গুণনীয়ক উপপাদ্য (Factor Theorem)

Submitted by arpita pramanik on Sat, 08/29/2020 - 23:35

গুণনীয়ক উপপাদ্য (Factor Theorem)

যদি f(x) কোনো একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা [tex]n\left( {n \ge 1} \right)[/tex] এবং a যেকোনো একটি বাস্তব সংখ্যা হয় , তাহলে 

  • ( x-a ) , f(x) এর একটি উৎপাদক হবে , যদি f(a) = 0 হয় 
  • বিপরীতক্রমে f(a) = 0 হবে , যদি ( x-a ) , f(x) এর একটি উৎপাদক হয় 

প্রমাণ : ভাগশেষ উপপাদ্য থেকে বলতে পারি, একটি বহুপদী সংখ্যামালা f(x) কে ( x-a ) দিয়ে ভাগ করলে একটি বহুপদী সংখ্যামালা q(x) পাবো যাতে  [tex]f\left( x \right) = \left( {x - a} \right)q\left( x \right) + f\left( a \right)[/tex]

(i) যদি f(a) = 0 হয় , তবে [tex]f\left( x \right) = \left( {x - a} \right)q\left( x \right)[/tex] পাবো । 

অতএব ( x-a ) , f(x) এর একটি উৎপাদক হবে । 

(ii) আবার যদি ( x-a ) , f(x) এর একটি উৎপাদক হয় তাহলে একটি বহুপদী সংখ্যামালা g(x) পাবো যাতে [tex]f\left( x \right) = \left( {x - a} \right)g\left( x \right)[/tex] হবে । 

x = a বসিয়ে পাবো [tex]f\left( a \right) = \left( {a - a} \right)g\left( a \right) = 0[/tex] ( প্রমাণিত )

 

উদাহরণ : k এর মান কত হলে [tex]\left( {3x - 2} \right)[/tex] , [tex]15{x^2} - kx - 14[/tex] এর একটি উৎপাদক হবে ?

মনে করি [tex]f\left( x \right) = 15{x^2} - kx - 14[/tex]

এখন [tex]3x - 2 = 0 \Rightarrow x = \frac{2}{3}[/tex]

অর্থাৎ [tex]\left( {3x - 2} \right)[/tex] রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য [tex]\frac{2}{3}[/tex]

যেহেতু [tex]\left( {3x - 2} \right)[/tex] , [tex]15{x^2} - kx - 14[/tex] এর একটি উৎপাদক 

অতএব [tex]f\left( {\frac{2}{3}} \right) = 0[/tex]

অতএব 

[tex]\begin{array}{l}
15{\left( {\frac{2}{3}} \right)^2} - k\left( {\frac{2}{3}} \right) - 14 = 0\\
 \Rightarrow 15 \times \frac{4}{9} - \frac{2}{3}k - 14 = 0\\
 \Rightarrow \frac{{20}}{3} - \frac{2}{3}k - 14 = 0\\
 \Rightarrow 20 - 42 - 2k = 0\\
 \Rightarrow 2k =  - 22\\
 \Rightarrow k =  - 11\\
\end{array}[/tex]

অতএব k = -11 হলে ,  [tex]\left( {3x - 2} \right)[/tex] , [tex]15{x^2} - kx - 14[/tex] এর একটি উৎপাদক হবে । 

 

উদাহরণ : n , যেকোনো যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাই যে [tex]{x^n} - {y^n}[/tex] বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হবে x+y ।

মনে করি  [tex]{x^n} - {y^n}[/tex] কে x+y দ্বারা ভাগ করলে ভাগফল Q এবং x বর্জিত ভাগশেষ R 

ভাজ্য = ভাজক [tex] \times [/tex] ভাগফল +ভাগশেষ 

অতএব [tex]{x^n} - {y^n} = \left( {x + y} \right)Q + R[/tex] ( এটি একটি অভেদ )

যেহেতু R ভাগশেষটি x বর্জিত , সুতরাং x এর মান যাই হোকনা কেন তাতে R এর মান পরিবর্তিত হবেনা। তাই উপরের অভেদে x এর জায়গায় (-y) লিখে পাই 

[tex]\begin{array}{l}
{\left( { - y} \right)^n} - {y^n} = \left( { - y + y} \right)Q + R\\
 \Rightarrow {y^n} - {y^n} = R\\
 \Rightarrow R = 0
\end{array}[/tex]

( যেহেতু n যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা তাই [tex]{\left( { - y} \right)^n} = {y^n}[/tex] )

সুতরাং [tex]{x^n} - {y^n}[/tex] বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হবে x+y যখন n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা । 

*****

Comments

Related Items

বিভিন্ন প্রকার রাশিমালা

বীজগাণিতিক রাশিমালা ( Algebraical Expression ) দুইপ্রকার সরল রাশি ( Simple Expression ) বা এক পদীয় ( Monomial ) জটিল রাশি ( Complex Expression ), জটিল রাশি ( Complex Expression ) আবার তিন প্রকার

বহুপদী সংখ্যামালার ধর্ম

দুটি বহুপদীয় রাশির যোগফল , বিয়োগফল ও গুণফল সর্বদা বহুপদীয় রাশি হয়। যদি কোনো বহুপদী রাশিমালা অপেক্ষক f(x) এমন হয় যে f(a) = 0 তখন অপেক্ষকটি ( x-a ) দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ বহুপদী সংখ্যামালা সর্বদাই তার উৎপাদক দ্বারা বিভাজ্য হবে।

ভাগশেষ উপপাদ্য

f(x) একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা Equation1 এবং a যেকোনো একটি বাস্তব সংখ্যা। f(x) কে ( x-a ) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(a) .

বহুপদী সংখ্যামালা সংক্রান্ত অংকের সমাধান

বহুপদী সংখ্যামালা সংক্রান্ত অংকের সমাধান (Solution of Polynomials )

সামন্তরিকের ষষ্ঠ উপপাদ্য

কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে চতুর্ভুজটিকে সামান্তরিক বলে।