বৃত্ত, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 01:06

বৃত্ত (Circle) Circle

বৃত্তের সূত্রাবলি:

কোনো বৃত্তের ব্যাসার্ধ r একক হলে
(i) বৃত্তের ব্যাস = 2r একক

(ii) বৃত্তের পরিধি =2π× বৃত্তের ব্যাসার্ধ একক
=2πr একক অথবা, π× ব্যাস একক

(iii) বৃত্তের ক্ষেত্রফল = (π× (বৃত্তের ব্যাসার্ধ)2  বর্গ একক
                         =12πr2বর্গ একক

(iv) অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 367r একক

(v) অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 12πr2 বর্গ একক

(π এর মান ধরা হয় 227)

যদি দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে R ও r ; (R > r)একক হয়, তবে তাদের পরিধি দুটি দ্বারা সীমাবদ্ধ বৃত্তবলয়ের ক্ষেত্রফল=π(R2r2) বর্গ একক ।

*****

Comments

Related Items

সামন্তরিকের ষষ্ঠ উপপাদ্য

কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে চতুর্ভুজটিকে সামান্তরিক বলে।

সামন্তরিকের পঞ্চম উপপাদ্য

পঞ্চম উপপাদ্য : সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

সামন্তরিকের চতুর্থ উপপাদ্য

কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হলে , চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

সামন্তরিকের তৃতীয় উপপাদ্য

কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হলে , চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

সামন্তরিকের দ্বিতীয় উপপাদ্য

কোনো সামান্তরিকের (i) প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে (ii) বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সামন। (iii) বিপরীত কোণ গুলি মানে সমান।