ভাগশেষ উপপাদ্য (Remainder Theorem)
f(x) একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n(n≥1) এবং a যেকোনো একটি বাস্তব সংখ্যা । f(x) কে ( x-a ) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(a) ।
প্রমাণ : মনে করি f(x) একটি বহুপদী সংখ্যামালা ।
f(x) কে ( x-a ) দ্বারা ভাগ করলে অনন্য ভাগফল q(x) এবং অনন্য ভাগশেষ r(x) পাই ।
অতএব f(x)=(x−a)q(x)+r(x)..........(i)
r(x) এর মাত্রা ( x-a ) এর মাত্রা অপেক্ষা সর্বদা কম হবে। এখানে দেখা যাচ্ছে ( x-a ) এর মাত্রা হল 1 ।
অতএব r(x) এর মাত্রা এর মাত্রা হবে শূন্য ।
অতএব r(x) একটি ধ্রূবক ।
মনে করি r(x) = R
অতএব (i) নং থেকে পাই
f(x)=(x−a)q(x)+R ( এটি একটি অভেদ )
x = a বসিয়ে পাই
f(a)=(a−a)q(a)+R⇒f(a)=R
( প্রমাণিত )
উদাহরণ : f(x)=x3−2x2+6x−1 বহুপদী সংখ্যামালাকে ( x - 2 ) দিয়ে ভাগ করলে কি ভাগশেষ পাওয়া যায় ?
এখন x−2=0⇒x=2
অতএব ( x - 2 ) বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন x = 2 হবে ।
ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি f(x)=x3−2x2+6x−1 কে ( x - 2 ) দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f(2) .
অতএব নির্ণেয় ভাগশেষ
f(2)=23−2×22+6×2−1=8−8+12−1=11
উদাহরণ : ( x-2 ) , f(x)=x3−x−6 এই বহুপদী রাশিমালার উৎপাদক কিনা পরীক্ষা করি ।
এখন x−2=0⇒x=2
অতএব ( x - 2 ) বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন x = 2 হবে ।
ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি f(x)=x3−x−6 কে ( x - 2 ) দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f(2) .
অতএব নির্ণেয় ভাগশেষ
f(2)=23−2−6=8−8=0
সুতরাং দেখা যাচ্ছে ভাগশেষ শূন্য ।
অতএব ( x-2 ) , f(x)=x3−x−6 এই বহুপদী রাশিমালার উৎপাদক ।
উদাহরণ : যদি ax2+3x−5 এবং x2−2x+a বহুপদী সংখ্যামালাদ্বয়কে ( x-3 ) দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে তবে a এর মান নির্ণয় করো ।
মনে করি f(x)=ax2+3x−5 এবং g(x)=x2−2x+a
f(x) কে ( x-3 ) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই
f(3)=a×32+3×3−5=9a+9−5=9a+4
g(x) কে ( x-3 ) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই
g(3)=32−2×3+a=9−6+a=3+a
প্রশ্নানুসারে
9a+4=3+a⇒8a=−1⇒a=−18
*****