জটিল রাশির বীজগণিত (Algebra of Complex Numbers)
►(1) দুটি জটিল রাশির যোগফল একটি জটিল রাশি হয়
মনে করি z1=x1+iy1 এবং z2=x2+iy2 হল দুটি জটিল রাশি। যেখানে x1,x2,y1,y2 হল বাস্তব ।
এই দুটি জটিল রাশির যোগফল হল
z1+z2=(x1+iy1)+(x2+iy2)=x1+x2+iy1+iy2=(x1+x2)+i(y1+y2)=X+iY
যেখানে X=x1+x2,Y=y1+y2
সুতরাং দুটি জটিল রাশির যোগফল হল একটি জটিল রাশি ।
►(2) z=x+iy ( x , y বাস্তব ) একটি জটিল রাশি হলে (−x)+i(−y) রাশিকে z জটিল রাশির ঋণাত্মক বলা হবে এবং উহাকে -z প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ।
►(3) দুটি জটিল রাশির বিয়োগফল একটি জটিল রাশি হয়
মনে করি z1=x1+iy1 এবং z2=x2+iy2 হল দুটি জটিল রাশি। যেখানে x1,x2,y1,y2 হল বাস্তব ।
এই দুটি জটিল রাশির বিয়োগফল হল
z1−z2=(x1+iy1)−(x2+iy2)=x1−x2+iy1−iy2=(x1−x2)+i(y1−y2)=X+iY
যেখানে X=x1−x2,Y=y1−y2
সুতরাং দুটি জটিল রাশির বিয়োগফল হল একটি জটিল রাশি ।
দুই এর অধিক সংখ্যক জটিল রাশি যোগফল বা বিয়োগফল একটি জটিল রাশি হবে ।
►(4) জটিল রাশির গুণফল একটি জটিল রাশি হবে
মনে করি z1=x1+iy1 এবং z2=x2+iy2 হল দুটি জটিল রাশি। যেখানে x1,x2,y1,y2 হল বাস্তব ।
এই দুটি জটিল রাশির গুণফল হল
z1⋅z2=(x1+iy1)⋅(x2+iy2)=x1x2+ix1y2+iy1x2+i2y1y2=x1x2+(√−1)2y1y2+i(x1y2+y1x2)=x1x2−y1y2+i(x1y2+y1x2)=X+iY
যেখানে X=x1x2−y1y2,Y=x1y2+y1x2
সুতরাং দুটি জটিল রাশির গুণফল হল একটি জটিল রাশি ।
►(5) জটিল রাশির ভাগফল একটি জটিল রাশি হবে
মনে করি z1=x1+iy1 এবং z2=x2+iy2 হল দুটি জটিল রাশি। যেখানে x1,x2,y1,y2 হল বাস্তব ।
দুটি জটিল রাশির ভাগফল
z1z2=x1+iy1x2+iy2=(x1+iy1)(x2−iy2)(x2+iy2)(x2−iy2)=x1x2−ix1y2+iy1x2−i2y1y2(x2)2−(iy2)2=x1x2−(√−1)2y1y2+i(y1x2−x1y2)(x2)2−(√−1)2(y2)2=x1x2+y1y2+i(y1x2−x1y2)(x2)2+(y2)2=x1x2+y1y2(x2)2+(y2)2+iy1x2−x1y2(x2)2+(y2)2=X+iY
যেখানে X=x1x2+y1y2(x2)2+(y2)2,Y=y1x2−x1y2(x2)2+(y2)2
সুতরাং দুটি জটিল রাশির ভাগফল হল একটি জটিল রাশি ।
►(6) একটি জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত একটি জটিল রাশি হয়
মনে করি z=x+iy , যেখানে x , y হল বাস্তব এবং n হল একটি অখন্ড সংখ্যা ।
এখন n = ধনাত্মক অখন্ড সংখ্যা হলে , zn=z⋅z⋅z⋅......n সংখ্যক উৎপাদক পর্যন্ত ।
= (x + iy) . (x + iy) . (x + iy) ...............n সংখ্যক উৎপাদক পর্যন্ত
= X + iY
[ দুই বা ততোধিক রাশির গুণফলকে X + iY আকারে প্রকাশ করা যায় , যেখানে X এবং Y বাস্তব ]
আবার , n = ঋণাত্মক অখন্ড সংখ্যা = -m [ যেখানে m = ধনাত্মক অখন্ড সংখ্যা ] হলে
zn=z−m=1zm=1A+iB , যেখানে A ও B বাস্তব ।
=A−iBA2+B2=X+iY
যেখানে X=AA2+B2 এবং Y=BA2+B2 এবং এরা বাস্তব ।
সুতরাং একটি জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত একটি জটিল রাশি ।
►(7) একটি জটিল রাশির যেকোনো মূল একটি জটিল রাশি হয়
মনে করি z=x+iy , যেখানে (x≠0,y≠0) হল বাস্তব এবং z এর n তম মূল a হলে যেখানে n একটি অখন্ড সংখ্যা ।
অর্থাৎ n√z=a⇒z=an⇒x+iy=an .........(i)
এখানে x≠0,y≠0 বলে (i) সম্পর্ক সিদ্ধ হতে হলে a এর মান X + iY আকারে প্রকাশ করতে হবে। যেখানে X , Y বাস্তব এবং X≠0,Y≠0
(i) নং সমীকরণ থেকে দেখা যাচ্ছে a এর মান বিশুদ্ধ বাস্তব হলে ডানপক্ষ বিশুদ্ধ বাস্তব হবে এবং a এর মান বিশুদ্ধ কাল্পনিক রাশি হলে ডানপক্ষ বিশুদ্ধ বাস্তব বা বিশুদ্ধ কাল্পনিক রাশি হয়। কিন্তু বামপক্ষ x + iy আকারের জটিল রাশি বলে a এর মান বিশুদ্ধ কাল্পনিক বা বিশুদ্ধ বাস্তব না হয়ে X + iY আকারের জটিল রাশি হবে। যেখানে X , Y বাস্তব এবং X≠0,Y≠0 .
সুতরাং একটি জটিল রাশির যেকোনো মূল একটি জটিল রাশি হবে ।