জটিল রাশির সংক্ষিপ্তকরণ ( Complex Numbers Summary )
(1) দুটি বাস্তব রাশি x এবং y এর ক্রমযুগলকে (x , y) যদি x + iy আকারে প্রকাশ করা হয় , যেখানে i=√−1 , তবে (x , y) এর ক্রমযুগলকে জটিল রাশি বলা হয়। x কে জটিল রাশির বাস্তব অংশ এবং y কে জটিল রাশির অবাস্তব অংশ বলে ।
(2) x , y বাস্তব এবং i=√−1 হলে (x+iy) ও (x−iy) দুটি জটিল রাশিকে একে অন্যটির প্রতিযোগী বা অনুবন্দি জটিল রাশি বলা হয়। z জটিল রাশির প্রতিযোগী জটিল রাশিকে ¯z দ্বারা প্রকাশ করা হয় ।
(3) z=x+iy জটিল রাশির মডিউলাস কে ।z। দ্বারা প্রকাশ করা হয় এবং |z|=√x2+y2 . z এর অনুবন্দি জটিল রাশি ¯z হলে |z|=√z⋅¯z হবে ।
(4) z=x+iy জটিল রাশির আরগুমেন্ট বা অ্যামপ্লিচিউড θ হলে tanθ=yx হবে । আরগুমেন্ট θ এর অসংখ্য মানের মধ্যে যে মান −π<θ≤π এর মধ্যে থাকবে তাকে আরগুমেন্ট এর মুখ্যমান ( Principal Value ) বলে । এই মানকে argz প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ।
যদি z=x+iy হয় এবং জটিল তলে
- (x , y) বিন্দু প্রথম পদে থাকে তবে , 0<θ এর মুখ্যমান <π2 হবে ,
- (x , y) বিন্দু দ্বিতীয় পদে থাকে তবে , π2<θ এর মুখ্যমান <π হবে ,
- (x , y) বিন্দু তৃতীয় পদে থাকে তবে , −π<θ এর মুখ্যমান <−π2 হবে ,
- (x , y) বিন্দু চতুর্থ পদে থাকে তবে , −π2<θ এর মুখ্যমান < 0 হবে ।
(5) z=r(cosθ+isinθ) আকারকে z জটিল রাশির মডিউলাস - অ্যামপ্লিচিউড আকার বলা হয় । এখানে r = ।z। এবং θ=argz যেখানে −π<θ≤π
(6) দুটি জটিল রাশির যোগফল , বিয়োগফল , গুণফল ও ভাগফলকে X + iY আকারে প্রকাশ করা যায়। যেখানে X , Y বাস্তব ।
(7) কোনো জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত এবং যেকোনো মূল একটি জটিল রাশি ।
(8) x + iy = 0 হলে , x = 0 ও y = 0 হবে ।
(9) x + iy = p +iq হলে x = p ও y = q হবে ।
(10) |z1+z2|≤|z1|+|z2|
(11) |z1z2|=|z1||z2|
(12) |z1z2|=|z1||z2|
(13) arg(z1z2)=argz1+argz2+m
এবং arg(z1z2)=argz1−argz2+m
যেখানে m = 0 অথবা 2π অথবা −2π
(14) 1 এর ঘনমূল তিনটি হয় 1,ω,ω2
যেখানে ω=−1+i√32 এবং ω2=−1−i√32 . ω এবং ω2 কে 1 এর অবাস্তব ঘনমূল ।
(15) ω এবং ω2 কে 1 এর অবাস্তব ঘনমূল হলে ω3=1 এবং 1+ω+ω2=0 হবে ।