জটিল রাশির বর্গমূল নির্ণয় (To find the square root of Complex Numbers)
মনে করি , a+ib জটিল রাশি ( যেখানে a , b হল বাস্তব এবং b≠0 ) এর বর্গমূল নির্ণয় করতে হবে ।
ধরি √a+ib=x+iy , যেখানে x , y বাস্তব ।
তাহলে
(√a+ib)2=(x+iy)2⇒a+ib=x2+2ixy−y2
দুটি জটিল রাশির সমতা থেকে পাই
a=x2−y2b=2xy
আমরা জানি
(x2+y2)2=(x2−y2)2+4x2y2⇒x2+y2=√(x2−y2)2+(2xy)2⇒x2+y2=√a2+b2
অতএব
x2=12(a+√a2+b2)⇒x=±√a+√a2+b2√2y2=12(√a2+b2−a)⇒y=±√√a2+b2−a√2
যদি b > 0 হলে x এবং y এর মান ধনাত্মক অথবা x এবং y দুটোর মান ঋণাত্মক হবে। কারণ b = 2xy .
এখন
√a+ib=x+iy=±(√a+√a2+b2√2+i√√a2+b2−a√2)
হবে।
আবার যদি b < 0 হয় , তাহলে x এবং y বিপরীত চিহ্ন যুক্ত হবে ।
তখন
√a+ib=x−iy=±(√a+√a2+b2√2−i√√a2+b2−a√2)
হবে ।
► 1 এর ঘনমূল নির্ণয় (To find the Cube Roots of Unity)
মনে করি 1 এর ঘনমূল x , অর্থাৎ 3√1=x
অতএব
x3=1⇒x3−1=0⇒(x−1)(x2+x+1)=0
দেখা যাচ্ছে হয় (x−1)=0 অথবা (x2+x+1)=0
যদি (x−1)=0 হয় , তাহলে x = 1 হবে।
যদি (x2+x+1)=0 হয় , তাহলে
(x2+x+1)=0⇒x2+2x⋅12+14−14+1=0⇒x2+2x⋅12+14+34=0⇒(x+12)2=−34⇒x+12=±i√32⇒x=−12±i√32=−1±i√32
অতএব 1 এর তিনটি ঘনমূল হল 1 , −1+i√32 এবং −1−i√32
দেখা যাচ্ছে মূল তিনটির মধ্যে একটি বাস্তব ও বাকি দুটি অবাস্তব ।
►1 এর ঘনমূলের তিনটি ধর্ম (Three Properties of Cube Root of Unity)
(1) 1 এর অবাস্তব ঘনমূল দুটি একটি অন্য টির বর্গ
এখন 1 এর একটি অবাস্তব ঘনমূল হল −1+i√32
(−1+i√32)2=(−1)2+2⋅(−1)⋅i√3+(i√3)24=1−2i√3−34=−2−2i√34=−1−i√32
অনুরূপে আমরা প্রমাণ করতে পারি (−1−i√32)2=−1+i√32
(2) 1 এর অবাস্তব দুটি ঘনমূলের গুণফল 1 হয়
1 এর দুটি অবাস্তব ঘনমূল হল −1−i√32,−1+i√32
এখন তাদের গুণফল হল
−1−i√32×−1+i√32=(−1−i√3)×(−1+i√3)4=(−1)2−(i√3)24=1+34=44=1
(3) 1 এর ঘনমূল তিনটির সমষ্টি শূন্য হয়
1 এর তিনটি ঘনমূল হল 1 , −1+i√32 এবং −1−i√32
তাদের যোগফল হল
1+−1+i√32+−1−i√32=2−1+i√3−1−i√32=2−22=02=0
[ 1 এর ঘনমূল তিনটিকে সাধারণত 1 , ω এবং ω2 দ্বারা প্রকাশ করা হয় ।
যেখানে ω=−1+i√32 এবং ω2=−1−i√32
ω4=ω3⋅ω=ωω5=ω3⋅ω2=ω2ω6=(ω3)2=1
অর্থাৎ ω3=1]