W.B Civil Service Examination (Main), 2009
(Optional Papers)
BENGALI Paper-II
Time Allowed-3 Hours Full Marks-100
বিভাগ - ক
( যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন )
১। বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের কারণগুলি ব্যাখ্যা করুন ।
২। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রহস্য উপন্যাসগুলির বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা করুন ।
৩। বুদ্ধদেব বসু রচিত নাটকগুলির ( গদ্যে লেখা নাটক এবং কাব্যনাট্য ) সংক্ষিপ্ত পরিচয় দিন ।
৪। অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে ? উক্ত ছন্দরীতিতে রচিত একটি সাহিত্যিক মহাকাব্য বিষয়ে আলোচনা করুন ।
৫। যে-কোনো দুটি বিষয় সম্পর্কে আলোচনা করুন ।
(ক) লীলা মজুমদারের শিশু সাহিত্য
(খ) রবীন্দ্রনাথ ঠাকুরের রুপক - সঙ্কেতিক নাটক
(গ) তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতি
(ঘ) শঙ্খ ঘোষের একটি কবিতা
বিভাগ - খ
( যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখুন )
৬। বাংলা কবিতার জগতে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অবদান বিষয়ে আলোচনা করুন ।
৭। বাংলা উপন্যাসের ক্ষেত্রে বনফুল যে নতুনত্ব এনেছিলেন , সে বিষয়ে আলোচনা করুন ।
৮। যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :
(ক) নতুন রূপে বাংলা পৌরাণিক নাটক
(খ) পরশুরাম এর হাসির গল্প
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস
(ঘ) বিজ্ঞাপনে ব্যবহৃত বাংলা ভাষা ।
****