অ্যামিবার গমন (Amoeboid movement) :
প্রাণীর নাম - অ্যামিবা
গমন অঙ্গের নাম - ক্ষনপদ
গমন পদ্ধতির নাম – অ্যামিবয়েড গমন
গমন পদ্ধতি
১৷ ক্ষনপদ হল অ্যামিবার কোষ পর্দা সমূহ দেহ প্রোটোপ্লাজমের অংশ বিশেষ যা নলাকারে প্রসারিত হয় ।
২৷ গমনের সময় ক্ষনপদ সামনের দিকে প্রসারিত হয় এবং কোনো কঠিন বস্তুর সঙ্গে ক্ষনপদটিকে দৃঢ় ভাবে আবদ্ধ করে ।
৩৷ এর পর পিছনের প্রোটোপ্লাজম দেহে সংকোচিত হয়ে ধীরে ধীরে ঢুকে যায় ।
৪৷ ক্ষণপদগুলি অস্থায়ী মুহূর্তে বিস্মৃত হয়ে অল্পক্ষণ পরে দেহে মিলিয়ে যায় ।
৫৷ এইভাবে পর্যায়ক্রমে ক্ষণপদ সৃষ্টি ও অবলুপ্তির মাধ্যমে অ্যামিবা ধীরে ধীরে গন্তব্যস্থলে এগিয়ে যায় ।
*****
- 14580 views