W.B Civil Service Examination (Main), 2006
(Optional Papers)
BENGALI Paper-I
Time Allowed-3 Hours Full Marks-100
ক-বিভাগ
(৪ নং প্রশ্নটি আবশ্যিক এবং বাকি তিনটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন )
১। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস সংক্ষেপে বিবৃত করুন ।
২। বাংলা শব্দভান্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করুন ।
৩। শব্দের অর্থ পরিবর্তনের প্রধান কারণগুলি বাংলা শব্দের দৃষ্টান্তসহ ব্যাখ্যা করুন ।
৪। সংক্ষিপ্ত টীকা রচনা করুন ( যে-কোনো দুটি ) ;
সমীভবন; স্বরলোপ; স্বরভক্তি; বর্ণ বিপর্যয়; সাদৃশ্য; লোকনিরুক্তি ।
‘খ’ বিভাগ
(যে কোন দুটি প্রশ্নের উত্তর লিখন )
৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির আবিষ্কার , প্রকাশ, কবি-পরিচিতি এবং বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করুন ।
৬। মঙ্গলকাব্যের বিশিষ্ট্ ধারায় মনসামঙ্গল কাব্যের একজন প্রধান কবি ও তাঁর কাব্যের পরিচয় দিন ।
৭। জ্ঞানদাসের কবি-প্রতিভার বৈশিষ্ট্য আলোচনা করে তাঁকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা সঙ্গত কিনা বিচার করুন ।
৮। বাঙলা ভাষায় সবচেয়ে বিখ্যাত রামায়ণ রচয়িতার আবির্ভাবকাল, পরিচয় এবং গ্রন্থ পরিচয় উল্লেখ করে এই গ্রন্থের সাহিত্যমূল্য ও বাঙালির সমাজজীবনে তারপ্রভাব সম্পর্কে আলোচনা করুন ।
গ- বিভাগ
(যে কোন একটি প্রশ্নের উত্তর লিখন )
৯। 'ধর্মীয় সন্ধাভাষার আড়ালে চর্যাপদের সাধকরা বাস্তব জীবনযাত্রার কথাও বলেছেন ' -- মন্তব্যটি বিশ্লেষণ করে আপনার সুচিন্তিত অভিমত লিপিবদ্ধ করুন ।
১০। 'মধ্যযুগের বাঙালি-সমাজে একটা বড়ো অংশের বাস্তব জীবনের ছবি ধরা পড়েছে শ্রীকবিকঙ্কণের রচনায় ' - মন্তব্যটি বিশ্লেষণ করে আপনার মতামত লিখুন ।
১১। 'শুধু বৈকুন্ঠের তরে বৈষ্ণবের গান ।' -- রবীন্দ্রনাথের এই উক্তি অনুসরণ করে বৈষ্ণব পদাবলীর 'পূর্বরাগ, অনুরাগ, মান-অভিমান. অভিসার, প্রেমলীলা, বিবাহ-মিলন' কি মানবিক মর্তচেতনার প্রতিফলন বলা চলে ? -- বিশ্লেষণ করুন ।
***