WBCS(Main)-2009 Bengali Paper-I Question Paper

Submitted by Anonymous (not verified) on Sat, 10/15/2011 - 12:25

                                       W.B Civil Service Examination (Main), 2010

                                                            (Optional Papers)

                                                           BENGALI  Paper-I

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

                                     

                                                                 ‘ক’ বিভাগ

                   ( ৪ নং প্রশ্নটি আবশ্যিক ; বাকি তিনটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন )

 

১।  নব্য-ভারতীয় আর্য ভাষার কোন গুচ্ছ থেকে বাংলা ভাষার উৎপত্তি ? এর বিবর্তনের ধারাটি বর্ণনা কর ।       ১৫

 

২।  অন্ত-মধ্যযুগের বাংলা ভাষার বিশিষ্ট ভাষাতাত্ত্বিক পরিচয় লিপিবদ্ধ করুন ।        ১৫ 

 

৩।  আধুনিক বাংলা ভাষার মূল উপভাষা ক টি ?  প্রতিটি উপভাষার অঞ্চল নির্দেশ করুন । এর মধ্যে যে-কোন একটির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নির্দেশ করুন ।

 

৪।  সংক্ষিপ্ত পরিচয় প্রদান করুন । ( যে-কোনো দুটি ) :        ৫  x  ২

      স্বরধ্বনি , স্বরসঙ্গতি, তৎসম-শব্দ , শ্রুতিধ্বনির বাধা , অভিশ্রুতি, সুভাষণরীতি ।     

   

                                                               ‘খ’বিভাগ

                                                  ( যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখুন )

 

৫।  বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির আনুমানিক রচনাকাল , রচনাবৈশিষ্ট্য এবং কাব্যটির মৌলিকত্ব বিষয়ে আলোচনা করো ।      ২৫

 

৬।  গোবিন্দদাস কবিরাজ কোন সময়ের কবি ?   তাঁর কবিকৃতিত্বের পরিচয় লিপিবদ্ধ করুন। তাঁকে " দ্বিতীয় বিদ্যাপতি " অভিধার উপযুক্ত বলে আপনি মনে করেন কি না যুক্তি দিয়ে প্রকাশ করুন ।     ২৫

 

৭।  বাংলায় লেখা চৈতন্য-জীবনীমূলক গ্রন্থগুলির উল্লেখ করুন । এই ধারার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি এবং কেন সে বিষয়ে আপনার অভিমত প্রদান করুন ।       ২৫

 

৮।  শাক্ত-পদাবলীকে সার্থক গীতিকবিতা বলা যায় কি না তা বিষয়বস্তুর ধর্মনিরপেক্ষ আবেদনের পরিপেক্ষিতে আলোচনা করুন ।

 

                                                                   ‘গ’ বিভাগ

                                                  ( যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন )

৯।  চর্যাপদগুলিকে প্রাপ্ত আর্থ-সামাজিক চিত্রের পরিপেক্ষিতে এগুলিকে নিম্নবর্ণের মানুষের প্রান্তিক সাহিত্য হিসাবে গ্রহন করা যায় কি না , সে সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন ।      ২৫

 

১০।  শিবায়ান কাব্যগুলিকে মঙ্গলকাব্য বলা যাবে না কেন ?  ' এই কাব্যগুলিতে পৌরাণিক শিব চরিত্রের সঙ্গে বাংলার কৃষক দরিদ্র , নেশাখোর শিবের মিলন ঘটেছে ' -- মন্তব্যটির যথাযত বিচার করুন ।       ২৫

 

১১।  যুগসন্ধিক্ষণ বলতে কি বোঝায় ? বাংলা কাব্যের ক্ষেত্রে এমন একজন কবির নাম উল্লেখ করুন । তাঁর কবিতায় এই সন্ধিক্ষনের ছাপ কি ভাবে মুদ্রিত হয়েছে আলোচনা করুন ।   

***

 

Comments

Related Items

WBCS Exam Main Compulsory Question Paper - 2008 [The Constitution of India and The Five-Year Plans]

1. Discuss the constitutional powers of the Indian President. Is she/ he always bound by the advice of the council of Ministers ? 16 2. Analyze the right to liberty as embodied in Article 19 of the Constitution of India. 16

WBCS Main Examination Paper - i (Bengali) - 2008

                                                       WEST BENGAL CIVIL SERVICE

                                                                EXAMINATION-2008

COMPULSORY PAPER BENGALI ESSAY, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION