ভাগশেষ উপপাদ্য

Submitted by arpita pramanik on Sat, 08/29/2020 - 23:42

ভাগশেষ উপপাদ্য (Remainder Theorem)

f(x) একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা [tex]n\left( {n \ge 1} \right)[/tex] এবং a যেকোনো একটি বাস্তব সংখ্যা । f(x) কে ( x-a ) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(a) ।

প্রমাণ : মনে করি f(x) একটি বহুপদী সংখ্যামালা । 

f(x) কে ( x-a ) দ্বারা ভাগ করলে অনন্য ভাগফল q(x) এবং অনন্য ভাগশেষ r(x) পাই । 

অতএব [tex]f\left( x \right) = \left( {x - a} \right)q\left( x \right) + r\left( x \right)..........(i)[/tex]

r(x) এর মাত্রা ( x-a ) এর মাত্রা অপেক্ষা সর্বদা কম হবে। এখানে দেখা যাচ্ছে ( x-a ) এর মাত্রা হল 1 ।

অতএব r(x) এর মাত্রা এর মাত্রা হবে শূন্য । 

অতএব r(x) একটি  ধ্রূবক । 

মনে করি r(x) = R 

অতএব (i) নং থেকে পাই 

[tex]f\left( x \right) = \left( {x - a} \right)q\left( x \right) + R[/tex] ( এটি একটি অভেদ )

x = a বসিয়ে পাই 

[tex]\begin{array}{l}
f\left( a \right) = \left( {a - a} \right)q\left( a \right) + R\\
 \Rightarrow f\left( a \right) = R
\end{array}[/tex]

( প্রমাণিত )

 

উদাহরণ : [tex]f\left( x \right) = {x^3} - 2{x^2} + 6x - 1[/tex] বহুপদী সংখ্যামালাকে ( x - 2 ) দিয়ে ভাগ করলে কি ভাগশেষ পাওয়া যায় ?

এখন [tex]x - 2 = 0 \Rightarrow x = 2[/tex]

অতএব ( x - 2 ) বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন x = 2 হবে । 

ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি [tex]f\left( x \right) = {x^3} - 2{x^2} + 6x - 1[/tex] কে ( x - 2 ) দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f(2) .

অতএব নির্ণেয় ভাগশেষ 

[tex]\begin{array}{l}
f\left( 2 \right)\\
 = {2^3} - 2 \times {2^2} + 6 \times 2 - 1\\
 = 8 - 8 + 12 - 1\\
 = 11
\end{array}[/tex]

 

উদাহরণ : ( x-2 ) , [tex]f\left( x \right) = {x^3} - x - 6[/tex] এই বহুপদী রাশিমালার উৎপাদক কিনা পরীক্ষা করি । 

এখন [tex]x - 2 = 0 \Rightarrow x = 2[/tex]

অতএব ( x - 2 ) বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন x = 2 হবে । 

ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি [tex]f\left( x \right) = {x^3} - x - 6[/tex] কে ( x - 2 ) দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f(2) .

অতএব নির্ণেয় ভাগশেষ 

[tex]\begin{array}{l}
f\left( 2 \right)\\
 = {2^3} - 2 - 6\\
 = 8 - 8\\
 = 0
\end{array}[/tex]

সুতরাং দেখা যাচ্ছে ভাগশেষ শূন্য । 

অতএব  ( x-2 ) , [tex]f\left( x \right) = {x^3} - x - 6[/tex] এই বহুপদী রাশিমালার উৎপাদক । 

 

উদাহরণ : যদি [tex]a{x^2} + 3x - 5[/tex] এবং [tex]{x^2} - 2x + a[/tex] বহুপদী সংখ্যামালাদ্বয়কে ( x-3 ) দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে তবে a এর মান নির্ণয় করো । 

মনে করি [tex]f\left( x \right) = a{x^2} + 3x - 5[/tex] এবং [tex]g\left( x \right) = {x^2} - 2x + a[/tex]

f(x) কে ( x-3 ) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই 

[tex]\begin{array}{l}
f\left( 3 \right)\\
 = a \times {3^2} + 3 \times 3 - 5\\
 = 9a + 9 - 5\\
 = 9a + 4
\end{array}[/tex]

g(x) কে ( x-3 ) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই 

[tex]\begin{array}{l}
g\left( 3 \right)\\
 = {3^2} - 2 \times 3 + a\\
 = 9 - 6 + a\\
 = 3 + a
\end{array}[/tex]

প্রশ্নানুসারে 

[tex]\begin{array}{l}
9a + 4 = 3 + a\\
 \Rightarrow 8a =  - 1\\
 \Rightarrow a =  - \frac{1}{8}
\end{array}[/tex]

*****

Comments

Related Items

বহুপদী সংখ্যামালা (Polynomials)

বহুপদী সংখ্যামালা সম্পর্কে জানতে হলে আমাদের তার আগে কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। পদ ( term ) এবং রাশি ( Expression ), বিভিন্ন প্রকার রাশিমালা (Different types of Expression)

বৃত্ত সংক্রান্ত অংকের সমাধান

বৃত্ত সংক্রান্ত অংকের সমাধান

বৃত্ত, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল

বৃত্তের সূত্রাবলি, যদি দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে R ও r ; (R > r)একক হয়, তবে তাদের পরিধি দুটি দ্বারা সীমাবদ্ধ বৃত্তবলয়ের ক্ষেত্রফল

আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ও ত্রিভূজ

আয়তক্ষেত্র,বর্গক্ষেত্র ও ত্রিভূজ

সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য

সমবিন্দু সরলরেখা, ত্রিভুজের বাহুগুলির লম্বসমদ্বিখণ্ডকদ্বয় সমবিন্দু , ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু , ত্রিভুজের কোণগুলির অন্তর্সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। প্রমাণ করতে হবে একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক ...