আরশোলার গমন

Submitted by arpita pramanik on Thu, 05/23/2013 - 21:04

আরশোলার গমন (Locomotion of Cockroach) :

 

Locomotion of Cockroach

প্রাণীর নাম – আরশোলা

গমন অঙ্গের নাম – ১৷ পা , ২৷ ডানা

গমন পদ্ধতির নাম – ১৷ চলন , ২৷ উড্ডয়ন

 

গমন পদ্ধতি

১৷ চলা ফেরা বা হাঁটার জন্য আরশোলার তিন জোরা সন্ধিল পদ বর্তমান ।

২৷ আরশোলার প্রতিটি সন্ধিল পদ পাঁচটি খণ্ডে বিভক্ত। যথা – টকণ্ডার, ফিমার, টিভিয়া, টার্সাস ।

৩৷ আরশোলার হাঁটার সময় এক পাশের সামনের ও পিছনের পা এবং বিপরীত পক্ষের মাঝের পা দেহের ভারসাম্য বজায় রাখে । অপর তিনটি পা সামনের দিকের দূরত্ব অতিক্রম করে ।

৪৷ পর্যায়ক্রমে পদ সমূহের এই রূপ কার্যের ফলে আরশোলা আঁকা বাঁকা পথে এগিয়ে চলে ।

উড্ডয়ন পদ্ধতি

১৷ আরশোলার পৃষ্ঠ দেশে দ্বিতীয় ও তৃতীয় খণ্ডকে মোট দু জোরা ডানা আছে ।

২৷ আরশোলার দু জোরা ডানার মধ্যে প্রথম ডানা জোরা শক্ত ও পুরু। তারা উড্ডয়নে সাহায্য করে না । দ্বিতীয় ডানা জোরা স্বচ্ছ ও পাতলা এবং তারাই উড্ডয়নে সাহায্য করে ।

৩৷ ডানায় কোনো পেশী থাকে না, তবে ডানা সংলগ্ন বক্ষ পেশী ডানার ওঠা নামায় সাহায্য করে এবং উড্ডয়ন ঘটায় ।

*****

Related Items

মানবদেহে রক্ত চাপ

রক্তচাপ কাকে বলে ? ইহা কয় প্রকার ও কি কি ? এক জন সুস্থ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে রক্ত চাপ কত ? রক্তচাপ পরিমাপক যন্ত্রটির নাম কি ? মানব দেহের কোন ধমনীতে রক্ত চাপ মাপা হয় ? সিস্টোলিক চাপ , ডায়াস্টোলিক চাপ , ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে কিন্তু শিরা কেটে গেলে গলগল করে রক্ত ...

হিমোগ্লোবিনের গুরুত্ব ও কাজ

হিমোগ্লোবিন অমেরুদণ্ডী প্রাণীর (কেঁচো) রক্ত রসে ও মেরুদণ্ডী প্রাণীর লোহিত রক্ত কণিকায় অবস্থিত এক প্রকারের লৌহ গঠিত, প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ, যা প্রধানত অক্সিজেন পরিবহণ করে। পরিমাণ, কাজ, গ্যাসীয় বস্তু পরিবহণ, পিত্ত ও মল বর্ণ মুত্রের গঠন

মানবদেহে রক্ত তঞ্চন

রক্ত তঞ্চন - যে প্রক্রিয়ায় রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন জেলির মত পদার্থে পরিণত হয়, তাকে রক্ত তঞ্চন বলে। , রক্ত তঞ্চনের সময়কাল , রক্ত তঞ্চন পদ্ধতি , রক্ত তঞ্চন বিরোধী পদার্থ , রক্ত বাহে রক্ত তঞ্চিত হয় না কেন ?

রক্তের উপাদান

রক্তের উপাদান , রক্তের সাকার উপাদান গুলি হল ১৷ লোহিত রক্ত কণিকা ( R.B.C ) , ২৷ শ্বেত রক্ত কণিকা ( W.B.C ) , ৩৷ অণুচক্রিকা , শ্বেত রক্ত কণিকার গঠন, বৈশিষ্ট ও কাজ , নিউট্রোফিল , ইওসিনোফিল , বেসোফিল , মনোসাইট, লিম্ফোসাইট। শ্বেত রক্ত কণিকার গঠন, বৈশিষ্ট ও কাজ ..

সংবহন সম্পর্কিত কয়েকটি পার্থক্য

পার্থক্য - ১৷ অলিন্দ ও নিলয় , ২৷ মুক্ত সংবহন ও বদ্ধ সংবহন , ৩৷ হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন , ৪৷ কেঁচোর রক্ত ও মানুষের রক্ত , ৫৷ লোহিত কণিকা ও শ্বেত কণিকা , ৬৷ প্লাজমা ও সিরাম , ৭৷ সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতা , ৮৷ ধমনী ও শিরা , ৯৷ ফুসফুসীয় ধমনী ও ফুসফুসীয় শিরা , ১০৷ রক্ত ও লসিকা