MCQ for Miscellaneous Exam - Indian History Set - VII

Submitted by administrator on Sat, 05/09/2015 - 09:34

Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - VII based on Indian History ]

1. মুঘল আমলে অথর্ব বেদের অনুবাদ করেন কে ?

(ক) ঘিজলী       (খ) ফৈজী       (গ) হাজি ইব্রাহিম       (ঘ)বদাউনী

 

2. আকবর কাকে ‘কবিপ্রিয়’ উপাধি দিয়েছিলেন ?  

(ক) সুরদাস       (খ) ফিজী        (গ) মুকাম্মল        (ঘ) বীরবল

 

3. ‘দাসবোধ’ গ্রন্থটির রচয়িতা কে ?

(ক) নামদেব        (খ) তুকারাম         (গ) রামদাস        (ঘ) কবীর

 

4. বৈষ্ণব সাধক একনাথ, তুকারাম ও রামদাস কোন অঞ্চলের ধর্মগুরু ছিলেন ?

(ক) রাজস্থান       (খ) মহারাষ্ট্র       (গ) গুজরাট        (ঘ) তামিলনাড়ু

 

5. দাদু কে ছিলেন ?

(ক) সুফীসাধক       (খ) রামদাসের শিষ্য       (গ) ভক্তিবাদী মতবাদের প্রচারক       (ঘ) বৈষ্ণব সন্ন্যাসী

 

6. হরিদাস চৈতন্যদেবের কে ছিলেন ?

(ক) গুরু        (খ) মুসলিম শিষ্য        (গ) কনিষ্ঠ ভ্রাতা        (ঘ) কেউ নয়

 

7. শিবাজীর প্রধান মন্ত্রীর নাম কী ছিল ?

(ক) অষ্টপ্রধান        (খ) পেশবা         (গ) শিলাদার        (ঘ) বার্গী

 

8. বার্গী(নিয়মিত), শিলাদার(অনিয়মিত) -এ দুটি ভাগ শিবাজী কোন ক্ষেত্রে চালু করেন ?

(ক) অশ্বারোহী সেনার ক্ষেত্রে       (খ) পদাতিক সৈন্যের ক্ষেত্রে      (গ) রাজস্বের ক্ষেত্রে      (ঘ) দপ্তর বন্টনের ক্ষেত্রে

 

9. পেশবাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(ক) নানা ফড়নবীশ        (খ) রঘুনাথ রাও        (গ) বালাজী বিশ্বনাথ         ঘ) বালাজী বাজীরাও

 

10. মারাঠাজাতির ‘ম্যাগনা কার্টা’ নামে অভিহিত সৈয়দ ভ্রাতা হুসেন আলির সঙ্গে বালাজী বিশ্বনাথের সন্ধি কবে সাক্ষরিত হয় ?

(ক) ১৭৯২ খ্রিষ্টাব্দে      (খ) ১৭১৪ খ্রিষ্টাব্দে       (গ) ১৭১৫ খ্রিষ্টাব্দে      (ঘ) ১৭১৬ খ্রিষ্টাব্দে

 

11. গাইকোয়ার, ভোঁসলে, সিন্ধিয়া ও হোলকার কার অধীনে সেনাপতি ছিলেন ?

(ক) শিবাজী       (খ) শাহজী       (গ) শম্ভুজীক্ট       (ঘ) পেশবাদের অধীন

 

12. ‘জামি মসজিদ’, ‘দেওয়ানী আম’ ও ‘দেওয়ানী খাস’-এর নির্মাতা কে ?

(ক) শাহজাহান       (খ) জাহাঙ্গীর        (গ) ঔরঙ্গজেব        (ঘ) আকবর      

 

13. নাদির শাহ ময়ুর সিংহাসন কবে লুন্ঠন করেছিলেন ?

(ক) ১৭৪০       (খ)১৭৩৯         (গ) ১৭৩৩       (ঘ) ১৭৩৮

 

14. ‘বাদশাহ-নামা’ গ্রন্থটি  কে রচনা করেন ?

(ক) শাহজাহান       (খ) আমীর খসরু        (গ) আব্দুল হামিদ লাহোরী      (ঘ) ফৈজী

 

15. ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে সামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন ?

(ক) সুজা       (খ) শাহজাহান       (গ) যুঝর সিং      (ঘ) দারা

 

16. খাজোয়ার যুদ্ধ সুজা ও ঔরঙ্গজেবের মধ্যে কবে হয়েছিল ?

(ক) ১৬৫৯      (খ) ১৬৫৮       (গ) ১৬৫৫        (ঘ) ১৬৪০

 

17. দেওরাইয়ের যুধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?

(ক) ঔরঙ্গজেব ও সুজার        (খ) ঔরঙ্গজেব ও দারাশিকোর        (গ) ঔরঙ্গজেব ও মুরাদের       (ঘ) দারাশিকো ও মুরাদের

 

18. ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কত সালে স্থাপিত হয় ?

(ক) ১৬৭০       (খ) ১৬৫০       (গ) ১৬০০       (ঘ) ১৭০০

 

19. ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয় ?

(ক) ১৬৯০       (খ) ১৬৯৫        (গ) ১৭০০        (ঘ) ১৭০৪

 

20. ঔরঙ্গজেবের সাম্রাজ্য কয়টি সুবায় বিভক্ত ছিল ?

(ক) ২৫ টি       (খ) ৩০ টি       (গ) ৩৫ টি        (ঘ) ২১ টি

 

21. কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ডাচ্ বণিক ফ্রান্সিসকো পেলসার্ট ভারতে আসেন ?  

(ক) জাহাঙ্গীর        (খ) ঔরঙ্গজেব        (গ) শাহজাহান        (ঘ) আকবর

 

22. কোন মুঘল সম্রাটের রাজত্ব কালে ইতালীয় পর্যটক মানুচি ভারতে আসেন ?

(ক) জাহাঙ্গীর       (খ) ঔরঙ্গজেব       (গ) শাহজাহান        (ঘ) আকবর

 

23. দিল্লীর লাল কেল্লা কার আমলে নির্মিত হয় ?

(ক) শাহজাহান      (খ) ঔরঙ্গজেব        (গ) আকবর       (ঘ) জাহাঙ্গীর

 

24. মুঘল আমলে নির্মিত ‘নিশাত বাগ’ কোথায় অবস্থিত ?

(ক) দিল্লী       (খ) লাহোর       (গ) আজমীর        (ঘ) কাশ্মীর

 

25. “কাশ্মীরের আকবর” কাকে বলা হয় ? 

(ক) জয়নাল আবেদিন        (খ) বাদশাহ খান        (গ) খান আব্দুল গফ্ফর খাঁ        (ঘ) ফারুক আবদুল্লা

 

26. সুলতান ইব্রাহিম আদিল শাহ কী নামে ভূষিত হয়েছিলেন ?

(ক) সীমান্ত গান্ধী        (খ) জগৎ গুরু        (গ) জগতের আলো       (ঘ) এগুলির কোনোটিই নয়

 

27. “মদন পারিজাত” নামে মনুস্মৃতির নতুন ব্যাখ্যা কে দিয়েছিলেন ?

(ক) হুসেন শাহ্       (খ) মাধব বিদ্যাচরণ       (গ) মাধব বিশ্বেশ্বর       (ঘ) পরাগল খাঁ

 

28. ‘আটালা মসজিদ’ কোথায় অবস্থিত ?

(ক) পাকিস্তানে        (খ) চট্টগ্রামে        (গ) বাংলায়         (ঘ) জৌনপুরে

 

29. বাংলার ‘বড় সোনা মসজিদ’ এবং ‘আদিনা মসজিদ’ কোন স্থাপত্য রীতির নিদর্শন ?  

(ক) ইন্দো-ইসলামীয়       (খ) ইন্দো–পারসিক      (গ) ইন্দো–গ্রীক       (ঘ) ইন্দো-ইউরোপীয়

 

30.  মেবারের রানা কুম্ভের বিজয় তোরণ এবং বিজয় নগরের বিঠল স্বামী মন্দির কোন্ স্থাপত্য রীতির নিদর্শন ?

(ক) ইসলামিক       (খ) হিন্দু       (গ) পারসিক        (ঘ) জৈন

 

31. চৈতন্যদেবের মায়ের নাম কী ?

(ক) লক্ষ্মী       (খ) শচী       (গ) বিষ্ণুপ্রিয়া        (ঘ) উমা

 

32. নিমাই পণ্ডিত কার নিকট দীক্ষা লাভ করেন ?

(ক) তোতাপুরী        (খ) নামদেব        (গ) শ্রীঈশ্বরপুরী        (ঘ) অদ্বৈত আচার্য

 

33. চৈতন্যদেব কোথায় দীক্ষা লাভ করেন  ?

(ক) গয়ায়       (খ) শান্তিপুর        (গ) কৃষ্ণনগর         (ঘ) নবদ্বীপ

 

34. চৈতন্যদেব কত খ্রীষ্টাব্দে এবং কোথায় দেহত্যাগ করেন ?

(ক) ১৫৩৩ খ্রীঃ বালেশ্বরে        (খ) ১৫৩৩ খ্রীঃ নবদ্বীপে        (গ) ১৫৩৩ খ্রীষ্টাব্দে পুরী বা নীলাচলে        (ঘ) ১৫৩৩ খ্রীষ্টাব্দে কন্যাকুমারীতে

 

35.  শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ?

(ক) তেগবাহাদুর        (খ) রঞ্জিৎ সিং        (গ) গুরু অর্জুন        (ঘ) গুরু নানক

 

36.  লাহোরের নিকট তালবন্দী গ্রামে কোন মহাপুরুষের জন্ম হয় ?

(ক) গুরুনানক        (খ) রামানন্দ        (গ) রামানুজ        (ঘ) নামদেব

 

37.  ভক্তি আন্দোলনের নেতা নামদেব কোন অঞ্চলের  ?

(ক) মধ্যপ্রদেশ        (খ) মহারাষ্ট        (গ) তামিলনাড়ু        (ঘ) রাজস্থান

 

38.  গুরু নানকের বাণী সম্বলিত পুস্তকের নাম কী ?

(ক) জেদ-আবেস্তা       (খ) ত্রিপিটক        (গ) গ্রন্থসাহেব        (ঘ) দ্বাদশ-অঙ্গ

 

39.  মুঘল যুগে শহরের প্রধান কথ্য ভাষা কী ছিল ?

(ক) হিন্দী       (খ) মৈথিলী        (গ) পার্সী        (ঘ) ফার্সী বা উর্দু

 

40.  মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কী ছিল ?

(ক) দাম        (খ) নিষ্ক        (গ) টাকা        (ঘ) মনা

 

41. “তুঘলক নামা”ও “মাজাইন–ওল-ফুতুহা” কে রচনা করেন  ?  

(ক) মিনহাজউদ্দিন        (খ) জিয়াউদ্দিন বরণী       (গ) আমীর খসরু       (ঘ) হাসান নিজামী

 

42.  ‘মীরার ভজন’ কোন ভাষায় রচিত হয়েছিল ?

(ক) হিন্দী       (খ) মৈথিলী        (গ) মারাঠী        (ঘ) ব্রজ বা ব্রজবুলি

 

43.  রামানন্দ ও কবীরের দোঁহা –র ভাষা কী ?

(ক) রাজস্থানী       (খ) উর্দু       (গ) তামিল       (ঘ) হিন্দী

 

44.  “বিদ্যাপতির পদাবলী” কোন ভাষায় রচিত ?

(ক) মৈথিলী       (খ) হিন্দী       (গ) বাংলা       (ঘ) সংস্কৃত

 

45.  ‘চৈতন্য চরিতামৃত’ কে রচনা করেন  ?

(ক) লোচন দাস        (খ) কৃষ্ণদাস কবিরাজ       (গ) বৃন্দাবন দাস       (ঘ) বিজয়কৃষ্ণ

 

46.  নিজামুদ্দিন আউলিয়া ও মৈনুদ্দিন চিশতি কোন্ সম্প্রদায়ের সাধু ছিলেন ?   

(ক) চিস্তিয়া        (খ) সুন্নী         (গ) সুরাবর্দী         (ঘ) সিয়া

 

47.  চিস্তিয়া,  সুরাবর্দী,  সাঁরদয়ারী,  নক্সাবন্দী প্রভৃতি সম্প্রদায়গুলি কোন্ ধর্মমতের  ?   

(ক) সুন্নী        (খ) সুফী         (গ) ভক্তিবাদ         (ঘ) সিয়া

 

48.  ভক্তিবাদের সাধক কবীরের গুরু কে ছিলেন ?

(ক) রামানুজ        (খ) কম্বন        (গ) রামানন্দ         (ঘ) শঙ্করাচার্য

 

49.  শ্রীচৈতন্যদেব কত খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন ?

(ক) ১৪৮৪ খ্রীষ্টাব্দে       (খ) ১৪৯০ খ্রীষ্টাব্দে       (গ) ১৪৮৭ খ্রীষ্টাব্দে       (ঘ) ১৪৮৬ খ্রীষ্টাব্দে

 

50.  চৈতন্যদেবের বাবর নাম কী  ?

(ক) জগন্নাথ মিশ্র       (খ) রামানুজ       (গ) অদ্বৈত আচার্য       (ঘ) শ্রীঈশ্বরপুরী

 

51.  কাবুলের জামি মসজিদ কে নির্মাণ করেন ?

(ক) হুমায়ুন        (খ) বাবর       (গ) জাহাঙ্গীর        (ঘ) শাহজাহান

 

52.  ফতেহাবাদের মসজিদ কে নির্মাণ করান ?

(ক) বাবর        (খ) আকবর       (গ) হুমায়ুন        (ঘ) জাহাঙ্গীর

 

53.  মুঘল স্থাপত্যরীতিতে কোন রীতির বিশেষ প্রভাব পড়েছিল ?

(ক) ইন্দো-তুর্কী        (খ) ফার্সী         (গ) ইন্দো-ইসলামীয়         (ঘ) পারসিক

 

54.  যোধাবাঈ মহল কে নির্মাণ করান ?

(ক) বাবর        (খ) শাহজাহান         (গ) হুমায়ুন        (ঘ) আকবর

 

55.  মমতাজের স্মরণে নির্মিত হয়েছিল -

(ক) তাজমহল        (খ) শিশমহল        (গ) মোতি মসজিদ         (ঘ) জামি মসজিদ

 

56.  তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন ?

(ক) ওস্তাদ ঈশা       (খ) বেবাদল খাঁ        (গ) ফারুক বেগ        (ঘ) ঈশা খাঁ

 

57.  ময়ুর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন ?

(ক) বলদেব দাস       (খ) ফারুক বেগ        (গ) বেবাদল খাঁ       (ঘ) আবুল হাসান

 

58. জাফরনামা, নল দময়ন্তী, কালীয়্দমন -এই চিত্রগুলি কোন মুঘল সম্রাটের আমলের ?

(ক) শাহজাহান        (খ) আকবর        (গ) জাহাঙ্গীর        (ঘ) হুমায়ুন

 

59.  প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্যাবলীর চিত্র কার চিত্রশৈলীর বৈশিষ্ট ছিল ?

(ক) আব্দুল সামাদ       (খ) শাহজাহান        (গ) জাহাঙ্গীর       (ঘ) বলদেব দাস

 

60.  ‘আগ্রার অন্ধপক্ষী’ বলে কে অভিহিত হয়েছিলেন ?

(ক) সুরদাস       (খ) বৈজুবাওরা        (গ) রাজবাহাদুর       (ঘ) তানসেন

 

61.  রাজবাহাদুর কে ?

(ক) কবি       (খ) স্থপতি        (গ) সঙ্গীতজ্ঞ       (ঘ) চিত্রশিল্পী

 

62.  আকবরের সভার শ্রেষ্ঠকবি কে ছিলেন ?

(ক) ফেরিস্তা       (খ) ঘিজলী       (গ) রাজবাহাদুর        (ঘ) সুরদাস

 

63.  বদাউনী কার আদেশে ব্যাসদেব রচিত মহাভারতের কিছু অংশ ফার্সীতে অনুবাদ করেন ?

(ক) ঔরঙ্গজেব       (খ) আকবর        (গ) শাহজাহান        (ঘ) জাহাঙ্গীর

 

64.  বালাজী বিশ্বনাথের মৃত্যুর পর পেশবার পদ লাভ করেন কে ?

(ক) প্রথম বাজীরাও      (খ) রঘুনাথ রাও      (গ) নারায়ণ রাও        (ঘ) নানা ফড়নবীশ

 

65.  মুঘল আমলে নির্মিত ‘শালিমার বাগ’ কোথায় অবস্থিত ?

(ক) দিল্লী       (খ) কাশ্মীর       (গ) লাহোর       (ঘ) কানপুর

 

66.  মুঘল আমলে নির্মিত ‘রাণী বাগ’ কোথায় অবস্থিত ?

(ক) সেকেন্দ্রাবাদ       (খ) আগ্রা       (গ) এলাহাবাদ       (ঘ) দিল্লী

 

67.  ‘প্রাচ্যের র‍্যাফেল’ কাকে বলা হয় ?

(ক) মীর সৈয়দ আলি       (খ) খাজা আব্দুল সামাদ      (গ) জাহাঙ্গীর       (ঘ) কাউকে নয়

 

68.  ‘এলাহী সম্বত’ কে প্রচলন করেন ?

(ক) শাহজাহান       (খ) আকবর       (গ) ঔরঙ্গজেব       (ঘ) হুমায়ুন

 

69.  ‘আরবী সম্বত’ কে প্রচলন করেন ?

(ক) শাহজাহান       (খ) হুমায়ুন       (গ) ঔরঙ্গজেব       (ঘ) আকবর

 

70.  ‘ফুতুহা–ই–আলমগীরি’ নামে ইসলামীয় শাস্ত্র কে সঙ্কলন করেন ?

(ক) হুমায়ুন      (খ) শাহজাহান       (গ) আকবর        (ঘ) ঔরঙ্গজেব

 

71.  মুসলিম ফকির আহমদ শিরহিন্দির প্রভাবে কোন মুঘল সম্রাট সুন্নী ধর্মমতের দিকে বেশি প্রভাবিত হয়ে পড়েন ?  

(ক) জাহাঙ্গীর       (খ) শাহজাহান       (গ) ঔরঙ্গজেব       (ঘ) বাহাদুর শাহ্

 

72.  নাদির শাহ্ কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ভারত আক্রমন করেন ?

(ক) দ্বিতীয় শাহ্ আলম        (খ) মহম্মদ শাহ্        (গ) বাহাদুর শাহ্       (ঘ) আহম্মদ শাহ্

 

73.  ১৮৫৭ খ্রীষ্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কোন মুঘল সম্রাটকে স্বাধীন ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিল ?  

(ক) প্রথম বাহাদুর শাহ্        (খ) দ্বিতীয় শাহ্ আলম        (গ) দ্বিতীয় বাহাদুর শাহ্        (ঘ) জাহান্দার শাহ্

 

74.  সর্ব শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?

(ক) ঔরঙ্গজেব        (খ) প্রথম বাহাদুর শাহ্       (গ) মহম্মদ শাহ্       (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ্

 

75.  কে “বাংলার আকবর” নামে পরিচিত  ?  

(ক) হুসেন শাহ্        (খ) ছুটি খাঁ        (গ) পরাগল খাঁ       (ঘ) ইলিয়াস শাহ্

 

76.  “কৃষ্ণের অবতার” এবং “জগত ভূষণ” উপাধি কে ধারণ করেছিলেন ?   

(ক) নসরৎ শাহ্       (খ) ইলিয়াস শাহ্       (গ) হুসেন শাহ্        (ঘ) এদের কেউ নয়

 

77. “হিন্দু–পাদ–পাদশাহীর” আর্দশ কে ঘোষণা করেন ?  

(ক) শিবাজী        (খ) শম্ভুজী       (গ) বালাজী বিশ্বনাথ      (ঘ) প্রথম বাজীরাও

 

78. প্রথম বাজীরাও ও দাক্ষিণাত্যের নিজামের মধ্যে দুরহা-সরাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

(ক) ১৭৩৮ খ্রিষ্টাব্দে      (খ) ১৭৩২ খ্রিষ্টাব্দে      (গ) ১৭৩৭ খ্রিষ্টাব্দে       (ঘ) ১৭৩৯ খ্রিষ্টাব্দে

 

79.  ১৭৬০ খ্রিষ্টাব্দে উদগীরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

(ক) নিজাম ও ভোঁসলে       (খ) নিজাম ও সিন্ধিয়া        (গ) নিজাম ও বালাজী বাজীরাও       (ঘ) নিজাম ও বালাজী বিশ্বনাথের মধ্যে

 

80. মারাঠাদের অত্যাচারের কাহিনী সম্পর্কে বাংলার কোন কবি কাব্য রচনা করেন ?   

(ক) জয়দেব       (খ)ঘনরাম        (গ) গোবিন্দ দাস         (ঘ) বিজয় গুপ্ত

 

81.  আহম্মদ শাহ আবদালী ও বালাজী বাজীরাও –এর মধ্যে (অথবা মারাঠা ও আফগানদের মধ্যে) সংঘটিত তৃতীয় পাণিপথের যুদ্ধ কবে হয়েছিল ?  

(ক) ১৭৬০, ১৪ই জানুয়ারি       (খ) ১৭৬১, ১৫ই জানুয়ারি        (গ) ১৭৬১, ১৮ই ফ্রেব্রুয়ারী       (ঘ) ১৭৬১, ১৪ই জানুয়ারি

 

82. নানা ফড়নবীশ কে ছিলেন ?

(ক) শিবাজীর অভিভাবক       (খ) শম্ভুজীর কর্মচারী        (গ) ঔরঙ্গজেবের অধীনস্থ কর্মচারী       (ঘ) মারাঠা নেতা ও ধুরন্ধর মন্ত্রী

 

83.  কোন সন্ধির দরুন ইঙ্গ-মারাঠা যুদ্ধের সূচনা হয় ?

(ক) সুরাট সন্ধি        (খ) সলবাইয়ের সন্ধি        (গ) দেওগাঁওয়ের সন্ধি        (ঘ) পুরন্দরের সন্ধি

 

84.  ১৭৭৬ খ্রিষ্টাব্দে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

(ক) শিবাজী ও মুঘলদের মধ্যে

(খ) ইংরেজ ও দ্বিতীয় মাধব রাওয়ের মধ্যে

(গ) ইংরেজ ও রঘুনাথ রাওয়ের মধ্যে

(ঘ) ইংরেজ ও মাহাদাজী সিন্ধিয়া মধ্যে

 

85.  তেলেগাঁওয়ের যুদ্ধে কোন মারাঠা সেনাপতি ইংরেজদের শোচনীয় ভাবে পরাজিত করেন ?

(ক) মাধব রাও      (খ) রঘুনাথ রাও       (গ) মাহাদাজী সিন্ধিয়া       (ঘ) নানা ফড়নবীশ

 

86. ইংরেজরা কাকে “Great Chieftain” বা “মহান নেতা” আখ্যা দেয় ?

(ক) দ্বিতীয় বাজীরাও       (খ) মাধব রাও নারায়ণ       (গ) নানা ফড়নবীশ       (ঘ) মাহাদাজী সিন্ধিয়া

 

87.  ‘আলমগীর’ উপাধি কে ধারণ করেছিলেন ?

(ক) শাহজাহান        (খ) দারাশিকো       (গ) ঔরঙ্গজেব       (ঘ) বাহাদুর শাহ

 

88.  শিবাজী কত খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন ?

(ক) ১৬২৮       (খ) ১৬৩০       (গ) ১৬২৯        (ঘ) ১৬২৭

 

89.  শিবাজীর পিতা ও মাতার নাম কি ?

(ক) শাহজী ভোঁসলে,  জিজাবাঈ      (খ) কোন্ডদেব, তারাবাঈ       (গ) শাহজী, লক্ষ্মীবাঈ       (ঘ) শম্ভুজী, জিজাবাঈ

 

90.  দাদাজী কোন্ডদেব শিবাজীর কে ছিলেন ?

(ক) পিতা       (খ) অভিভাবক      (গ) সেনাপ্রধান        (ঘ) গৃহশিক্ষক

 

91.  জয়সিংহ ও শিবাজীর মধ্যে পুরন্দরের সন্ধি কবে সাক্ষরিত হয় ?

(ক) ১৬৬৪       (খ) ১৬৮০       (গ) ১৬৬৫        (ঘ) ১৬৫৯

 

92. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন ?

(ক) আফজল খাঁ       (খ) শায়েস্তা খাঁ      (ঘ) শম্ভুজী       (গ) শিবাজী       

 

93.  ‘ছত্রপতি’ এবং ‘গো–ব্রাহ্মণ-প্রজাপালক’ উপাধি কে গ্রহণ করেন ?    

(ক) শিবাজী        (খ) নানা ফড়নবীশ       (গ) শম্ভুজী       (ঘ) শাহজী

 

94.  কত খ্রীষ্টাব্দে শিবাজীর মৃত্যু হয়েছিল ?

(ক) ১৬৭৫       (খ) ১৬৭৯       (গ) ১৬৮১       (ঘ) ১৬৮০

 

95.  শিবাজীকে শাসনকার্যে যারা পরামর্শ দিতেন তাদের কী বলা হত ?

(ক) অষ্টপ্রধান        (খ) দেওয়ান        (গ) মন্ত্রী        (ঘ) প্রধান

 

96.  ‘চৌথ’ ও ‘সরদেশমুখী’ রাজস্ব প্রথা কে চালু করেছিলেন  ? 

(ক) শাহ্জাহান        (খ) শেরশাহ্        (গ) আকবর        (ঘ) শিবাজী

 

97.  আলফানসো আলবুকার্ক কে ছিলেন  ?

(ক) পর্তুগীজ গভর্নর        (খ) পর্তুগীজ        (গ) পর্যটক       (ঘ) কেউ নয়

 

98.  ভাস্কো-দা-গামা কত খ্রীষ্টাব্দে কালিকট বন্দরে পৌঁছান ?

(ক) ১৪৪৫       (খ) ১৪৯৮       (গ) ১৪৯৭       (ঘ) ১৪৯৫

 

99.  ফরাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানী কে স্থাপন করেন ?

(ক) কলবেয়ার        (খ) ক্লাইভ       (গ) দুপ্লে        (ঘ) এরা কেউ নয়

 

100.  ভারতে ফরাসী বাণিজ্যকুঠি প্রথম কোথায় স্থাপিত হয় ? 

(ক) কালিকট        (খ) সুরাট        (গ) মাদ্রাজ        (ঘ) কলকাতা

***

 

Related Items

MCQ for Misc Exam - Geography of India with special reference to West Bengal Set - I

Sample Questions Paper - III for WBCS Main Exam [ Practice Set - XII based on Geography of India with special reference to West Bengal ]

1.  কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?    

MCQ for Miscellaneous Exam - Indian History Set - XI

Sample Questions Paper-III for WBCS Main Exam [ Practice Set - XI based on Indian History ]

1.  রাজ্য কোন্ জিনিসের ওপর সেলস ট্যাক্স বসাতে পারে না ?

(ক) সংবাদপত্র        (খ) তামাক        (গ) চিনি        (ঘ) সবকটি

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - X

Sample Question Paper for WBCS Main Exam General Studies - I [ Practice Set - X based on Indian History ]

1.  মুসলীম লীগ কত সালে পাকিস্থান দাবীর প্রস্তাব গ্রহণ করে ?

(ক) ১৯৪০ সালে       (খ) ১৯৪১ সালে        (গ) ১৯৩৮ সালে        (ঘ) ১৯৪২ সালে

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - IX

Sample Question Paper for WBCS Main Exam General Studies - I [ Practice Set - IX based on Indian History ]

1.  অ্যালান অক্টাভিয়ান হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন  ?

(ক) ১৮৮৬ সালে        (খ) ১৮৮৫ সালে        (গ) ১৮৮৪ সালে        (ঘ) ১৮৮৮ সালে

MCQ for Miscellaneous Exam - Indian History Set - VIII

Sample Question Paper for WBCS Main Exam General Studies -I [ Practice Set - VIII  based on Indian History ]

1.  সলবাই –এর সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয় ?