জটিল রাশির বীজগণিত (Algebra of Complex Numbers)

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 16:45

জটিল রাশির বীজগণিত (Algebra of Complex Numbers)

►(1) দুটি জটিল রাশির যোগফল একটি জটিল রাশি হয় 

মনে করি z1=x1+iy1 এবং z2=x2+iy2 হল দুটি জটিল রাশি। যেখানে x1,x2,y1,y2 হল বাস্তব । 

এই দুটি জটিল রাশির যোগফল হল 

z1+z2=(x1+iy1)+(x2+iy2)=x1+x2+iy1+iy2=(x1+x2)+i(y1+y2)=X+iY

যেখানে X=x1+x2,Y=y1+y2

সুতরাং দুটি জটিল রাশির যোগফল হল একটি জটিল রাশি । 

 

►(2) z=x+iy ( x  , y বাস্তব ) একটি জটিল রাশি হলে (x)+i(y) রাশিকে z জটিল রাশির ঋণাত্মক বলা হবে এবং উহাকে -z প্রতীক দ্বারা প্রকাশ করা হয় । 

 

►(3) দুটি জটিল রাশির বিয়োগফল একটি জটিল রাশি হয় 

মনে করি z1=x1+iy1 এবং z2=x2+iy2 হল দুটি জটিল রাশি। যেখানে x1,x2,y1,y2 হল বাস্তব । 

এই দুটি জটিল রাশির বিয়োগফল হল 

z1z2=(x1+iy1)(x2+iy2)=x1x2+iy1iy2=(x1x2)+i(y1y2)=X+iY

যেখানে X=x1x2,Y=y1y2

সুতরাং দুটি জটিল রাশির বিয়োগফল হল একটি জটিল রাশি । 

দুই এর অধিক সংখ্যক জটিল রাশি যোগফল বা বিয়োগফল একটি জটিল রাশি হবে । 

 

►(4) জটিল রাশির গুণফল একটি জটিল রাশি হবে

মনে করি z1=x1+iy1 এবং z2=x2+iy2 হল দুটি জটিল রাশি। যেখানে x1,x2,y1,y2 হল বাস্তব । 

এই দুটি জটিল রাশির গুণফল হল 

z1z2=(x1+iy1)(x2+iy2)=x1x2+ix1y2+iy1x2+i2y1y2=x1x2+(1)2y1y2+i(x1y2+y1x2)=x1x2y1y2+i(x1y2+y1x2)=X+iY

যেখানে X=x1x2y1y2,Y=x1y2+y1x2

সুতরাং দুটি জটিল রাশির গুণফল হল একটি জটিল রাশি । 

 

►(5) জটিল রাশির ভাগফল একটি জটিল রাশি হবে

মনে করি z1=x1+iy1 এবং z2=x2+iy2 হল দুটি জটিল রাশি। যেখানে x1,x2,y1,y2 হল বাস্তব । 

দুটি জটিল রাশির ভাগফল 

z1z2=x1+iy1x2+iy2=(x1+iy1)(x2iy2)(x2+iy2)(x2iy2)=x1x2ix1y2+iy1x2i2y1y2(x2)2(iy2)2=x1x2(1)2y1y2+i(y1x2x1y2)(x2)2(1)2(y2)2=x1x2+y1y2+i(y1x2x1y2)(x2)2+(y2)2=x1x2+y1y2(x2)2+(y2)2+iy1x2x1y2(x2)2+(y2)2=X+iY

যেখানে X=x1x2+y1y2(x2)2+(y2)2,Y=y1x2x1y2(x2)2+(y2)2

সুতরাং দুটি জটিল রাশির ভাগফল হল একটি জটিল রাশি ।

 

►(6) একটি জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত একটি জটিল রাশি হয় 

 মনে করি z=x+iy , যেখানে x , y হল বাস্তব এবং n হল একটি অখন্ড সংখ্যা । 

এখন n = ধনাত্মক অখন্ড সংখ্যা হলে , zn=zzz......n সংখ্যক উৎপাদক পর্যন্ত । 

= (x + iy) . (x + iy) . (x + iy) ...............n সংখ্যক উৎপাদক পর্যন্ত 

= X + iY 

[ দুই বা ততোধিক রাশির গুণফলকে X + iY আকারে প্রকাশ করা যায় , যেখানে X এবং Y বাস্তব ]

আবার , n = ঋণাত্মক অখন্ড সংখ্যা = -m [ যেখানে m = ধনাত্মক অখন্ড সংখ্যা ] হলে 

zn=zm=1zm=1A+iB , যেখানে A ও B বাস্তব । 

=AiBA2+B2=X+iY

যেখানে X=AA2+B2 এবং Y=BA2+B2  এবং এরা বাস্তব । 

সুতরাং একটি জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত একটি জটিল রাশি । 

 

►(7) একটি জটিল রাশির যেকোনো মূল একটি জটিল রাশি হয় 

 মনে করি z=x+iy , যেখানে (x0,y0) হল বাস্তব এবং z এর n তম মূল a হলে যেখানে n একটি অখন্ড সংখ্যা । 

অর্থাৎ nz=az=anx+iy=an .........(i)

এখানে x0,y0 বলে (i) সম্পর্ক সিদ্ধ হতে হলে a এর মান X + iY আকারে প্রকাশ করতে হবে। যেখানে X , Y বাস্তব এবং X0,Y0 

(i) নং সমীকরণ থেকে দেখা যাচ্ছে a এর মান বিশুদ্ধ বাস্তব হলে ডানপক্ষ বিশুদ্ধ বাস্তব হবে এবং a এর মান বিশুদ্ধ কাল্পনিক রাশি হলে ডানপক্ষ বিশুদ্ধ বাস্তব বা বিশুদ্ধ কাল্পনিক রাশি হয়। কিন্তু বামপক্ষ x + iy আকারের জটিল রাশি বলে a এর মান বিশুদ্ধ কাল্পনিক বা বিশুদ্ধ বাস্তব না হয়ে X + iY আকারের জটিল রাশি হবে। যেখানে X , Y বাস্তব এবং X0,Y0 .

সুতরাং একটি জটিল রাশির যেকোনো মূল একটি জটিল রাশি হবে । 

 

 

Comments

Related Items

করণীর কার্যপ্রণালী (Operations with Surds)

করণীর যোগফল ও বিয়োগফল(Addition and subtraction of Surds): করণীর যোগফল বা বিয়োগফল নির্ণয় করতে হলে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে ।

বিভিন্ন প্রকার করণী (Different types of Surds)

সমমূলীয় ও অসমমূলীয় করণী (Equiradical and unequiradical surds): একাধিক করণী ক্রম সমান হলে তাদের সমমূলীয় করণী বলে ।

দ্বিঘাত করণীর কয়েকটি ধর্ম (Properties of Quadratic Surds)

1. দুটি অসদৃশ দ্বিঘাত করণীর গুণফল মূলদ রাশি হতে পারে না, 2. একটি সরল দ্বিঘাত করণী কখনও একটি মূলদ রাশি ও একটি দ্বিঘাত করণীর যোগফল বা অন্তরফল সমান হতে পারে না ।, 3. একটি সরল দ্বিঘাত করণী কখনও দুটি অসদৃশ সরল দ্বিঘাত করণীর যোগফল বা অন্তরফলের সমান হতে পারে না ।

করণীর সংক্ষিপ্তকরণ (Summary of Surds)

করণীর সংক্ষিপ্তকরণ (Summary of Surds) 1. একটি ধনাত্মক রাশি কোনো মূল সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না হলে সেই মূলকে করণী বলে । 2. কোনো করণীর মূল সূচক সংখ্যা n হলে তাকে nতম ক্রমের করণী বলে ।

সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ

সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ গুলির আলোচনা [Equations and Identities Involving Indices]