MCQ for Miscellaneous Exam - Indian History Set - IV

Submitted by administrator on Sat, 05/02/2015 - 13:51

Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - IV based on Indian History ]

1.  উপনিষদ বেদের ——

(ক) মধ্য ভাগ       (খ) প্রথম ভাগ       (গ) শেষ ভাগ       (ঘ) তৃতীয় ভাগ

 

2. উপনিষদে প্রাধান্য পেয়েছে ——

(ক) মানবিক চিন্তা      (খ) শারীরিক চিন্তা      (গ) দার্শনিক চিন্তা      (ঘ) বৈষয়িক চিন্তা  

 

3.  এ পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গেছে ?

(ক) প্রায় 100টি       (খ) 150টি       (গ) 40টি      (ঘ) 75টি

 

4.  বেদকে কেন্দ্র করে রচিত ধর্মগ্রন্থগুলির নাম কি  ?

(ক) পিটক      (খ) সূত্র বা ধর্মসূত্র      (গ) উপশ্রম      (ঘ) দর্শন

 

5.  ধর্মসূত্রের দুটি ভাগ কী কী ?

(ক) সুক্ত ও সূত্র       (খ) মন্ত্র ও ধর্ম       (গ) দর্শন ও উপনিষদ      (ঘ) বেদাঙ্গ ও দর্শন

 

6.  বৈদিক সাহিত্যের দুটি ভাগ কি কি ?

(ক) বেদ ও বেদান্ত      (খ) শ্রুতি ও স্মৃতি      (গ) বেদ ও বেদাঙ্গ      (ঘ) বেদাঙ্গ ও বেদান্ত

 

7.  ঋকবেদের রচনাকাল কত ?  

(ক) খ্রীঃ পূঃ 1400 থেকে 1000      (খ) খ্রীঃ পূঃ 1500 -1000      (গ) খ্রীঃ পূঃ 1800 – 1400     (ঘ) খ্রীঃ পূঃ 1000 – 800

 

8.  “সংহিতা, ব্রাহ্মণ আরণ্যক, উপনিষদ” কার অংশ ?

(ক) বেদ      (খ) ভাগবত      (গ) পুরাণ      (ঘ) মহাভারত  

 

9.  বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কী ?

(ক) নিষ্ক       (খ) পঞ্চশীল       (গ) ভাগ       (ঘ) কোনোটাই  নয়

 

10.  ‘মনা’ কী ?

(ক) গুপ্ত যুগে ব্যবহৃত মুদ্রা      (খ) মহম্মদ-বিন-তুঘলক প্রচলিত মুদ্রা     (গ) বৈদিক যুগে ব্যবহৃত মুদ্রা      (ঘ) শেরশাহের সময় প্রচলিত মুদ্রা

 

11.  বৈদিক যুগে ধনী বণিকদের কী বলা হত ?

(ক) সদাগর     (খ) বণিক     (গ) শ্রেষ্ঠী     (ঘ) কোনোটাই নয়

 

12.  গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন ?

(ক) ব্রাহ্মণ      (খ) ক্ষত্রিয়      (গ) বৈশ্য      (ঘ) পুরু

 

13.  বেদাঙ্গ কয় ভাগে বিভক্ত ?

(ক) আট ভাগে     (খ) নয় ভাগে     (গ) পাঁচ ভাগে      (ঘ) ছয় ভাগে

 

14.  আর্যরা কোন দেবতার পূজা করত  ?

(ক) পশুপতি      (খ) প্রাকৃতিক শক্তি       (গ) মাতৃ মুর্তি      (ঘ) কোনোটাই নয়

 

15.  ঋকবেদের কোন অংশে ‘বর্ণাশ্রমের’ কথা বলে ?

(ক) প্রারম্ভিক অংশে      (খ) অথর্ব বেদে       (গ) সংহিতা অংশে       (ঘ) পুরুষসুক্ত অংশে

 

16.  আধুনিক পাঞ্জাবের রাভি নদীর পূর্ব নাম কী ছিল ?

(ক) বেত্রবতী       (খ) শিপ্রা      (গ) পারুষ্ণী      (ঘ) কোনোটাই নয়

 

17.  ‘সভা’ ও ‘সমিতি’ এ দুটি পরিষদ কোন যুগের সঙ্গে সম্পর্ক যুক্ত  ?  

(ক) গুপ্ত যুগ     (খ) বৈদিক যুগ      (গ) মৌর্য যুগ     (ঘ) কুষাণ যুগ

 

18.  ‘পর্জনা’ বৈদিক যুগের কোন দেবতা  ?

(ক) সুমদ্র       (খ) বৃষ্টি      (গ) বায়ু       (ঘ) আলো

 

19. বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে ?

(ক) বরুণ      (খ) মরুৎ      (গ) দ্যো      (ঘ) ইন্দ্র

 

20.  বৈদিক যুগে ‘পানি’ কাদের বলা হয় ?

(ক) এক শ্রেণির ব্যবসায়ীকে       (খ) স্বর্ণকারদের       (গ) তন্তুবায়      (ঘ) এক শ্রেণির পুরোহিত

 

21.  মহাবীর কোথায় দেহত্যাগ করেন ?

(ক) পাটনা      (খ) পাটুলিপুত্র      (গ) পাবা      (ঘ) বৈশালী

 

22.  জৈন ধর্মে “সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান” –এই তিনটিকে একত্রে কি বলা হয় ?

(ক) ত্রিসূত্র      (খ) ত্রিধর্ম      (গ) ত্রিরত্ন      (ঘ) ত্রিশক্তি

 

23.  অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র এই চারটি ভাগে কোন শাস্ত্র বিভক্ত ?

(ক) বৌদ্ধ      (খ) হিন্দু     (গ) জৈন      (ঘ) বৈষ্ণব

 

24.  জৈনদের দুটি সম্প্রদায়ের নাম কি ?

(ক) পীতাম্বর ও শ্বেতাম্বর      (খ) দিগম্বর ও পীতাম্বর      (গ) দিগম্বর ও শ্বেতাম্বর      (ঘ) কোনোটাই নয়

 

25.  জৈন সাহিত্য কোন ভাষায় লেখা ?

(ক) মাগধী       (খ) সৌরসেনী       (গ) অর্ধ প্রাকৃত       (ঘ) অর্ধ মাগধী বা প্রাকৃত

 

26.  গৌতম বুদ্ধ আনুমাণিক কত সালে জন্ম গ্রহণ  করেন ?

(ক) 500 খ্রীঃপূঃ      (খ) 470 খ্রীঃপূঃ      (গ) 508 খ্রীঃপূঃ      (ঘ) 566 খ্রীঃপূঃ

 

27.  গৌতম বুদ্ধ কোথায় জন্ম গ্রহণ করেন ?

(ক) পাটনা      (খ) তরাই অঞ্চল       (গ) ডুয়ার্সে      (ঘ) নেপালের তরাই অঞ্চলের লুম্বিনীতে

 

28.  মহাবীরের আগে কতজন তীর্থঙ্কর ছিলেন ?

(ক) 22জন       (খ) 26 জন      (গ) 23 জন      (ঘ) 20 জন

 

29. জৈন ধর্ম কত সালে বিস্তার লাভ করে  ?

(ক) খ্রীঃ পূঃ পঞ্চম শতকে      (খ) খ্রীঃ পূঃ অষ্টম শতকে       (গ) খ্রীঃ পূঃ ষষ্ঠ শতকে      ঘ) খ্রীঃ পূঃ সপ্তম শতকে

 

30.  মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কী ?  

(ক) পার্শ্ব্নাথ      (খ) ঋষব      (গ) বর্ধমান      (ঘ) গোসাল

 

31.  কল্পসূত্র কী ?

(ক) বৌদ্ধ গ্রন্থ      (খ) পার্শী গ্রন্থ      (গ) হিন্দু গ্রন্থ      (ঘ) জৈন গ্রন্থ

 

32.  মহাবীর 540 খ্রীঃ পূর্বাব্দে কোথায় জন্মগ্রহণ করেন  ?  

(ক) বিহারের বৈশালী নগরের কুন্ডগ্রামে      (খ) পাভাপুরীতে       (গ) পাটলিপুত্র      (ঘ) তক্ষশীলা

 

33.  মহাবীরের পিতার নাম কি ?

(ক) পরেশনাথ      (খ) সিদ্ধার্থ       (গ) গোসাল       (ঘ) কোনোটাই নয়

 

34.  মহাবীরের মাতার নাম কি ?

(ক) দুঃশলা       (খ) যশোধরা      (গ) ত্রিশলা      (ঘ) সুজাতা

 

35. মহাবীরের পত্নীর নাম কি  ?

(ক) রাজশ্রী       (খ) যশোধরা       (গ) গৌতমী       (ঘ) যশোদা

 

36. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ?

(ক) গৌতম      (খ) পার্শ্বনাথ       (গ) ঋষভ      (ঘ) গোসাল

 

37.  মহাবীর আনুমানিক কত সালে মারা যান ?

(ক) 522 খ্রীঃ পূঃ      (খ) 548 খ্রীঃ পূঃ     (গ) 468 খ্রীঃ পূঃ     (ঘ) 407 খ্রীঃ পূঃ

 

38.  গৌতম বুদ্ধের পিতার নাম কি ?

(ক) শুদ্ধোদন      (খ) শাক্য       (গ) বোধিস্বত্ব      (ঘ) সিদ্ধার্থ

 

39.  গৌতম বুদ্ধের মায়ের নাম কি ?

(ক) গৌতিমী      (খ) যশোদা      (গ) মায়াদেবী      (ঘ) সুজাতা

 

40.  গৌতম বুদ্ধের স্ত্রী -র নাম কি ?

(ক) ছায়াদেবী       (খ) গোপা বা যশোধরা      (গ) গোপা বা যশোদা      (ঘ) গৌতমী

 

41.  ‘রাহুল’ গৌতম বুদ্ধের কে ?

(ক) শিষ্য     (খ) ভ্রাতা      (গ) পুত্র     (ঘ) পিতা

 

42.  গৌতম বুদ্ধ সর্বপ্রথম কোথায় তাঁর ধর্মমত প্রচার করেন  ?

(ক) কাশী       (খ) অবন্তী      (গ) সারনাথ       (ঘ) পাটলিপুত্র

 

43.  গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত ?

(ক) মহাভিনিষ্ক্রমন      (খ) ভেরীঘোষ      (গ) ধর্মচক্রপ্রবর্তন      (ঘ) অষ্টাঙ্গিক মার্গ

 

44.  বুদ্ধের বাণী যে বৌদ্ধ ধর্মগ্রন্থে পাওয়া যায় তার নাম কি ?

(ক) পালি পিটক       (খ) থেরবাদ     (গ) মহাসংঘিকা     (ঘ) বুদ্ধচরিত

 

45.  হীনযান ও মহাযান কী ?

(ক) দুটি জৈন সম্প্রদায়     (খ) বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায়     (গ) দুটি পৃথক সম্প্রদায়      (ঘ) কোনটাই নয়

 

46.  বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা ?

(ক) সংকৃত     (খ) মাগধী     (গ) পালি      (ঘ) খরষ্ঠো

 

47.  ‘বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক’  কী ?

(ক) তিনটি সম্প্রদায়      (খ) তিনটি পিটক      (গ) তিনটি পন্থা     (ঘ) তিনটি উপদেশ

 

48.  গৌতম বুদ্ধ আনুমানিক কত সালে দেহত্যাগ করেন ?

(ক) 470 খ্রীঃ পূঃ      (খ) 608 খ্রীঃ পূঃ      (গ) 540 খ্রীঃ পূঃ      (ঘ) 483 খ্রীঃ পূঃ

 

49.  গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন ?

(ক) সারনাথে     (খ) কপিলাবস্তুতে      (গ) কুশীনগরে      (ঘ) কুন্দপুরে

 

50.  গৌতম বুদ্ধের দেহত্যাগকে বৌদ্ধরা কী বলেন ?

(ক) মহাভিনিষ্ক্রমন       (খ) মঝাসিম পন্থা     (গ) মহাসংঘিকা       (ঘ) মহাপরিনির্বাণ

 

51.  আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন ?

(A) ৩২৭ - ৩২৬ খ্রীঃ পূঃ      (B) ৩১৩ খ্রীঃ পূঃ      (C) ৩২০ খ্রীঃ পূঃ      (D) ৩২৯ খ্রীঃ পূঃ

 

52.  আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন ?

(A) ১ম দরায়ুস      (B) ২য় দরায়ুস      (C) ৩য় দরায়ুস       (D) ফিলিপ

 

53.  আলেকজান্ডারের পিতার নাম কী  ?

(A) সেলুকাস       (B) মিনান্দার       (C) ফিলিপ       (D) এরা কেউ নয়

 

54.  আলেকজান্ডারের শিক্ষকের নাম কি ?

(A) প্লেটো       (B) সেলুকাস      (C) ফিলিপ       (D) অ্যারিস্টোটল

 

55.  আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল  ?

(A) খাঁড়ি অঞ্চলে       (B) হিন্দুকুশ পর্বতে      (C) কাড়ি নামক স্থানে      (D) সিন্ধু প্রদেশে

 

56.  হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

(A) রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে      (B) আলেকজান্ডার ও পুরুর মধ্যে      (C) চন্দ্রগুপ্ত ও ধননন্দের মধ্যে     (D) এদের করোর মধ্যে নয়

 

57.  কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয় ?

(A) ৩২৮ খ্রীঃ পূঃ     (B) ৩২৩ খ্রীঃ পূঃ      (C) ৩০০খ্রীঃ পূঃ      (D) ৩২৫ খ্রীঃ পূঃ

 

58.  আলেকজান্ডারের হাত থেকে কে ভারতীয় অঞ্চলকে উদ্ধার করেন ?

(A) পুরু      (B) চানক্য       (C) মহাপদ্মনন্দ      (D) চন্দ্রগুপ্ত মৌর্য

 

59.   প্রথম বৌদ্ধধর্ম সম্মেলন কোথায় আয়েজিত হয়েছিল ?

(A) রাজগৃহ      (B) সারনাথ      (C) পাটিলপুত্র       (D) কলিঙ্গ

 

60.  দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় আয়েজিত হয়েছিল ?

(A) অবন্তি      (B) বৈশালী       (C) পাটলিপুত্র       (D) সারনাথ

 

61.  তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় আয়েজিত হয়েছিল ?

(A) নেপাল      (B) কাশী     (C) পাটলিপুত্র      (D) সারনাথ

 

62.  চতু্র্থ বৌদ্ধ সম্মেলন কোথায় আয়েজিত হয়েছিল ?

(A) সারনাথ     (B) কাশ্মীর     (C) কলিঙ্গ      (D) বৈশালী

 

63.  বজ্রযান ও সহজযান কী ?

(A) দুটি জৈন সম্প্রদায়      (B) মহাযান পন্থী বৌদ্ধদের দুটি সম্প্রদায়      (C) হীনযান পন্থীদের দুটি সম্প্রদায়     (D) এগুলির কোনটাই নয়

 

64.  বৌদ্ধদের উপাসনা স্থলকে কি বলা হয় ?

(A) উপাসনা গৃহ      (B) চৈত্য      (C) মঠ বা বিহার      (D) ভিক্ষু

 

65.  ‘মিলিন্দ’ –এর উপাধি কী ছিল  ?

(A) মহাক্ষত্রপ      (B) মহেশ্বর       (C) কুনিক      (D) ধার্মিকম

 

66.  ‘মিলিন্দ পহ্ন’ বইটি কার লেখা ?

(A) ডিমিট্রিয়াসের      (B) মিনান্দারের      (C) মহাক্ষত্রপের      (D) রুদ্রদমনের

 

67.  হেলিওডোরাসের উপাধি কী ছিল ?

(A)মহাক্ষত্রপ      (B) শ্রেণিক       (C) কুনিক       (D) পরমভাগবত

 

68.  ভারতের শেষ ইন্দো-গ্রীক রাজার নাম কী ?  

(A) হারামাইয়স       (B) হেলিওডোরাস      (C) মিনান্দার       (D) ডিমিট্রি

 

69.  ক্ষত্রপনহপান কোন বংশের রাজা ছিলেন ?  

(A) হুন      (B) কুষাণ      (C) ইউ-চি      (D) শক

 

70.  ক্ষত্রপনহপান কোন উপাধি গ্রহণ করেন ?

(A) মহাক্ষত্রপ      (B) কুনিক     (C) অমিত্রঘাত      (D) এর কোনটি নয়

 

71.  জুনাগড় লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় ?

(A) ক্ষত্রপনহপান       (B) মহাক্ষত্রপ রুদ্রদমন       (C) গৌতমী পুত্র সাতকর্ণী     (D) কণিষ্ক

 

72.  মৌর্য সাম্রাজ্যের পতনের পর কারা উত্তর পশ্চিম ভারতে অধিকার স্থাপন করেন ?

(A) গ্রীকরা       (B) কুষাণরা       (C) ব্যাকট্রিও গ্রীকরা       (D) পার্থিয়রা

 

73.  ডিমিট্রিয়াস বা ডিমিট্রি কোন বংশের রাজা ?

(A) পারস্য        (B) ব্যাকট্রিও গ্রীক      (C) পার্থিয়       (D) শক

 

74.  মালবিকাগ্নিমিত্র নাটকটির রচয়িতা কে ?

(A) ভাস      (B) নাগার্জুন      (C) অশ্বঘোষ       (D) কালিদাস

 

75. গ্রীক ও খরোষ্ট্রি হরফে ছাপা দ্বিভাষিক মুদ্রার প্রচলন করেন কে ?  

(A) দরায়ুস      (B) আলেকজান্ডার      (C) মিনান্দার     (D) ডিমিট্রিয়াস

 

76.  মিনান্দার বা মিলিন্দ কোন বংশের রাজা ?

(A) গ্রীক     (B) রোমান     (C) ব্যাকট্রিও গ্রীক      (D) পহ্লব

 

77.  সর্বশ্রেষ্ট ইন্দো-গ্রীক রাজা মিনান্দার কার নিকট বৌদ্ধধর্মে দীক্ষা নেন ?

(A) নাগসেনের নিকট      (B) উগ্র সেনের নিকট       (C) উপগুপ্তের নিকট      (D) মহাকাশ্যপের নিকট 

 

78. কুষাণরা কোন জাতিভুক্ত ছিল ?

(A) আর্য      (B) ইউ-চি     (C) হিউঙ-নু      (D) গ্রীক

 

79.  কুষাণ শাখার মধ্যে সর্বপ্রথম পরাক্রমশালী রাজা কে ছিলেন ?

(A) কুজলকারা কদফিসিস     (B) কণিষ্ক       (C) দ্বিতীয় কদফিসিস       (D) বীম কদফিসিস

 

80.  'মহেশ্বর’ উপাধি কে ধারণ করেছিলেন ?   

(A) কণিষ্ক      (B) কুজলকারা কদফিসিস      (C) দ্বিতীয় বা বীম কদফিসিস      (D) গণ্ডোফার্নিস

 

81.  রেশম রাস্তা দিয়ে কী রপ্তানী হত ?  

(A) পশম      (B) কার্পাস      (C) রেশম      (D) সূতিবস্ত্র

 

82.  কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

(A) কণিষ্ক      (B) কুজলকারা কদফিসিস      (C) বীম কদফিসিস      (D) দ্বিতীয় কদফিসিস

 

83.  গৌতমী পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন ?

(A) পহ্লব      (B) সাতবাহন       (C) চোল      (D) কুষাণ

 

84. ‘শকারি’ উপাধি কে নিয়েছিলেন ?

(A) সমুদ্রগুপ্ত      (B) প্রথম চন্দ্রগুপ্ত      (C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত     (D) চন্দ্রগুপ্ত মৌর্য

 

85.  গণ্ডোফার্নিস কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ?  

(A) ইউ-চি      (B) ব্যাকট্রিও গ্রীক       (C) পহ্লব বা পার্থিয়      (D) ইন্দোগ্রীক

 

86.  শকাব্দ প্রচলন করেন কে ?

(A) শকারি       (B) গন্ডোফার্নিস       (C) কণিষ্ক       (D) সমুদ্রগুপ্ত

 

87.  কোন্ সময় থেকে ‘শকাব্দ’ প্রচলিত হয় ?   

(A) খ্রীষ্টিয় ৭৪ অব্দ      (B) ৭৫ খ্রীষ্টাব্দ      (C) ৭২ খ্রীষ্টাব্দ      (D) ৭৮ খ্রীষ্টাব্দ

 

88.  কণিষ্কের রাজধানীর নাম কি ?

(A) পাটুলিপুত্র      (B) পুরুষপুর বা পেশোয়ার       (C) খোটান      (D) ইয়ারখন্দ

 

89.  কণিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন ?   

(A) জৈন ধর্ম      (B) ইসলাম ধর্ম      (C) হিন্দু ধর্ম      (D) মহাযান বৌদ্ধধর্ম

 

90.  ‘দ্বিতীয় অশোক’ কাকে বলা হয় ?

(A) মিনান্দারকে      (B) কণিষ্ককে       (C) গন্ডোফার্নিসকে      (D) এদের কেউ নয়

 

91.  গান্ধার শিল্পিরীতির বিকাশ ঘটে কোন যুগে ?

(A) গুপ্ত যুগে     (B) পল্লব যুগে      (C) কুষাণ যুগে      (D) মৌর্য যুগে

 

92.  কণিষ্কের পরবর্তী কুষাণ রাজার নাম কী  ?

(A) বাসুদেব      (B) দ্বিতীয় কণিষ্ক      (C) বশিষ্ক      (D) এরা কেউ নয়

 

93.  শেষ শক্তিশালী কুষাণ রাজা কে ?

(A) বশিষ্ক       (B) হুবিষ্ক     (C) দ্বিতীয় কণিষ্ক      (D) বাসুদেব

 

94. হূণদের সর্বপ্রথম পরাজিত করেছিলেন কে ?

(A) প্রথম চন্দ্রগুপ্ত      (B) স্কন্দগুপ্ত      (C) বিক্রমাদিত       (D) কুমার গুপ্ত

 

95.  তোরমান ও তাঁর পুত্র মিহিরকুল কোন বংশের রাজা ছিলেন ?

(A) শক     (B) হুন      (C) পাঠান      (D) তুর্কী

 

96.  ভারতে ‘খোরষ্টি' ও 'আরমাইক' লিপি কীসের প্রভাবে প্রচলিত হয়  ?

(A) ব্যাকট্রিও গ্রীক      (B) পহ্লব       (C) পারসিক       (D) রোমান

 

97.  ‘কুন্তল-বন–বিহার’ নামক চৈত্যটি কণিষ্ক কোথায় নির্মাণ করেন ?

(A) খোটান      (B) খোরাসান      (C) পুরুষপুর বা পেশোয়ার      (D) বিহার

 

98.  ‘বুদ্ধচরিত’ কার রচনা ?

(A) উপগুপ্ত       (B) অশোক       (C) নাগার্জুন      (D) অশ্বঘোষ

 

99.  ‘বজ্রসূচী’ কার রচনা  ?

(A) শূলপানি      (B) বসুবন্ধু     (C) অশ্বঘোষ      (D) চরক

 

100.  ‘প্রজ্ঞা-পারমিতা সূত্র’ -এর রচয়িতা কে ?

(A) বসুবন্ধু      (B) সুশ্রুত     (C) অশ্বঘোষ      (D) নাগার্জুন

 

***

Related Items

MCQ for Misc Exam - Geography of India with special reference to West Bengal Set - I

Sample Questions Paper - III for WBCS Main Exam [ Practice Set - XII based on Geography of India with special reference to West Bengal ]

1.  কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?    

MCQ for Miscellaneous Exam - Indian History Set - XI

Sample Questions Paper-III for WBCS Main Exam [ Practice Set - XI based on Indian History ]

1.  রাজ্য কোন্ জিনিসের ওপর সেলস ট্যাক্স বসাতে পারে না ?

(ক) সংবাদপত্র        (খ) তামাক        (গ) চিনি        (ঘ) সবকটি

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - X

Sample Question Paper for WBCS Main Exam General Studies - I [ Practice Set - X based on Indian History ]

1.  মুসলীম লীগ কত সালে পাকিস্থান দাবীর প্রস্তাব গ্রহণ করে ?

(ক) ১৯৪০ সালে       (খ) ১৯৪১ সালে        (গ) ১৯৩৮ সালে        (ঘ) ১৯৪২ সালে

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - IX

Sample Question Paper for WBCS Main Exam General Studies - I [ Practice Set - IX based on Indian History ]

1.  অ্যালান অক্টাভিয়ান হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন  ?

(ক) ১৮৮৬ সালে        (খ) ১৮৮৫ সালে        (গ) ১৮৮৪ সালে        (ঘ) ১৮৮৮ সালে

MCQ for Miscellaneous Exam - Indian History Set - VIII

Sample Question Paper for WBCS Main Exam General Studies -I [ Practice Set - VIII  based on Indian History ]

1.  সলবাই –এর সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয় ?