দ্বিঘাত করণীর কয়েকটি ধর্ম (Some Properties of Quadratic Surds):-
1. দুটি অসদৃশ দ্বিঘাত করণীর গুণফল মূলদ রাশি হতে পারে না
মনে করি √(x ), √y দুটি অসদৃশ দ্বিঘাত করণী ।
আমাদের এখন প্রমাণ করতে হবে √(x) × √y মূলদ রাশি হবে না ।
মনে করি √(x) × √y = m হল মূলদ রাশি ।
সুতরাং √y = m / √x = (m × √x) / (√x × √x) = m / x √x
√y = (মূলদ রাশি) × √x [যেহেতু m/x হল মূলদ রাশি]
অতএব √(x ), √y দুটি করণী সদৃশ যা কল্পনাবিরোধী ।
সুতরাং √(x ) × √y এটি কখনও মূলদ রাশি হতে পারেনা ।
অতএব প্রমাণিত যে দুটি অসদৃশ দ্বিঘাত করণীর গুনফল মূলদ রাশি হবে না ।
2. একটি সরল দ্বিঘাত করণী কখনও একটি মূলদ রাশি ও একটি দ্বিঘাত করণীর যোগফল বা অন্তরফল সমান হতে পারে না ।
মনে করি √(x) হল একটি সরল দ্বিঘাত করণী ।
ধরি
যেখানে a হল একটি মূলদ রাশি ও √b হল একটি দ্বিঘাত করণী ।
দেখা যাছে √b হল মূলদ সংখ্যা যা আমাদের কল্পনাবিরোধী ।
অতএব প্রমাণিত একটি সরল দ্বিঘাত করণী কখনও একটি মূলদ রাশি ও একটি দ্বিঘাত করণীর যোগফলের সমান হতে পারে না ।
অনুরূপে প্রমাণ করা যায় একটি সরল দ্বিঘাত করণী কখনও একটি মূলদ রাশি ও একটি দ্বিঘাত করণীর অন্তরফলের সমান হতে পারে না ।
3. একটি সরল দ্বিঘাত করণী কখনও দুটি অসদৃশ সরল দ্বিঘাত করণীর যোগফল বা অন্তরফলের সমান হতে পারে না ।
মনে করি √(x) হল একটি সরল দ্বিঘাত করণী ।
ধরি √x=√a+√b
যেখানে √(a), √(b) হল দুটি অসদৃশ সরল দ্বিঘাত করণী ।
যেহেতু √(a), √(b) হল দুটি অসদৃশ সরল দ্বিঘাত করণী । তাই √(ab) ও করণী হবে । কিন্তু দেখা যাছে √(ab) একটি মূলদ সংখ্যা যা কল্পনাবিরোধী । অতএব প্রমাণিত একটি সরল দ্বিঘাত করণী কখনও দুটি অসদৃশ সরল দ্বিঘাত করণীর যোগফলের সমান হতে পারে না । অনুরূপে প্রমাণ করা যায় একটি সরল দ্বিঘাত করণী কখনও দুটি অসদৃশ সরল দ্বিঘাত করণীর অন্তরফলের সমান হতে পারে না ।
4. a ও x উভয়েই মূলদ রাশি, √(b) ও √y উভয়েই করণী এবং a + √b = x + √y হলে a = x ও b = y হবে ।
মনে করি a ও x সমান নয় ।
ধরি x=a+m, যেখানে m একটি মূলদ রাশি ।
অতএব a+√b=x+√y⇒a+√b=a+m+√y⇒√b=m+√y
কিন্তু এটি অসম্ভব কারণ দ্বিঘাত করণীর দ্বিতীয় ধর্ম থেকে ।
অতএব a = x
আবার a = x হলে a+√b=x+√y থেকে পাই, √b=√y বা b = y