WBCS(Main)-2010 Bengali Paper-II Question Paper

Submitted by Anonymous (not verified) on Sat, 10/15/2011 - 10:28

                                       W.B Civil Service Examination (Main), 2010

                                                            (Optional Papers)

                                                           BENGALI  Paper-II

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

                                     

                            [ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]                                           

                                                                 বিভাগ - ক

                                                  ( যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন )

 

১।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম যথার্থ শিল্পী ' বলা হয় কেন , সেই কারণগুলি ব্যাখ্যা করে বুঝিয়ে দিন ।

 

২।  বাংলা কাব্য ধারায় বিহারীলাল চক্রবর্তীকে ' আধুনিক গীতিকবিতার পথিকৃৎ ' বলা হয় । এই পরিচয় কতদুর সঠিক , তা বিহারীলালের কাব্য বিশেষত্বগুলির উল্লেখ করে আলোচনা করুন ।

 

৩।  নাট্যকার দীনবন্ধু মিত্র সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়ন করুন ।

 

৪।  রবীন্দ্রনাথের সারা জীবনের ছোটোগল্প রচনার একটি ধারাবাহিক পরিচয় দিন ।

 

৫।  যে-কোনো দুটি বিষয় নিয়ে আলোচনা করুন । 

     (ক)  বঙ্গদর্শন পত্রিকা ;

     (খ)  শরৎচন্দ্রের উপন্যাসে নারীচরিত্র ;

     (গ)  কবি মোহিতলাল মজুমদার ;

     (ঘ)  শতবর্ষে মানিক বন্দ্যোপাধ্যায় । 

 

                                                                 বিভাগ - খ

                                                  ( যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখুন )     

 

৬।  'পথের পাঁচালী' উপন্যাসের জনপ্রিয়তার কারণগুলি ব্যাখ্যা করুন ।  

 

৭।  সাধারণ ভাবে কাজী নজরুল ইসলামকে 'বিদ্রোহী কবি' বলা হয়ে থাকে । এই অভিধার সংগতি ও অসংগতি আপনার বিবেচনা অনুযায়ী বিচার করুন ।

 

৮।  যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :

     (ক)  বাংলা ভাষায় সাধু ও চলিত গদ্য ;

     (খ)  স্বাধীনতা-পরবর্তী বাংলা উপন্যাস ;

     (গ)  নাট্যকার বিজন ভট্টাচার্য ;

     (ঘ)  বাংলা শিশুসাহিত্য ।  

****

 

 

Comments

Related Items

WBCS Exam Main Compulsory Question Paper - 2008 [The Constitution of India and The Five-Year Plans]

1. Discuss the constitutional powers of the Indian President. Is she/ he always bound by the advice of the council of Ministers ? 16 2. Analyze the right to liberty as embodied in Article 19 of the Constitution of India. 16

WBCS Main Examination Paper - i (Bengali) - 2008

                                                       WEST BENGAL CIVIL SERVICE

                                                                EXAMINATION-2008

COMPULSORY PAPER BENGALI ESSAY, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION