জটিল রাশির ধর্ম ( Properties of Complex Numbers)

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 16:30

জটিল রাশির কয়েকটি ধর্ম (A Few Properties of Complex Numbers)

(1) x , y বাস্তব এবং x + iy = 0 হলে x = 0 এবং y = 0 হবে । 

প্রমাণ :- x + iy = 0 = 0 + i0

জটিল রাশির সমতা থেকে পাই x = 0 , y = 0 .

(2) x , y , p , q বাস্তব এবং x + iy = p + iq হলে x = p এবং y = q হবে । 

প্রমাণ :- 

x+iy=p+iq(xp)=i(qy)

উভয়দিকে বর্গ করে পাই 

(xp)2={i(qy)}2(xp)2=i2(qy)2(xp)2=(qy)2(xp)2+(qy)2=0...........(i)

x , y , p , q বাস্তব তাই (xp)2 এবং (qy)2 এর মান কখনও ঋণাত্মক হতে পারেনা। অতএব (i) নং সমীকরণ সিদ্ধ হবে যখন 

(xp)2+(qy)2=0(xp)2=0,(qy)2=0

(xp)2=0xp=0x=p

(qy)2=0qy=0q=y

 

(3) বাস্তব সংখ্যার ন্যায় জটিল রাশি যোগ ও গুণ সাপেক্ষে বিনিময় (Commutative), সংযোগ (Associative) এবং বিচ্ছেদ (Distributive) নিয়ম মেনে চলে । 

যদি z1,z2,z3 তিনটি জটিল রাশি হয় তাহলে 

1. z1+z2=z2+z1;z1z2=z2z1 [ বিনিময় নিয়ম ]

2. (z1+z2)+z3=z1+(z2+z3);(z1z2)z3=z1(z2z3) [ সংযোগ নিয়ম ]

3. z1(z2+z3)=z1z2+z1z3 [ বিচ্ছেদ নিয়ম ]

 

(4) দুটি পরস্পর অনুবন্দি জটিল রাশির যোগফল ও গুণফল উভয়ই বিশুদ্ধ বাস্তব রাশি । 

প্রমাণ :- মনে করি z = x + iy একটি জটিল রাশি। যেখানে x ও y বাস্তব । 

অতএব এর অনুবন্দি জটিল রাশি হবে ¯z=xiy

এখন ওদের যোগফল হল 

z+¯z=(x+iy)+(xiy)=2x

যা একটি বাস্তব রাশি । 

আবার ওদের গুণফল হল 

z¯z=(x+iy)(xiy)=x2ixy+ixy(iy)2=x2(1)y2=x2+y2

যা একটি বাস্তব রাশি । 

 

(5) দুটি জটিল রাশির যোগফল ও গুণফল উভয়ই বাস্তব হলে জটিল রাশি দুটি অনুবন্দি হবেই । 

প্রমাণ :- মনে করি z1=x1+iy1 এবং z2=x2+iy2 দুটি জটিল রাশি। যেখানে x1,y1,x2,y2 হল বাস্তব এবং উহাদের যোগফল ও গুণফল উভয়ই বাস্তব । 

এখন 

z1+z2=(x1+iy1)+(x2+iy2)=(x1+x2)+i(y1+y2).......(i)

z1z2=(x1+iy1)(x2+iy2)=(x1x2y1y2)+i(x2y1+x1y2)........(ii)

প্রশ্নানুযায়ী (i) এবং (ii) হল বিশুদ্ধ বাস্তব। সুতরাং 

y1+y2=0 ..........(iii)

এবং 

x2y1+x1y2=0 ........(iv)

সমীকরণ (iii) এবং (iv) থেকে পাই 

y1+y2=0y1=y2.......(v)

(v) এবং (iv) থেকে পাই 

x2y1+x1y2=0x2(y2)+x1y2=0x1x2=0[y20]x1=x2

সুতরাং 

z1=x1+iy1=x2iy2=¯z2

অর্থাৎ z1,z2 পরস্পরের অনুবন্দি। 

 

(6) z1,z2 দুটি জটিল রাশি হলে |z1+z2||z1|+|z2|

প্রমাণ :- মনে করি 

z1=r1(cosθ1+isinθ1)z2=r2(cosθ2+isinθ2)

অতএব |z1|=r1 এবং |z2|=r2

আবার 

z1+z2=r1(cosθ1+isinθ1)+r2(cosθ2+isinθ2)=(r1cosθ1+r2cosθ2)+i(r1sinθ1+r2sinθ2)

অতএব 

|z1+z2|=|(r1cosθ1+r2cosθ2)+i(r1sinθ1+r2sinθ2)|=(r1cosθ1+r2cosθ2)2+(r1sinθ1+r2sinθ2)2=r12cos2θ1+r22cos2θ2+r12sin2θ1+r22sin2θ2+2r1r2(cosθ1cosθ2+sinθ1sinθ2)=r12(cos2θ1+sin2θ1)+r22(cos2θ2+sin2θ2)+2r1r2cos(θ1θ2)=r12+r22+2r1r2cos(θ1θ2)

এখন |cos(θ1θ2)|1

অতএব 

|z1+z2|r12+r22+2r1r2|z1+z2|r1+r2|z1+z2||z1|+|z2|

[ যেকোনো n সংখ্যক জটিল রাশির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে , অর্থাৎ 

|z1+z2+z3+......+zn||z1|+|z2|+|z3|+........+|zn|]

 

 

Comments

Related Items

করণীর কার্যপ্রণালী (Operations with Surds)

করণীর যোগফল ও বিয়োগফল(Addition and subtraction of Surds): করণীর যোগফল বা বিয়োগফল নির্ণয় করতে হলে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে ।

বিভিন্ন প্রকার করণী (Different types of Surds)

সমমূলীয় ও অসমমূলীয় করণী (Equiradical and unequiradical surds): একাধিক করণী ক্রম সমান হলে তাদের সমমূলীয় করণী বলে ।

দ্বিঘাত করণীর কয়েকটি ধর্ম (Properties of Quadratic Surds)

1. দুটি অসদৃশ দ্বিঘাত করণীর গুণফল মূলদ রাশি হতে পারে না, 2. একটি সরল দ্বিঘাত করণী কখনও একটি মূলদ রাশি ও একটি দ্বিঘাত করণীর যোগফল বা অন্তরফল সমান হতে পারে না ।, 3. একটি সরল দ্বিঘাত করণী কখনও দুটি অসদৃশ সরল দ্বিঘাত করণীর যোগফল বা অন্তরফলের সমান হতে পারে না ।

করণীর সংক্ষিপ্তকরণ (Summary of Surds)

করণীর সংক্ষিপ্তকরণ (Summary of Surds) 1. একটি ধনাত্মক রাশি কোনো মূল সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না হলে সেই মূলকে করণী বলে । 2. কোনো করণীর মূল সূচক সংখ্যা n হলে তাকে nতম ক্রমের করণী বলে ।

সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ

সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ গুলির আলোচনা [Equations and Identities Involving Indices]