আরশোলার গমন

Submitted by arpita pramanik on Thu, 05/23/2013 - 21:04

আরশোলার গমন (Locomotion of Cockroach) :

 

Locomotion of Cockroach

প্রাণীর নাম – আরশোলা

গমন অঙ্গের নাম – ১৷ পা , ২৷ ডানা

গমন পদ্ধতির নাম – ১৷ চলন , ২৷ উড্ডয়ন

 

গমন পদ্ধতি

১৷ চলা ফেরা বা হাঁটার জন্য আরশোলার তিন জোরা সন্ধিল পদ বর্তমান ।

২৷ আরশোলার প্রতিটি সন্ধিল পদ পাঁচটি খণ্ডে বিভক্ত। যথা – টকণ্ডার, ফিমার, টিভিয়া, টার্সাস ।

৩৷ আরশোলার হাঁটার সময় এক পাশের সামনের ও পিছনের পা এবং বিপরীত পক্ষের মাঝের পা দেহের ভারসাম্য বজায় রাখে । অপর তিনটি পা সামনের দিকের দূরত্ব অতিক্রম করে ।

৪৷ পর্যায়ক্রমে পদ সমূহের এই রূপ কার্যের ফলে আরশোলা আঁকা বাঁকা পথে এগিয়ে চলে ।

উড্ডয়ন পদ্ধতি

১৷ আরশোলার পৃষ্ঠ দেশে দ্বিতীয় ও তৃতীয় খণ্ডকে মোট দু জোরা ডানা আছে ।

২৷ আরশোলার দু জোরা ডানার মধ্যে প্রথম ডানা জোরা শক্ত ও পুরু। তারা উড্ডয়নে সাহায্য করে না । দ্বিতীয় ডানা জোরা স্বচ্ছ ও পাতলা এবং তারাই উড্ডয়নে সাহায্য করে ।

৩৷ ডানায় কোনো পেশী থাকে না, তবে ডানা সংলগ্ন বক্ষ পেশী ডানার ওঠা নামায় সাহায্য করে এবং উড্ডয়ন ঘটায় ।

*****

Related Items

জীবদেহে জলের প্রয়োজনীয়তা

জীবদেহে জলের প্রয়োজনীয়তা, উদ্ভিদ দেহে জলের প্রয়োজনীয়তা, প্রাণীদেহে জলের প্রয়োজনীয়তা, জীবন ধারনের জন্য জল একান্ত প্রয়োজন। জীবদেহের ওজনের 60%-90% জলের প্রয়োজন। জল খাদ্য নয় কেন? জলের কোন তাপন মূল্য নেই বলে জলকে খাদ্য বলা হয় না।

ভিটামিনের কাজ ও গুরুত্ব

যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্য অতি অল্প পরিমানে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধে শক্তি বৃদ্ধি করে, তাকে ভিটামিন বলে। ভিটামিনের বৈশিষ্ট্য, ভিটামিনের প্রয়োজনীয়তা, নিম্নলিখিত রোগ গুলি কোন ভিটামিনের অভাবে হয়।...

ফ্যাটের কাজ ও গুরুত্ব

যে জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং যার মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে না, তাদের ফ্যাট জাতীয় খাদ্য বলে। ফ্যাটের বৈশিষ্ট্য, ফ্যাটের উৎস, ফ্যাটের গুরুত্ব, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, লিনোলেয়িক অ্যাসিড।...

প্রোটিনের কাজ ও গুরুত্ব

প্রোটিন, প্রোটিনের উৎস, প্রোটিনের কাজ ও গুরুত্ব, প্রোটিনের শ্রেণীবিভাগ, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের অভাবজনিত রোগ, প্রোটিনের উৎস- বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বীন, গম ইত্যাদি মাছ, মাংস, দুধ, ডিমের সাদা অংশ, ছানা ইত্যাদি ...

মানব দেহে কার্বোহাইড্রেটের কাজ ও গুরুত্ব

কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে জৈব যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে তাকে কার্বোহাইড্রেট বলে। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, কার্বোহাইড্রেটের উদ্ভিদজ্য উৎস, কার্বোহাইড্রেটের প্রাণীজ উৎস, শর্করা খাদ্যের গুরুত্ব