মানব দেহে খনিজ লবনের প্রয়োজনীয়তা

Submitted by arpita pramanik on Thu, 05/23/2013 - 23:23

মানব দেহে খনিজ লবনের প্রয়োজনীয়তা (Importance of Minerals in Human Body)

খনিজ লবনের প্রয়োজনীয়তা (Importance)

১৷ পুষ্টি - জীব দেহের স্বাভাবিক পুষ্টির জন্য খনিজ লবনের প্রয়োজনীয়তা আছে।

২৷ বৃদ্ধি - জীব দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য খনিজ লবনের প্রয়োজন।

৩৷ রোগ প্রতিরোধের ক্ষমতা - রোগ প্রতিরোধের ক্ষমতা অর্জনের জন্য খনিজ লবনের গ্রহনের প্রয়োজন আছ।

 

সাতটি খনিজ লবনের নাম ও তাদের উৎস

খনিজ পদার্থের নাম

উৎস

অভাবজনিত ফল

লোহা (Fe)

উদ্ভিদজ্জ - কাঁচাকলা, মোচা, বিভিন্ন শাক সব্জি, থোর, ডুমুর ইত্যাদি।

উদ্ভিদ - সবুজ পাতা হলুদ হয়, অর্থাৎ ক্লোরোসিস হয়।

প্রাণীজ - মাছ, মাংস, ডিম ইত্যাদি

প্রাণী - অ্যানিমিয়া বা রক্তাল্পতা

 

 

খনিজ পদার্থের নাম

উৎস

অভাবজনিত ফল

ম্যাগনেসিয়াম(Mg)

উদ্ভিজ্জ - সকল প্রকার সবুজ শাক সব্জি ও দানা শস্য প্রভৃতি।

উদ্ভিদ - ক্লোরোসিস হয়।

প্রাণীজ - মাংস, সামদ্রিক মাছ প্রভৃতি।

প্রাণী - স্নায়ু দুর্বল রোগ অনিয়মিত হৃৎস্পন্দ ।

 

 

খনিজ পদার্থের নাম

উৎস

অভাবজনিত ফল

ক্যালসিয়াম(Ca)

উদ্ভিজ্জ - দানাশস্য, ডাল, ফুলকপি, গাজর, লেবু ইত্যাদি।

উদ্ভিদ - পত্র কুঞ্চন মূল ও কাণ্ডের বৃদ্ধি ব্যহত।

প্রাণীজ - দুধ, ডিম, ছোটো মাছ, মাংস, মাখন ইত্যাদি।

প্রাণী - রিকেট, দন্তক্ষয় ইত্যাদি।

 

 

খনিজ পদার্থের নাম

উৎস

অভাবজনিত ফল

ফসফরাস(P)

উদ্ভিজ্জ - দানা শস্য, সবুজ শাক সব্জি, সয়াবিন ইত্যাদি।

উদ্ভিদ - স্বাভাবিক বৃদ্ধি ব্যহত ও পত্র গাঢ় ও নীল বর্ণ ধারণ করে।

প্রাণীজ - দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি।

প্রাণী - রিকেট, দন্তক্ষয় ইত্যাদি।

 

 

 

খনিজ পদার্থের নাম

উৎস

অভাবজনিত ফল

সোডিয়াম(Na)

উদ্ভিজ্জ - শাক সব্জি, ফলমূল [খাদ্য লবন]।

উদ্ভিদ - স্বাভাবিক বৃদ্ধি লোপ।

প্রাণীজ - মাছ, ডিম, দুধ ইত্যাদি।

প্রাণী -  ওজন হ্রাস, রক্তাল্পতা ইত্যাদি।

 

 

খনিজ পদার্থের নাম

উৎস

অভাবজনিত ফল

পটাসিয়াম(K)

উদ্ভিজ্জ - শাক সব্জি, ফল মূল ইত্যাদি।

উদ্ভিদ - পত্র কুঞ্চন ও বিবর্ণ হয়।

প্রাণীজ -  মাছ, ডিম প্রভৃতি।

প্রাণী - স্নায়ু দুর্বল ও অনিয়মিত হৃৎস্পন্দন।

 

 

 

খনিজ পদার্থের নাম

উৎস

অভাবজনিত ফল

আয়োডিন(I)

উদ্ভিজ্জ - শাক সব্জি, সারকম, পিঁয়াজ ইত্যাদি।

উদ্ভিদ - বৃদ্ধি ব্যহত হয়।

প্রাণীজ - সামুদ্রিক মাছ, সামুদ্রিক লবন, ডিম, দুধ ইত্যাদি ।

প্রাণী - গলগণ্ড

 

*****

Related Items

অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর : শ্বসন

শ্বসন সম্পর্কিত বিভিন্ন অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো । ...

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : শ্বসন (Respiration)

শ্বসন বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো । আরও নতুন প্রশ্ন সংযোজিত হতে থাকবে । বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও কম্পেটেটিভে এক্সাম এ এসেছে এমন প্রশ্ন গুলি তুলে ধরা হল ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (MCQ) -শ্বসন

শ্বসন বিষয়ের বহু বিকল্পীয় বিভিন্ন প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো । আরও নতুন প্রশ্ন সংযোজিত হতে থাকবে । বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও কম্পেটেটিভে এক্সাম এ এসেছে এমন প্রশ্ন গুলি তুলে ধরা হল ...

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : সালোকসংশ্লেষ

সালোকসংশ্লেষ বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো । আরও নতুন প্রশ্ন সংযোজিত হতে থাকবে । বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও কম্পেটেটিভে এক্সাম এ এসেছে এমন প্রশ্ন গুলি তুলে ধরা হল ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (MCQ) - সালোকসংশ্লেষ

সালোকসংশ্লেষ বিষয়ের বহু বিকল্পীয় বিভিন্ন প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো । আরও নতুন প্রশ্ন সংযোজিত হতে থাকবে । বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও কম্পেটেটিভে এক্সাম এ এসেছে এমন প্রশ্ন গুলি তুলে ধরা হল ...