মাছের গমন (Locomotion of fish) :
প্রাণীর নাম – মাছ
গমন অঙ্গের নাম – পাখনা
গমন পদ্ধতির নাম - সন্তরণ
গমন পদ্ধতি
১৷ মাছের সাতটি পাখনা আছে । একটি পৃষ্ঠপাখনা, একটি পায়ুপাখনা, একটি পুচ্ছপাখনা এবং একজোড়া করে বক্ষ ও শ্রোণী পাখনা ।
২৷ বক্ষপাখনার সাহায্যে মাছ জলের গভীরে যেতে পারে এবং শ্রোণীপাখনার সাহায্যে মাছ জলে ভাসতে পারে । পুচ্ছপাখনার সাহায্যে মাছ জলের দিক পরিবর্তন করতে পারে । পৃষ্ঠ ও পায়ু পাখনা সন্তরণের সময় মাছের ভারসাম্য রক্ষা করে ।
৩৷ মাছের দেহটি মাকুরের মত হওয়ায় এরা সহজেই জলের বাধা অতিক্রম করতে পারে ।
৪৷ মাছের মেরুদণ্ডটি নমনীয় এবং মেরুদণ্ডের দু পাশে 'V' আকৃতি বিশিষ্ট মায়োটোম পেশী থাকায় এরা ওই পেশীর সংকোচন ঘটিয়ে দেহটিকে তরঙ্গের মত একবার ডানপাশে, একবার বামপাশে এবং পর্যায়ক্রমে আন্দোলিত করে সামনের দিকে দ্রুত অগ্রসর হয় ।
*****
- 16429 views