বহুপদী সংখ্যামালা (Polynomials)

Submitted by arpita pramanik on Fri, 04/22/2011 - 11:32

বহুপদী সংখ্যামালা (Polynomials)

বহুপদী সংখ্যামালা সম্পর্কে জানতে হলে আমাদের তার আগে কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে । 

  1. সহগ ( Coefficient )
  2. পদ ( term ) এবং রাশি ( Expression )

সহগ (Coefficient) : সহগ হল কোনো বীজগাণিতিক রাশির উৎপাদক। কোনো বর্ণ বা অক্ষর দিয়ে সহগ গঠিত হলে তাকে বর্ণমূলক সহগ (Literal Coefficient) বলে । আবার কেবলমাত্র সংখ্যা দিয়ে সহগ গঠিত হলে তাকে বলে সংখ্যামূলক সহগ (Numerical Coefficient) .

যেমন [tex]2ab{x^2}[/tex] বীজগাণিতিক পদটিতে 2 হল [tex]ab{x^2}[/tex] এর সংখ্যামূলক সহগ । 2a হল [tex]b{x^2}[/tex] এর সহগ এবং 2ab হল [tex]{x^2}[/tex] এর সহগ । আবার bcx পদটিতে bc হল x এর বর্ণমূলক সহগ । 

সহগ সাধারণত কোনো পদের বাঁদিকে লেখা হয়, যদি কোনো পদে সহগের উল্লেখ না থাকে, তবে সহগ হিসাবে 1 ধরতে হয় । যেমন [tex]{x^3}[/tex] এর সহগ 1 কিংবা [tex]{a^2}[/tex] এর সহগ হল 1 ।

পদ (Term) এবং রাশি (Expression) : পদ হল একটি সংখ্যা বা চলরাশি বা একাধিক সংখ্যা এবং চলরাশির গুণিতক । এক বা একাধিক পদ যদি যোগ বিয়োগ চিহ্ন দ্বারা মিলিত হয় তাকে রাশি বলে । 

যেমন [tex]{a^2} + ab - c[/tex] এই রাশিতে বিভিন্ন পদগুলি হল [tex]{a^2},ab,c[/tex] এরা যথাক্রমে যোগ এবং বিয়োগের মাধ্যমে  [tex]{a^2} + ab - c[/tex] রাশিটি গঠন করেছে । আবার [tex]4{x^3} + 5xy - 15x{y^2}[/tex] এই রাশির বিভিন্ন পদগুলি হল [tex]4{x^3},5xy,15x{y^2}[/tex] এরা যথাক্রমে যোগ এবং বিয়োগের মাধ্যমে [tex]4{x^3} + 5xy - 15x{y^2}[/tex] রাশিটি গঠন করেছে ।

 

বহুপদী সংখ্যামালা (Polynomials) : সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখন্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা (Polynomials) বলে ।

যেমন [tex]{x^2},{x^3} + 8,{x^7} + 5x + 8[/tex] ইত্যাদি এরা হল বহুপদী সংখ্যামালা কারণ এদের চল x এর সূচক গুলি অখন্ড। কিন্তু [tex]\sqrt x  + 1,3{x^2} + \sqrt y ,{x^2} - \sqrt[3]{y}[/tex] ইত্যাদি বহুপদী সংখ্যামালা নয় কারণ এদের x এবং y চলের সূচক সর্বদা অখন্ড নয় । 

*****

Comments

Related Items

সামন্তরিকের ষষ্ঠ উপপাদ্য

কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে চতুর্ভুজটিকে সামান্তরিক বলে।

সামন্তরিকের পঞ্চম উপপাদ্য

পঞ্চম উপপাদ্য : সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

সামন্তরিকের চতুর্থ উপপাদ্য

কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হলে , চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

সামন্তরিকের তৃতীয় উপপাদ্য

কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হলে , চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

সামন্তরিকের দ্বিতীয় উপপাদ্য

কোনো সামান্তরিকের (i) প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে (ii) বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সামন। (iii) বিপরীত কোণ গুলি মানে সমান।