সামান্তরিক বলে।

সামন্তরিকের পঞ্চম উপপাদ্য

পঞ্চম উপপাদ্য : সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

সামন্তরিকের চতুর্থ উপপাদ্য

কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হলে , চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

সামন্তরিকের তৃতীয় উপপাদ্য

কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হলে , চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

সামন্তরিকের প্রথম উপপাদ্য

কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে অপর জোড়া বিপরীত বাহুও সমান এবং সমান্তরাল হবে অর্থাৎ চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।