প্রাণীদের গমন (Locomotion of Animals) :
প্রাণীদের গমন অঙ্গ সম্পর্কে সাধারণ ধারণা (General idea about Locomotory Organ of Animals)
গমনের সময় প্রাণীরা কোনো না কোনো অঙ্গ বা অঙ্গাণু ব্যবহার করে । গমনে সাহায্যকারী অঙ্গকে গমন অঙ্গ বলে । মানুষের হাত ও পা, তিমির প্যাডেল, ব্যাঙের পা, পাখির ডানা, হাঁসের লিপ্ত পদ, শামুকের মাংসল পদ, তারা মাছের টিউব-ফীট, কেঁচোর সিটি, হাইড্রার কর্সিকা, অ্যামিবার ক্ষনপদ, ইউগ্লিনার ফ্লাজেলা, প্যারামিসিয়ামের সিলিয়া ইত্যাদি প্রাণীদের বিভিন্ন গমন অঙ্গ । প্রাণীদের গমন অঙ্গের সঙ্গে যুক্ত থাকা বিশেষ ধরনের পেশী ।
অমেরুদণ্ডী প্রাণীরা সাধারণত ওই পেশীর গুলির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে ধীরে ধীরে স্থান পরিবর্তন করে । মেরুদণ্ডী প্রাণীদের অস্থি ও অস্থি সংলগ্ন পেশী গমনে বিশেষ ভুমিকা গ্রহণ করে ।
বিভিন্ন প্রাণীদের গমন অঙ্গ ও গমন পদ্ধতির নাম
প্রাণীর নাম |
গমন অঙ্গ |
গমন পদ্ধতি |
১৷ অ্যামিবা |
১৷ ক্ষনপদ |
১৷ অ্যামিবয়েড পদ্ধতি |
২৷ ইউগ্লিনা |
২৷ ফ্লাজেলা |
২৷ ফ্লাজেলার চলন |
৩৷ প্যারামিসিয়াম |
৩৷ সিলিয়া |
৩৷ সিলিয়ারি চলন |
৪৷ হাইড্রা |
৪৷ কর্সিকা |
৪৷ লুপিং ও সমারসল্টিং |
৫৷ কেঁচো |
৫৷ সিটি |
৫৷ ক্রিপিং |
৬৷ আরশোলা |
৬৷ পা ও ডানা |
৬৷ ফ্লাইং ও ওয়াকিং |
৭৷ শামুক |
৭৷ মাংসল পদ |
৭৷ স্লিপিং |
৮৷ তারা মাছ |
৮৷ নালী পদ |
৮৷ লুপিং |
৯৷ মাছ |
৯৷ পাখনা |
৯৷ সন্তরণ |
১০৷ ব্যাঙ |
১০৷ পা |
১০৷ লিপিং, সুইমিং, ক্রলিং |
১১৷ টিকটিকি |
১১৷ পা |
১১৷ ক্রলিং |
১২৷ পাখী |
১২৷ পা ও ডানা |
১২৷ ফ্লাইং, ওয়াকিং |
১৩৷ মানুষ |
১৩৷ পা ও হাত |
১৩৷ ওয়াকিং, রানিং, সুইমিং, ক্রলিং |
*****
- 20798 views