Madhyamik Exam (WBBSE) -2013 History Suggestion
ইতিহাস সাজেশন - ২০১৩, দশম শ্রেণী
---------------------------------------------------------------------------------------------------------
১। একটি অথবা দুটি শব্দে উত্তর দাও :- [যে-কোন দশটি] [১ x ১০ = ১০]
(ক) কবে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় ?
(খ) একজন 'থিওসফিক্যাল সোসাইটির' প্রতিষ্ঠাতার নাম লেখ ।
(গ) 'স্বরাজ আমার জন্মগত অধিকার'— কে বলেছিলেন ?
(ঘ) কোন বিদ্রোহ ভাগনাডিহিতে হয়েছিল ?
(ঙ) সিপাহী বিদ্রোহের সময় কে দিল্লির বাদশাহ ছিলেন ?
(চ) 'সীমান্ত গান্ধী' কাকে বলা হয় ?
(ছ) 'মেইন ক্যাম্প' -এর রচয়িতা কে ছিলেন ?
(জ) কবে কংগ্রেস সোসালিস্ট পার্টি গড়ে উঠে ?
(ঝ) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
(ঞ) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন ?
(ট) বান্দুং কোথায় অবস্থিত ?
(ঠ) দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন ?
(ড) এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(ঢ) কে 'ফরোয়ার্ড ব্লক' প্রতিষ্ঠা করেন ?
২। দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :- [যে-কোন দশটি] [২ x ১০ = ২০]
(ক) বেসিনের সন্ধির (1802) গুরুত্ব লেখো ।
(খ) কর্ণওয়ালিশ কোড কি ?
(গ) সূর্যাস্ত আইন কি ?
(ঘ) কংগ্রেসের সুরাট অধিবেশন (1907) কেন গুরুত্বপূর্ণ ?
(ঙ) সাইমন কমিশন কেন গঠন করা হয় ?
(চ) 1813 খ্রিস্টাব্দের সনদ আইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যবসার উপর কি প্রভাব ফেলে ?
(ছ) আটলান্টিক চার্টার -এর গুরুত্ব লেখো ।
(জ) 'ক্ষুদিরাম বসু' কেন স্মরনীয় ?
(ঝ) সম্মিলিত জাতিপুঞ্জের দুটি প্রধান উদ্দেশ্য লেখো ।
(ঞ) ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, ইয়াল্টা সম্মেলনে উপস্থিত দেশগুলির নাম লেখো ।
(ট) সিপাহী বিদ্রোহ কবে ও কোথায় শুরু হয়েছিল ?
(ঠ) ক্যাবিনেট মিশন কী উদ্দেশ্যে ভারতে এসেছিল ?
(ড) ডিরোজিও -র অনুগামীদের কি বলে ? তাঁরা কি আদর্শ পালন করত ?
(ঢ) কবে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ?
৩। সাত অথবা আটটি বাক্যে উত্তর লেখ :- [৪ x ৫ = ২০]
(ক) সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ লেখ ।
অথবা
সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখ ।
(খ) ইতালীতে মুসোলিনী কিভাবে ক্ষমতা দখল করেন ?
অথবা
'মিউনিখ চুক্তি' সম্পর্কে লেখো ।
(গ) উনবিংশ শতাব্দীতে সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা লেখো ।
অথবা
প্রার্থনা সমাজ সম্বন্ধে যা জান লেখো ।
(ঘ) 'ঠান্ডা লড়াই' সম্বন্ধে যা জান লেখো ।
অথবা
বান্দুং সম্মেলন (1955) সম্বন্ধে যা জান লেখো ।
(ঙ) চম্পারণ সত্যাগ্রহ কী ?
অথবা
ত্রিপুরা কংগ্রেস (1939) কেন গুরুত্বপূর্ণ ?
৪। প্রশ্নগুলির উত্তর লেখ:- [৬ x ৫ = ৩০]
(ক) কবে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল ? যুদ্ধক্ষেত্রে মহীশূরের কোন শাসকের মৃত্যু ঘটে ?
কেন লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহন করেছিলেন ? [১+১+৪=৬]
অথবা
কবে পিটের ভারত শাসন আইন পাশ হয় ? সুপ্রীম কোর্টের প্রথম বিচারপতির নাম কি ?
আইনের শাসন সম্পর্কে সংক্ষেপে লেখো । [১+১+৪=৬]
(খ) ভারতসভা কে ও কবে প্রতিষ্ঠা করেন ? ভারতসভার উদ্দেশ্য ও অবদান উল্লেখ করো । [১+১+৪=৬]
অথবা
ইলবার্ট বিল কি ? কে এবং কেন এর বিরুদ্ধে আন্দোলন করেছিল ? [৩+১+২=৬]
(গ) কালো আইন কোন আইনকে বলে ? কবে এই আইন পাশ হয় ?
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড সম্বন্ধে যা জান লেখো । [১+১+৪=৬]
অথবা
খিলাফৎ আন্দোলন কেন হয়েছিল ? খিলাফৎ আন্দোলনের একজন নেতার নাম লেখো ।
গান্ধীজী কেন অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফৎ আন্দোলন যোগ করেছিলেন ? [৩+১+২=৬]
(ঘ) ব্রহ্মদেশ কবে স্বাধীন হয় ? ভেটো কি ? পঞ্চশীল বলতে কী বোঝ ? [১+২+৩=৬]
অথবা
সম্মিলিত জাতিপুঞ্জ কবে ও কোথায় গড়ে উঠে ? জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব লেখো [১+১+৪=৬]
(ঙ) 'ক্রিপস মিশন' ভারতে আসার কারণ কী ছিল ? ক্রিপস এর প্রস্তাবগুলি কি ছিল ? এই মিশন কেন ব্যর্থ হয় ? [২+২+২=৬]
অথবা
স্বরাজ দলের কর্মসূচী কি ছিল ? দলের সভাপতি কে ছিলেন ? স্বরাজ দল কেন ব্যর্থ হয়েছিল ? [২+১+৩=৬]
৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- [যে-কোন ১টি] [১ x ১০ = ১০]
(ক) ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা কর ।
(খ) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা কর ।
(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা কর ।
(ঘ) অসহযোগ আন্দোলনের পটভূমি, কর্মসূচী ও গুরুত্ব আলোচনা কর ।
***
- 2912 views