MCQ for Miscellaneous Exam - Indian History Set - X

Submitted by administrator on Wed, 05/13/2015 - 19:39

Sample Question Paper for WBCS Main Exam General Studies - I [ Practice Set - X based on Indian History ]

1.  মুসলীম লীগ কত সালে পাকিস্থান দাবীর প্রস্তাব গ্রহণ করে ?

(ক) ১৯৪০ সালে       (খ) ১৯৪১ সালে        (গ) ১৯৩৮ সালে        (ঘ) ১৯৪২ সালে

 

2.  মাউন্টব্যাটেনের পরিকল্পনা কত সালে ঘোষিত হয় ?

(ক) ১৯৪৭ সালের মে মাসে      (খ) ১৯৪৭ সালের মার্চ মাসে      (গ) ১৯৪৮ সালের জানুয়ারী মাসে       (ঘ) ১৯৪৭ সালের জুন মাসে

 

3.  ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কবে পাশ হয়েছিল ?

(ক) ১৯৪৫ সালে       (খ) ১৯৪৬ সালে       (গ) ১৯৪৭ সালে       (ঘ) ১৯৪৮ সালে

 

4.  গণ পরিষদের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল কবে ?

(ক) ১৯শে ডিসেম্বর, ১৯৪৬        (খ) ৯ই ডিসেম্বর, ১৯৪৬       (গ) ৯ই ডিসেম্বর, ১৯৪৭      (ঘ) ৫ই ডিসেম্বর, ১৯৪৮

 

5.  সংবিধান রচনার দায়িত্ব প্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ?

(ক) রাজেন্দ্র প্রসাদ        (খ) বি. আর. আম্বেদকর        (গ) জওহরলাল নেহেরু        (ঘ) মহাত্মা গান্ধীজী

 

6.  সংবিধান সভার চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান ছিলেন যথাক্রমে-

(ক) বাবু রাজেন্দ্রপ্রসাদ, বি. আর. আম্বেদকর

(খ) বি. আর. আম্বেদকর, ড: হরেন্দ্রকুমার মুখার্জী

(গ) ড: রাজেন্দ্রপ্রসাদ, জওহরলাল নেহেরু

(ঘ) বাবু রাজেন্দ্রপ্রসাদ, ড: হরেন্দ্রকুমার মুখার্জী

 

7.  পাকিস্থানের করাচীতে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন ?

(ক) মহম্মদ আলী জিন্নাহ      (খ) হুমায়ুন কবীর        (গ) শাহনওয়াজ খান       (ঘ) মৌলানা মহম্মদ আলী

 

8.  সংবিধানের কততম সংশোধনী অনুসারে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরুপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয়েছিল ?

(ক) ১৯৭৮, ৪২তম সংশোধনী      (খ) ১৯৭৬, ৪২তম সংশোধনী       (গ) ১৯৭৪, ৪১তম সংশোধনী       (ঘ) ১৯৭৮, ৪৪তম সংশোধনী

 

9.  ভারতে সর্বপ্রথম জাতীয় পতাকা কবে উত্তোলিত হয়েছিল ?

(ক) ১৯০৫ সালে        (খ) ১৯০৭ সালে        (গ) ১৯০৮ সালে        (ঘ) ১৯০৬ সালে

 

10.  ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল ?

(ক) ১৯৪৮, ২৬শে জুন       (খ) ১৯৪৭, ৪ই আগস্ট       (গ) ১৯৪৭, ২২শে জুলাই       (ঘ) ১৯৪৭, ১২ই আগস্ট

 

11.  প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে তৈরী করেছিলেন ?

(ক) অ্যানি বেসান্ত        (খ) ভিকাজীরুস্তম কামা        (গ) মহাত্মা গান্ধী        (ঘ ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

12.  প্রকৃত জাতীয় পতাকার তিনটি রং কত সালে গৃহীত হয়েছিল ?

(ক) ১৯৩০ সালে       (খ) ১৯৩২ সালে       (গ) ১৯৩১ সালে        (ঘ) ১৯৪০ সালে

 

13.  ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?

(ক) 4 : 3       (খ) 3 : 2        (গ) 3 : 1       (ঘ) 5 : 4

 

14.  ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ?

(ক) লর্ড মাউন্টব্যাটেন        (খ) লর্ড ওয়াভেল        (গ) ক্লিমেন্ট অ্যাটলী        (ঘ) ড: রাজেন্দ্রপ্রসাদ

 

15.  স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ?

(ক) ড: রাজেন্দ্রপ্রসাদ       (খ) সর্বপল্লী রাধাকৃষ্ণন       (গ) শ্রী চক্রবর্তী রাজাগোপালাচারী       (ঘ) জওহরলাল নেহেরু

 

16.  ভারতের নতুন সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয় ?

(ক) ১৯৪৮, ২৬শে নভেম্বর       (খ) ১৯৪৯, ২৬শে নভেম্বর       (গ) ১৯৪৭, ২৬শে নভেম্বর        (ঘ) ১৯৫০, ২৬শে নভেম্বর

 

17.  ভারতে প্রথম মে দিবস কবে ও কোথায় পালিত হয় ?

(ক) ১৯২৮, বোম্বে -তে       (খ) ১৯২৬, বোম্বে -তে       (গ) ১৯২৭, বোম্বে -তে       (ঘ) ১৯৩০, বোম্বে -তে

 

18.  স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র কবে গঠিত হয় ?

(ক) ১৯৭৫ সালে        (খ) ১৯৭২ সালে        (গ) ১৯৬৯ সালে       (ঘ) ১৯৭১ সালে

 

19.  ভারতে অন্তবর্তীকালীন সরকার যা ২রা সেপ্টেম্বর, ১৯৪৬ ক্ষমতা গ্রহণ করেছিল তাঁর নেতৃত্বে ছিলেন ?

(ক) রাজেন্দ্র প্রসাদ        (খ) জওহরলাল নেহেরু        (গ) বল্লভভাই প্যাটেল        (ঘ) সী.রাজাগোপালাচারী

 

20.  গান্ধীজীর অনুপস্থিতিতে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে ?

(ক) জওহরলাল নেহেরু         (খ) অরুণা আসফ আলি        (গ) দাদাভাই নৌওরোজী         (ঘ) সরোজিনী নাইডু

 

21.  ৬৪ দিনের অনশনে যে বিপ্লবী মারা গিয়েছিলেন তাঁর নাম কী ?

(ক) বটুকেশ্বর দত্ত        (খ) যতীন দাস        (গ) রাজগুরু        (ঘ) সুখদেব

 

22.  ১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়েছিল কোন শহরে ?

(ক) লখনউ        (খ) লাহোরে        (গ) আলিগড়        (ঘ) ঢাকা

 

23.  ডান্ডি মার্চের সময় কোন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রঘুপতি রাঘব রাজারাম গানটি গেয়েছিলেন  ?

(ক) মল্লিকার্জুন মনসুর        (খ) ওঙ্কারনাথ ঠাকুর       (গ) দিগম্বর বিষ্ণু পালুস্কর        (ঘ) কৃষ্ণারাও শঙ্কর পন্ডিত

 

24.  হিন্দু মুসলিম ঐক্য প্রতিফলিত হয়েছিল কোন আন্দোলনে ?

(ক) খিলাফত আন্দোলনে       (খ) স্বদেশী আন্দোলনে       (গ) ভারত ছাড়ো আন্দোলনে       (ঘ) আইন অমান্য আন্দোলনে

 

25.  কোন ভারতীয় শাসক তাঁর প্রশাসনে পাশ্চাত্য পদ্ধতি প্রয়োগ করেছিলেন ?

(ক) টিপু সুলতান        (খ) হায়দর আলি         (গ) মালহার রাজ হোলকার         (ঘ) মুর্শিদ কুলি খাঁ

 

26.  ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?

(ক) প্রীতিলতা ওয়েদ্দেদার        (খ) মাদাম ভিকজি রুস্তম কামা         (গ) অ্যানি বেসান্ত        (ঘ) মাতঙ্গিনী হাজরা

 

27.  প্রাচীন মিশরের ইতিহাসে ‘ফ্যারাও’(Pharoah) কাকে বলত ?

(ক) মন্ত্রী       (খ) কোটাল        (গ) রাজা        (ঘ) পুরোহিত

 

28.  ‘চীনের দুঃখ’ কোন নদীকে বলা হয় ?

(ক) হোয়াং হো       (খ) আমাজন       (গ) ইয়াং সি কিয়াং       (ঘ) ইউফ্রেটিস

 

29.  হ্যানিবল কে ?

(ক) গ্রীক জেনারেল       (খ) ইজিপ্ট-এর জেনারেল        (গ) কার্থেজের জেনারেল        (ঘ) রোমান জেনারেল

 

30.  জুলিয়াস সীজারকে কে হত্যা করেছিলেন ?

(ক) ব্রুটাস        (খ) ক্যাসিয়াস        (গ) কনস্ট্যানটিন         (ঘ) ল্যাপিডাস

 

31.  ১৪৫৬ সালে যে প্রথম ছাপানো বই বের হয় তার নাম কী ?

(ক) পিটারসবার্গ বাইবেল       (খ) গুটেনবার্গ বাইবেল       (গ) ক্যাসেলব্রিজ বাইবেল       (ঘ) হিন্ডেনবুর্গ বাইবেল

 

32.  ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটির লেখক কে ?

(ক) এঙ্গেলস       (খ) সিন্ট সিমিন        (গ) কার্ল মার্কস       (ঘ) রবার্ট ওয়েন

 

33.  প্রথম বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সালে হয়েছিল ?

(ক) ১৯১৪-১৯১৬        (খ) ১৯১৪-১৯১৮        (গ) ১৯১৫-১৯১৯        (ঘ) ১৯১৪-১৯২০

 

34.  ইউ. এন. ও. কত সালে তৈরী হয় ?

(ক) ১৯৪৫, অক্টোবর         (খ) ১৯৪৫, জুন        (গ) ১৯৪৫, আগস্ট        (ঘ) ১৯৪৫, ফেব্রুয়ারী

 

35.  ১৮৩৭ সালে অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্বার কে করেন ?

(ক) উইলিয়াম জোনস       (খ) ম্যাক্সমুলার        (গ) জেমস প্রিন্সেপ        (ঘ) ভিনসেন্ট স্মিথ

 

36.  যন্ত্রপাতি তৈরীতে প্রথম কোন ধাতুর ব্যবহার হয় ?

(ক) টিন        (খ) তামা        (গ) লোহা        (ঘ) ব্রোঞ্জ

 

37.  মানুষ সর্বপ্রথম কোন দানাশস্য ফলন করে ?

(ক) ভুট্টা       (খ) গম        (গ) চাল        (ঘ) যব

 

38.  গ্রহণযোগ্য মতানুসারে সিন্ধু সভ্যতা মোটামুটি উন্নত হয়েছিল কোন সময়ে ?

(ক) ৬৫০০ বি.সি       (খ) ৪০০০ বি.সি.       (গ) ৫০০০ বি.সি.        (ঘ) ২৫০০ বি.সি.

 

39.  হরপ্পায় পাওয়া মৃৎপাত্রের গায়ে সাধারণভাবে কোন রং ব্যবহার করা হয়েছে ?

(ক) হলুদ       (খ) পারপল        (গ) নীলচে সবুজ        (ঘ) বাফ

 

40.  উন্নত গুণমানের বার্লি পাওয়া গেছে কোন প্রাচীন সভ্যতার স্থল থেকে ?

(ক) কালিবাংগান        (খ) বানওয়ালি         (গ) লোথাল       (ঘ) কোনোটাই নয়

 

41.  উপনিষদ কিসের ওপর লেখা ?

(ক) যোগ       (খ) আয়ুবের্দ       (গ) ধর্মীয় কর্ম        (ঘ) দর্শন

 

42.  বুদ্ধ তাঁর প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন  ?

(ক) গয়া        (খ) সাঁচী        (গ) সারনাথ         (ঘ) পাওয়াপুরী

 

43.  কৌটিল্য বা চাণক্য অন্য কোন নামে পরিচিত ছিলেন ?

(ক) বিষ্ণুশর্মা        (খ) বিষ্ণুগুপ্ত         (গ) বিষ্ণুভুজ        (ঘ) বিষ্ণুকর্ম

 

44.  ভারতবর্ষে প্রথম বৃহৎ সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?

(ক) সমুদ্রগুপ্ত        (খ) ধননন্দ        (গ) অশোক       (ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য

 

45.  শিলালিপিতে সম্রাট অশোক নিজেকে কোন নামে অভিহিত করেছেন ?

(ক) দেবনামপ্রিয় প্রিয়দর্শন        (খ) প্রিয়দর্শী       (গ) ধর্ম্মাশোক       (ঘ) দৈবপুত্র

 

46.  অশোকের সময়ে দক্ষিণ ভারতে কোন লিপি প্রবর্তিত হয় ?

(ক) গ্রীক        (খ) আরামিক        (গ) ব্রাহ্মী         (ঘ) খরোষ্ঠী

 

47.  চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

(ক) রাজা রাজা        (খ) বিজয়েন্দ্র       (গ) বিজয়ালয়       (ঘ) রাজেন্দ্র

 

48.  চোল রাজত্বে নিম্নের কোনটি ছিল ?

(ক) নিপুন নৌবাহিনী         (খ) সুনিপুন গুপ্তচর বাহিনী        (গ) নিপুণ অশ্বারোহী বাহিনী       (ঘ) গোলন্দাজ বাহিনী

 

49.  ভারতবর্ষে মুসলমান রাজত্বের প্রতিষ্ঠাতা কারা  ?

(ক) পারসিক        (খ) আফগান         (গ) আরব        (ঘ) তুর্কী

 

50.  গজনীর মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?

(ক) ২০ বার        (খ) ১৭ বার        (গ) ১২ বার        (ঘ) 5 বার

 

51.  দিল্লীর প্রথম মুসলমান শাসনকর্তা কে ?

(ক) ইয়ালডুজ        (খ) কুবাচা         (গ) কুতুবুদ্দিন আইবক        (ঘ) ইলতুতমিস

 

52.  কাশ্মীরের কোন শাসক ‘কাশ্মীরের আকবর’ নাম পরিচিত  ?

(ক) সিকান্দর শা        (খ) সামসুদ্দিন শা        (গ) হায়দার শা       (ঘ) জয়নাল আবেদিন

 

53.  গুরু গোবিন্দ সিং কত সালে খালসা প্রতিষ্ঠা করেন ?

(ক) ১৬২০ সালে         (খ) ১৬০১ সালে        (গ) ১৬৬৯ সালে        (ঘ) ১৬০৮ সালে

 

54.  আকবর কত বছর বয়সে সিংহাসনে আহোরণ করেন ?

(ক) ১১ বছর বয়সে        (খ) ১২ বছর বয়সে       (গ) ১৭ বছর বয়সে        (ঘ) ১৪ বছর বয়সে

 

55.  আইন-ই-আকবরী ও আকবর নামার লেখক কে ?

(ক) আবুল ফজল        (খ) ফৈজী        (গ) শেখ মুবারক         (ঘ) বীরবল

 

56.  ‘মারাঠা মেকিয়াভেলি’ কাকে বলা হত ?

(ক) রঘুজী ভোঁসলে        (খ) নানা ফড়নবীশ         (গ) বালাজী বিশ্বনাথ         (ঘ) বালাজী বাজী রাও

 

57.  নাদির শা কবে উত্তর ভারত আক্রমণ করেন ?

(ক) ১৭৪০ খ্রিষ্টাব্দে       (খ) ১৭৩২ খ্রিষ্টাব্দে        (গ) ১৭৩৯ খ্রিষ্টাব্দে        (ঘ) ১৭৩০ খ্রিষ্টাব্দে

 

58.  হায়দার আলি কত সালে মহিশূরের কর্তৃত্ব গ্রহণ করেন ?

(ক) ১৭৬০ সালে        (খ) ১৭৬১ সালে        (গ) ১৭৫৫ সালে        (ঘ) ১৭৬৯ সালে

 

59.  ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ?

(ক) হেস্টিংস         (খ) ক্লাইভ        (গ) কর্নওয়ালিশ          (ঘ) ওয়েলেসলি

 

60.  ভারতে শেষ স্বাধীন প্রদেশ কোনটি যা পরে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তভুক্ত হয় ?

(ক) আসাম        (খ) সিন্ধু        (গ) কাশ্মীর        (ঘ) পাঞ্জাব

 

61.  ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ও জমিদারদের মধ্যে কত বছরের জন্য ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ হয় ?

(ক) ২০ বছর        (খ) ১০ বছর        (গ) 5 বছর        (ঘ) ১৫ বছর

 

62.  ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রথম কে প্রবর্তন করেন ?

(ক) জন শোর        (খ) রীড        (গ) লর্ড কর্ণওয়ালিশ        (ঘ) টমাস মুনরো

 

63.  ভারতবর্ষে পুলিশের সৃষ্টি করেন কে ?

(ক) লর্ড ওয়েলেসলি        (খ) লর্ড কর্নওয়ালিশ         (গ) লর্ড রিপন        (ঘ) লর্ড ক্যানিং

 

64.  গ্রান্ড ট্রাঙ্ক রোড তৈরী শুরু হয়েছিল ১৮৩৯ সালে,  শেষ হয় কত সালে ?

(ক) ১৮৬৯ সালে        (খ) ১৮৩২ সালে         (গ) ১৮৫০ সালে       (ঘ) ১৮৪৯ সালে

 

65.  ভারতের ডাকটিকিট কে প্রবর্তন করেন ?

(ক) লর্ড ক্যানিং       (খ) লর্ড মিন্টো        (গ) লর্ড রিপন        (ঘ) লর্ড ডালহৌসি

 

66.  ‘সন্ন্যাসী বিদ্রোহ’ কত সালে শুরু হয় ?

(ক) ১৭৬৮ সালে        (খ) ১৭৬৫ সালে       (গ) ১৭৬৩ সালে        (ঘ) ১৭৬৬ সালে

 

67.  ১৮৫৭-র বিদ্রোহ কোথায় শুরু হয় ?

(ক) মীরাট       (খ) কোলকাতা        (গ) এলাহাবাদ        (ঘ) পলাশী

 

68.  কোন ইংরেজ জেনারেল তাঁতিয়া টোপী ও ঝাঁসীর রানীকে পরাজিত করেন ?

(ক) রাসেল         (খ) রোজ        (গ) হ্যাভলক         (ঘ) ক্যাম্পবেল

 

69.  ভারতের প্রথম ভাইসরয় কে ?

(ক) লর্ড লিটন         (খ) লর্ড ডালহৌসি         (গ) লর্ড ক্যানিং         (ঘ) লর্ড কার্জন

 

70.  ‘আর্য সমাজ আন্দোলন’ কে শুরু করেন ?

(ক) কেশবচন্দ্র সেন         (খ) রাজা রামমোহন রায়         (গ) রবীন্দ্রনাথ ঠাকুর         (ঘ) স্বামী দয়ানন্দ সরস্বতী

 

71.  ‘আদি ব্রাহ্ম সমাজ’ কে স্থাপন করেন ?

(ক) রাজা রামমোহন রায়        (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর         (গ) এম জি রানাডে         (ঘ) কেশবচন্দ্র সেন

 

72.  ‘ভারতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন’ কে স্থাপন করেন ?

(ক) জোশী        (খ) এম এন রায়         (গ) লাজপত রায়         (ঘ) ভি ভি গিরি

 

73.  হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

(ক) ডানকান        (খ) ডেভিড হেয়ার         (গ) ডাফ        (ঘ) হিকি

 

74.  হিন্দু বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয় ?

(ক) ১৮৬৫ সালে        (খ) ১৮৫৬ সালে       (গ) ১৮৫২ সালে        (ঘ) ১৮৬০ সালে

 

75.  ১৭৮৩ –তে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন ?

(ক) এ. ডাফ        (খ) এইচ ভি ডিরোজিও          (গ) ডব্লিউ জোনস        (ঘ) হেয়ার   

 

76.  'অকালী আন্দোলন' কত সালে শুরু হয় ?

 (ক) ১৯৩১ সালে         (খ) ১৯২২ সালে        (গ) ১৯০১ সালে        (ঘ) ১৯২১ সালে

 

77.  “ইনকিলাব জিন্দাবাদ” কে বলেছিলেন ?

(ক) ইকবাল        (খ) ভগৎ সিং        (গ) সুভাষ চন্দ্র বোস         (ঘ) হেমচন্দ্র দাস   

 

78.  “ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস’’ -এর প্রথম প্রেসিডেন্ট কে ? 

(ক) সুরেদ্রনাথ ব্যানাজী        (খ) আনন্দ চারলু       (গ) সুব্রহ্মণ্য আয়ার        (ঘ) ডব্লিউ সি ব্যানাজী

                                                                                                                    

79.  “বঙ্গভঙ্গ” কোন্ সালে হয় ?

(ক) ১৯০৫ সালে       (খ) ১৯০০ সালে        (গ) ১৮৯৯ সালে        (ঘ) ১৯০১ সালে

 

80.  “অল ইন্ডিয়া মুসলিম লীগ’’ কত সালে স্থাপিত হয় ?

(ক) ১৯০৭ সালে        (খ) ১৯০২ সালে        (গ) ১৯০০ সালে       (ঘ) ১৯০৬ সালে  

 

81.  ১৯২১ সালে সারা ভারত খিলাফৎ কনফারেন্স  কোথায় হয় ?

(ক) নাগপুর        (খ) মুম্বাই        (গ) করাচী        (ঘ) পুনে   

 

82.   দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি কত সালে ভারতে আসেন ?

(ক) ১৯১৫ সালে       (খ) ১৯০৯ সালে        (গ) ১৯০২ সালে        (ঘ) ১৯০৪ সালে 

 

83.  জালিয়ানওয়ালাবাগ হত্যা কাণ্ড কত সালে সংঘটিত হয় ?

(ক) ১৯২০ সালে      (খ) ১৯১৮ সালে       (গ) ১৯১৭ সালে       (ঘ) ১৯১৯ সালে

 

84.  “সীমান্ত গান্ধীর’’ আসল নাম কি ?

(ক) ভগৎ সিং         (খ) আবুল কালাম আজাদ         (গ) খান আব্দুল গফ্ফুর খান        (ঘ) সুরাবর্দী 

 

85.  গান্ধিজী কত সালে অসহযোগ আন্দোলন শুরু করেন ?

(ক) ১৯২০ সালে         (খ) ১৯২৬ সালে        (গ) ১৯১৬ সালে        (ঘ) ১৯২৩ সালে

 

86.   নেতাজী কত সালে প্রথম কংগ্রেস প্রেসিডেন্ট হন ?

(ক) ১৯৪১ সালে         (খ) ১৯৩৮ সালে        (গ) ১৯৪০ সালে        (ঘ) ১৯৩৯ সালে         

 

87.  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কত সালে স্থাপিত হয় ?   

(ক) ১৯২৫ সালে        (খ) ১৯৩০ সালে         (গ) ১৯২০ সালে        (ঘ) ১৯৩৬ সালে

 

88.   চার্চিল কত সাল ক্রিপস মিশন নিযুক্ত করেন ?  

(ক) ১৯৪৩ সালে        (খ) ১৯৪২ সালে         (গ) ১৯৪৫ সালে         (ঘ) ১৯৪১ সালে 

 

89.   সিমলা কনফারেন্স কত সালে হয় ?

(ক) ১৯৪৫ সালে        (খ) ১৯৪৬ সালে        (গ) ১৯৪০ সালে       (ঘ) ১৯৪১ সালে 

 

90.  রাউলাট আইন কত সালে পাশ হয়  ?

(ক) ১৯২০ সালে         (খ) ১৯১৯ সালে         (গ) ১৯১৫ সালে       (ঘ) ১৯২১ সালে 

 

91. ইন্ডিয়ান পেনাল কোড তৈরী করতে ল কমিশনের প্রধান কে ছিলন ? 

(ক) ম্যাকুলে        (খ) বেন্টিক       (গ) ক্যানিং        (ঘ) ওয়েলেসলি  

 

92.  আমেদাবা্দে সবরমতী আশ্রম কত সালে তৈ্রী হয় ? 

(ক) ১৯১৭ সালে        (খ) ১৯৩৬ সালে        (গ) ১৯১৪ সালে        (ঘ) ১৯২১ সালে  

 

93.  কত সালে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্র দাবী করে ?    

(ক) ১৯৩৬ সালে         (খ) ১৯৪০ সালে        (গ) ১৯৪৩ সালে        (ঘ) ১৯৪১ সালে 

 

94. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ?  

(ক) ২৬শে নভেম্বর, ১৯৪৯       (খ) ২৬শে অক্টোবর, ১৯৪৯       (গ) ২৬শে জানুয়ারী, ১৯৪৭       (ঘ) ২৬শে জানুয়ারী, ১৯৪৫

 

95.  মূল সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে ? 

(ক) ৩৬০টি         (খ) ৩৯৫টি         (গ) ৩১২টি         (ঘ) ৪৪০টি   

 

96.  পার্লামেন্ট ও সংবিধান কিসের দলিল ? 

(ক) রাজনৈতিক ন্যায়         (খ) অর্থনৈতিক ন্যায়         (গ) সামাজিক ন্যায়        (ঘ) আইনি ন্যায়

 

97.  ভারতীয় সংবিধানের দ্বারা তার নাগরিকরা কি পেতে পারে ?  

(ক) দ্বৈত নাগরিকত্ব        (খ) একক নাগরিকত্ব       (গ) কোন রাজ্যে একক, কোথাও দ্বৈত       (ঘ) তিনটির একটিও নয়   

 

98.  নাগরিকের অধিকার কে আইন দ্বারা নিয়ন্ত্রিত করেন ?

(ক) রাষ্ট্রপতি         (খ) সুপ্রিম কোর্ট         (গ) লোকসভা        (ঘ) ক্যাবিনেট   

 

99.  মৌলিক অধিকার কোন্ সংবিধান থেকে নেওয়া হয়েছে ? 

(ক) আমেরিকা       (খ) রাশিয়া        (গ) জার্মান        (ঘ) ব্রিটিশ  

 

100.  কোন্ আর্টিকেল–এর দ্বারা কম্পোজিশন অব পঞ্চায়েত দেওয়া হয়েছে  ?  

(ক) ২৪৩ এ         (খ) ২৪৩ সি       (গ) ২৪৩ বি       (ঘ) ২৪৩ কে   

***

Related Items

WBCS Main Examination Paper - IV (General Studies-II) - 2019

1. Which state government's Medical & Health Depart­ment has received the WHO's 'World No Tobacco Day Award, 2019' ? (A) Rajasthan (B) Gujarat (C) Chattisgarh (D) West Bengal

MCQ for Misc Exam - Geography of India with special reference to West Bengal Set - I

Sample Questions Paper - III for WBCS Main Exam [ Practice Set - XII based on Geography of India with special reference to West Bengal ]

1.  কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?    

MCQ for Miscellaneous Exam - Indian History Set - XI

Sample Questions Paper-III for WBCS Main Exam [ Practice Set - XI based on Indian History ]

1.  রাজ্য কোন্ জিনিসের ওপর সেলস ট্যাক্স বসাতে পারে না ?

(ক) সংবাদপত্র        (খ) তামাক        (গ) চিনি        (ঘ) সবকটি

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - IX

Sample Question Paper for WBCS Main Exam General Studies - I [ Practice Set - IX based on Indian History ]

1.  অ্যালান অক্টাভিয়ান হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন  ?

(ক) ১৮৮৬ সালে        (খ) ১৮৮৫ সালে        (গ) ১৮৮৪ সালে        (ঘ) ১৮৮৮ সালে

MCQ for Miscellaneous Exam - Indian History Set - VIII

Sample Question Paper for WBCS Main Exam General Studies -I [ Practice Set - VIII  based on Indian History ]

1.  সলবাই –এর সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয় ?