বহুপদী সংখ্যামালা (Polynomials)

Submitted by arpita pramanik on Fri, 04/22/2011 - 11:32

বহুপদী সংখ্যামালা (Polynomials)

বহুপদী সংখ্যামালা সম্পর্কে জানতে হলে আমাদের তার আগে কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে । 

  1. সহগ ( Coefficient )
  2. পদ ( term ) এবং রাশি ( Expression )

সহগ (Coefficient) : সহগ হল কোনো বীজগাণিতিক রাশির উৎপাদক। কোনো বর্ণ বা অক্ষর দিয়ে সহগ গঠিত হলে তাকে বর্ণমূলক সহগ (Literal Coefficient) বলে । আবার কেবলমাত্র সংখ্যা দিয়ে সহগ গঠিত হলে তাকে বলে সংখ্যামূলক সহগ (Numerical Coefficient) .

যেমন [tex]2ab{x^2}[/tex] বীজগাণিতিক পদটিতে 2 হল [tex]ab{x^2}[/tex] এর সংখ্যামূলক সহগ । 2a হল [tex]b{x^2}[/tex] এর সহগ এবং 2ab হল [tex]{x^2}[/tex] এর সহগ । আবার bcx পদটিতে bc হল x এর বর্ণমূলক সহগ । 

সহগ সাধারণত কোনো পদের বাঁদিকে লেখা হয়, যদি কোনো পদে সহগের উল্লেখ না থাকে, তবে সহগ হিসাবে 1 ধরতে হয় । যেমন [tex]{x^3}[/tex] এর সহগ 1 কিংবা [tex]{a^2}[/tex] এর সহগ হল 1 ।

পদ (Term) এবং রাশি (Expression) : পদ হল একটি সংখ্যা বা চলরাশি বা একাধিক সংখ্যা এবং চলরাশির গুণিতক । এক বা একাধিক পদ যদি যোগ বিয়োগ চিহ্ন দ্বারা মিলিত হয় তাকে রাশি বলে । 

যেমন [tex]{a^2} + ab - c[/tex] এই রাশিতে বিভিন্ন পদগুলি হল [tex]{a^2},ab,c[/tex] এরা যথাক্রমে যোগ এবং বিয়োগের মাধ্যমে  [tex]{a^2} + ab - c[/tex] রাশিটি গঠন করেছে । আবার [tex]4{x^3} + 5xy - 15x{y^2}[/tex] এই রাশির বিভিন্ন পদগুলি হল [tex]4{x^3},5xy,15x{y^2}[/tex] এরা যথাক্রমে যোগ এবং বিয়োগের মাধ্যমে [tex]4{x^3} + 5xy - 15x{y^2}[/tex] রাশিটি গঠন করেছে ।

 

বহুপদী সংখ্যামালা (Polynomials) : সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখন্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা (Polynomials) বলে ।

যেমন [tex]{x^2},{x^3} + 8,{x^7} + 5x + 8[/tex] ইত্যাদি এরা হল বহুপদী সংখ্যামালা কারণ এদের চল x এর সূচক গুলি অখন্ড। কিন্তু [tex]\sqrt x  + 1,3{x^2} + \sqrt y ,{x^2} - \sqrt[3]{y}[/tex] ইত্যাদি বহুপদী সংখ্যামালা নয় কারণ এদের x এবং y চলের সূচক সর্বদা অখন্ড নয় । 

*****

Comments

Related Items

জ্যামিতিক অঙ্কন - সম্পাদ্য

জ্যামিতিক অঙ্কন ---সম্পাদ্য

লগারিদম (Logarithm)

কোনো ধনাত্মক রাশি যদি অপর একটি ধনাত্মক রাশির ঘাতের সমান হয় , তবে ওই ধনাত্মক ঘাতের সূচককে ( Index of Power ) বলে প্রথম সারিটির লগারিদম (Logarithm) ।

ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য

ক্ষেত্রফল হল কোনো ক্ষেত্রের পরিমাপ (Magnitude or measure). এই পরিমাপটি কোনো একক (Unit) সমেত প্রকাশ করা হয়। যেমন 50 বর্গ মিটার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল। কোনো সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফলের ধর্ম , ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য (Theorems of Area) ...

ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য

ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ট্রাপিজিয়াম, চতুর্ভুজের বাহুগুলির ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য প্রমাণ ও তার প্রয়োগ

সামন্তরিকের ধর্ম

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে বর্গক্ষেত্র বলে।