বীজগণিত - পূর্বপাঠের পুনরালোচনা

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 00:10

বীজগণিত - পূর্বপাঠের পুনরালোচনা :

বীজ গণিতের সূত্রাবলী [Algebraic Formula]

চিহ্ন সংক্রান্ত সূত্র ( Formula of Sign ) :

(+)×(+)=+

(+)×()=  

()×(+)=

()×()=+

 

সূচক নিয়মাবলী  (Law of Indices) :

1.  a0=1;a0

2.  aman=am+n

3.  aman=amn

4.  (ab)m=ambm

5.  (ab)m=ambm

6.  (am)n=amn

7.  am=1am

8.  am=an হলে m=n;a0,1 বা (-1)

9.  am=bm হলে a=b;m0

 

উৎপাদক ও সমাধান সংক্রান্ত নিয়মাবলী  (Some Laws of Factor and Solution) :

1.  x চলের কোনো রাশিমালার একটি উৎপাদক ( x - a ) হলে ওই রাশিমালার x এর স্থলে a বসালে তার মান শূন্য হবে ।

2.  x চলের কোনো রাশিমালাতে x এর স্থলে a বসালে যদি রাশিমালাটির মান শূন্য হয় , তাহলে ( x - a ) ওই রাশিমালাটির একটি উৎপাদক হবে ।

3.  x চলযুক্ত কোনো সমীকরণের x = a একটি সমাধান হলে সমীকরণটিতে x = a বসালে  সমীকরণটির উভয়পক্ষের মান সমান হবে ।

4.  x , y এবং  z  বা  একাধিক চলযুক্ত সমীকরণগুলির সমাধান x = a, y = b , z = c ইত্যাদি হলে , সমীকরণগুলিতে x = a , y = b , z = c ইত্যাদি বসালে সমীকরণগুলির উভয় পক্ষের মান সমান হবে  ।

 

বিভিন্ন সূত্রাবলি [ Different Formula ] :

1.  (a+b)2=a2+2ab+b2

     (a+b)2=(ab)2+4ab

 

2.  (ab)2=a22ab+b2

     (ab)2=(a+b)24ab

 

3.  (a+b+c)2=a2+b2+c2+2ab+2bc+2ca

 

4.  a2+b2=(a+b)22ab

      a2+b2=(ab)2+2ab

 

5.  a2b2=(a+b)(ab)

 

6.  2(a2+b2)=(a+b)2+(ab)2

 

7.  4ab=(a+b)2(ab)2

 

8.  ab=(a+b2)2(ab2)2

 

9.  (a+b)3=a3+3a2b+3ab2+b3

     (a+b)3=a3+b3+3ab(a+b)

 

10.  (ab)3=a33a2b+3ab2b3

       (ab)3=a3b33ab(ab)

 

11.  a3+b3=(a+b)33ab(a+b)  

      a3+b3=(a+b)(a2ab+b2)

 

12.  a3b3=(ab)3+3ab(ab)

      a3b3=(ab)(a2+ab+b2)

 

13.  a2+b2+c2abbcca=12[(ab)2+(bc)2+(ca)2]

 

14.  (a+b+c)3=a3+b3+c3+3(a+b)(b+c)(c+a)

 

15.  a3+b3+c33abc=(a+b+c)(a2+b2+c2abbcca)  

*****

Related Items

সামন্তরিকের ষষ্ঠ উপপাদ্য

কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে চতুর্ভুজটিকে সামান্তরিক বলে।

সামন্তরিকের পঞ্চম উপপাদ্য

পঞ্চম উপপাদ্য : সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

সামন্তরিকের চতুর্থ উপপাদ্য

কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হলে , চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

সামন্তরিকের তৃতীয় উপপাদ্য

কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হলে , চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

সামন্তরিকের দ্বিতীয় উপপাদ্য

কোনো সামান্তরিকের (i) প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে (ii) বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সামন। (iii) বিপরীত কোণ গুলি মানে সমান।