চলন ও গমন

Submitted by arpita pramanik on Mon, 04/25/2011 - 15:00

চলন ও গমন (Movement and Locomotion)

চলন (Movement)

সংজ্ঞা (Definition) - বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে কোনও নির্দিষ্ট জায়গায় স্থির থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে ।

চলন সাধারণত উদ্ভিদের দেখা যায় । ( ব্যাতিক্রম – ভলভস্ক, ক্লামাইডোমোনাস )

উদাহরণ –

১৷ লাউ ও কুমড়ো গাছের কাণ্ডের চলন ( উদ্দীপকের অনুপস্থিতিতে )

২৷ পদ্ম ফুলের পাপড়ির চলন ( উদ্দীপকের উপস্থিতিতে )

 

গমন (Locomotion)

সংজ্ঞা (Definition) - বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে অঙ্গ  প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের পরিমাপ যোগ্য দূরত্ব অতিক্রম করাকে গমন বলে ।

সাদারণত প্রাণীদের গমন দেখা যায় ।

উদাহরণ –

১৷ ক্লামাইডোমনাস নামক শৈবালের গমন দেখা যায় ( উদ্দীপকের অনুপস্থিতিতে )

২৷ হাইড্রার কর্সিকার সাহায্যে গমন ( উদ্দীপকের উপস্থিতিতে )

 

চলন ও গমনের উদ্দেশ্য (Purpose of locomotion)

১৷ খাদ্য সংগ্রহ

প্রাণীর ক্ষেত্রে – প্রাণীরা খাদ্য সংগ্রহের জন্য স্থানান্তরে গমন করে ।

উদ্ভিদের ক্ষেত্রে – উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে । তাই খাদ্য সংগ্রহের জন্য উদ্ভিদের গমনের প্রয়োজন হয় না । কিন্তু পর্যাপ্ত আলো পাওয়ার জন্য উদ্ভিদের কাণ্ড আলোর দিকে এবং জল সংগ্রহের জন্য উদ্ভিদের মূল মাটির গভীরে যায় ।

২৷ বাঁচার অনুকূল পরিবেশের সন্ধান

প্রাণীর ক্ষেত্রে – প্রাণীরা উপযুক্ত পরিবেশের জন্য স্থানান্তরে গমন করে ।

উদ্ভিদের ক্ষেত্রে – আলো বাতাস ও জল পাওয়ার জন্য উদ্ভিদ অঙ্গের চলন দেখা যায় ।

৩৷ জৈবিক প্রয়োজন

প্রাণীর ক্ষেত্রে – প্রাণীরা প্রজন্নের জন্য স্থানান্তরে গমন করে ।

উদ্ভিদের ক্ষেত্রে – নিম্ন শ্রেণীর উদ্ভিদেরা প্রজন্নের জন্য গমন করে । উদ্ভিদের রেনু বিভিন্ন ভাবে বাহিত হয়ে প্রজন্ন কার্য সম্পন্ন করে ।

৪৷ আত্মরক্ষার জন্য

প্রাণীর ক্ষেত্রে – শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণী স্থান পরিবর্তন করে।

উদ্ভিদের ক্ষেত্রে – উদ্ভিদ আত্মরক্ষা মূলক দেহাংশ গঠন করে আত্মরক্ষার কাজ করে ।

 

চলন ও গমনের পার্থক্য

S/L চলন গমন
1 এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না । এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় ।
2 এই প্রক্রিয়ায় জীবের অঙ্গ বিশেষের সঞ্চালন ঘটে । এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে ।
3 কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব । কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয় ।
4 গমন ছাড়াও চলন সম্ভব । চলন ছাড়া গমন অসম্ভব ।
5 প্রায় সমস্ত জীবদেহেই চলন লক্ষ্য করা যায় । কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রায় সমস্ত প্রাণীর দেহে গমন লক্ষ্য করা যায় ।

*****

Related Items

সালোকসংশ্লেষ (Photosynthesis)

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও গৃহিত কার্বন ডাই-অক্সাইডের আলোক রাসায়নিক ও জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা (গ্লুকোজ) সংশ্লেষিত হয় ও উৎপন্ন খাদ্যে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয় এবং উপজাত বস্তু ..

মানুষের গমন পদ্ধতি

গমন অঙ্গের নাম, গমন পদ্ধতির নাম, মানুষের গমনে সহায়ক অস্থি সমূহ , মেরুদণ্ড, শ্রোণীচক্র, পায়ের অস্থি , ফ্লেক্সর পেশী, এক্সটেনসর পেশী, অ্যাডাকটর পেশী , মানুষের গমনে সহায়ক অস্থি সন্ধি সমূহ , মানুষের গমনে সহায়ক পেশী , দ্বিপদ গমন ক্রিয়া । ...

প্রাণীদের গমন

প্রাণীদের গমন , প্রাণীদের গমন অঙ্গ সম্পর্কে সাধারণ ধারণা - গমনের সময় প্রাণীরা কোনো না কোনো অঙ্গ বা অঙ্গাণু ব্যবহার করে। গমনে সাহায্যকারী অঙ্গকে গমন অঙ্গ বলে। মানুষের হাত ও পা , তিমির প্যাডেল , ব্যাঙের পা , পাখির ডানা , হাঁসের লিপ্ত পদ , শামুকের মাংসল পদ ...

মাছের গমন (Locomotion of Fish)

গমন অঙ্গের নাম, গমন পদ্ধতির নাম, গমন পদ্ধতি - মাছের সাতটি পাখনা আছে। একটি পৃষ্ঠপাখনা, একটি পায়ুপাখনা, একটি পুচ্ছপাখনা এবং একজোড়া করে বক্ষ ও শ্রোণী পাখনা। বক্ষপাখনার সাহায্যে মাছ জলের গভীরে যেতে পারে এবং শ্রোণীপাখনার সাহায্যে ...

মানব দেহে খনিজ লবনের প্রয়োজনীয়তা

খনিজ লবনের প্রয়োজনীয়তা জীব দেহের স্বাভাবিক পুষ্টির জন্য খনিজ লবনের প্রয়োজনীয়তা আছে। জীব দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য খনিজ লবনের প্রয়োজন। রোগ প্রতিরোধের ক্ষমতা অর্জনের জন্য খনিজ লবনের গ্রহনের প্রয়োজন আছ, সাতটি খনিজ লবনের নাম ও তাদের উৎস ।