কেঁচোর গমন (Locomotion of Earthworm) :
প্রাণীর নাম – কেঁচো
গমন অঙ্গের নাম – সিটি
গমনে সাহায্যকারী পেশীর নাম – অনুদৈর্ঘ্য, বৃত্তাকার পেশী ।
গমন পদ্ধতির নাম – ক্রিপিং
গমন পদ্ধতি
১৷ কেঁচোর দেহ খণ্ডতলের অঙ্গীয় তলে অবস্থিত আণুবীক্ষণিক এক আয়তন কণ্টক সদৃশ্য অঙ্গ হল সিটি ।
২৷ সিটির এক প্রান্ত দেহ অভ্যন্তরস্ত থলির মধ্যে থাকে ।
৩৷ গমন পদ্ধতির সময় কেঁচোর সামনের দিকের কয়েকটি দেহ খণ্ডকে বৃত্তাকার পেশীর সংকোচন ঘটে ।
৪৷ এর ফলে দেহের সামনের দিকের অংশটি সরু ও লম্বা হয় । এই সংকোচন প্রবাহক্রমে কেঁচোর দেহের পশ্চাৎ ভাগে প্রবাহিত হয় ।
৫৷ এই অবস্থায় কেঁচোর দেহের প্রসারিত অগ্রভাগ গমন ক্ষেত্রে সিটির সাহায্যে দৃঢ় ভাবে সুদৃঢ় লগ্ন হয় ।
৬৷ এর পর অনুদৈর্ঘ্য পেশীর সংকোচনের ফলে সম্মুখভাগের খণ্ড গুলি পুনরায় স্থুল ও ছোটো হতে থাকে ।
৭৷ এই ভাবে সিটি, অনুদৈর্ঘ্য পেশী ও বৃত্তাকার পেশীর সম্মিলিত ক্রিয়ায় কেঁচোর গমন সংগঠিত হয় ।
কেঁচো মিনিটে প্রায় 25 cm পথ অতিক্রম করতে পারে ।
*****
- 4939 views