ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান আলোচনা কর ।

Submitted by administrator on Fri, 01/14/2022 - 22:37

প্রশ্ন:- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান আলোচনা কর ।

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার অবদান বিশেষভাবে স্মরনীয় ।

(ক) মাতঙ্গিনী হাজরা ছিলেন গান্ধিজির অনুরাগী একজন ৭৩ বছরের গ্রাম্য বিধবা মহিলা ।

(খ) ১৯৪২ সালে মহাত্মা গান্ধির ভারত ছাড়ো আন্দোলনের ডাকে তিনি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । তিনি ও তাঁর সহযোগী রামচন্দ্র বেরা তমলুক আদালত ও থানা অবরোধের সিদ্ধান্ত নেন । এই উদ্দেশ্যে ২৯শে সেপ্টেম্বর তাঁরা প্রায় ২০,০০০ মানুষকে সঙ্গে নিয়ে তমলুক থানা ও আদালত ঘেরাও করেন । এই অবরোধকালে পুলিশ গুলি চালালে মাতঙ্গিনী হাজরা সহ অনেকেই মারা যান । মাতঙ্গিনী হাজরার দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ জাতিকে উদ্বুদ্ধ করে ।

*****

Comments

Related Items

'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?

প্রশ্ন : 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?

স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?

প্রশ্ন : স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?

দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখ ।

প্রশ্ন : দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখ ।

কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' -এর কী ভূমিকা ছিল ?

প্রশ্ন : কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' -এর কী ভূমিকা ছিল ?

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর ।

প্রশ্ন : ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর ।