WBCS(Main)-2003 Bengali Paper-II Question Paper

Submitted by Anonymous (not verified) on Mon, 12/20/2010 - 21:19

                                       W.B Civil Service Examination (Main), 2003

                                                            (Optional Papers)

                                                           BENGALI  Paper-II

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

                               

                                 ( ক বিভাগ থেকে তিনটি এবং খ বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর দাও )

 

                                                                   ক বিভাগ :

 

১।  বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা ও গুরুত্ব নিরুপন করুন।

 

২।  মহাকাব্য রচনায় মাইকেল মধুসূদন দত্ত ও হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করুন ।

 

৩।  বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের ভূমিকা নির্ণয় করুন ।

 

৪।  জটিল মনস্তাত্ত্বিক উপন্যাস রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য অলোচণা করুন।

 

৫।  যে-কোন দুটি বিষয় সম্পর্কে অলোচণা করুনঃ

     (ক) মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্য;     (খ) বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস;   (গ) রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক;    (ঘ) নজরুল ইসলাম    (ঙ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

 

                                                               খ বিভাগ

 

৬।  রবীন্দ্রোত্তর বাংলা কাব্যে জীবনানন্দ দাশ ও অমিয় চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দিন।

 

৭।  বাংলা গননাট্যধারার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দুজন বিশিষ্ট নাট্যকার সম্পর্কে আলোচনা করুন ।

 

৮। যে-কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :

     (ক) বাংলা রাজনৈতিক উপন্যাস 

     (খ) পণ্য-সংস্কৃতি ও বর্তমান বাংলা সাহিত্য ;

     (গ) তিন দশকের বাংলা কবিতা;

     (ঘ) গোয়েন্দা কাহিনী : শরদিন্দু থেকে সত্যজিৎ

     (ঙ) বিশ্বকাপ ফুটবল - ২০০২ : ক্রীড়ারসিকের পর্যালোচনা ।   

***

 

Comments

Related Items

WBCS Exam Main Compulsory Question Paper - 2008 [The Constitution of India and The Five-Year Plans]

1. Discuss the constitutional powers of the Indian President. Is she/ he always bound by the advice of the council of Ministers ? 16 2. Analyze the right to liberty as embodied in Article 19 of the Constitution of India. 16

WBCS Main Examination Paper - i (Bengali) - 2008

                                                       WEST BENGAL CIVIL SERVICE

                                                                EXAMINATION-2008

COMPULSORY PAPER BENGALI ESSAY, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION