আরশোলার গমন (Locomotion of Cockroach) :
প্রাণীর নাম – আরশোলা
গমন অঙ্গের নাম – ১৷ পা , ২৷ ডানা
গমন পদ্ধতির নাম – ১৷ চলন , ২৷ উড্ডয়ন
গমন পদ্ধতি
১৷ চলা ফেরা বা হাঁটার জন্য আরশোলার তিন জোরা সন্ধিল পদ বর্তমান ।
২৷ আরশোলার প্রতিটি সন্ধিল পদ পাঁচটি খণ্ডে বিভক্ত। যথা – টকণ্ডার, ফিমার, টিভিয়া, টার্সাস ।
৩৷ আরশোলার হাঁটার সময় এক পাশের সামনের ও পিছনের পা এবং বিপরীত পক্ষের মাঝের পা দেহের ভারসাম্য বজায় রাখে । অপর তিনটি পা সামনের দিকের দূরত্ব অতিক্রম করে ।
৪৷ পর্যায়ক্রমে পদ সমূহের এই রূপ কার্যের ফলে আরশোলা আঁকা বাঁকা পথে এগিয়ে চলে ।
উড্ডয়ন পদ্ধতি
১৷ আরশোলার পৃষ্ঠ দেশে দ্বিতীয় ও তৃতীয় খণ্ডকে মোট দু জোরা ডানা আছে ।
২৷ আরশোলার দু জোরা ডানার মধ্যে প্রথম ডানা জোরা শক্ত ও পুরু। তারা উড্ডয়নে সাহায্য করে না । দ্বিতীয় ডানা জোরা স্বচ্ছ ও পাতলা এবং তারাই উড্ডয়নে সাহায্য করে ।
৩৷ ডানায় কোনো পেশী থাকে না, তবে ডানা সংলগ্ন বক্ষ পেশী ডানার ওঠা নামায় সাহায্য করে এবং উড্ডয়ন ঘটায় ।
*****
- 4457 views