Submitted by avimanyu pramanik on Wed, 09/23/2020 - 16:47

নারী ইতিহাস (Women History) : সমগ্র মানবজাতিকে কেন্দ্র করে ইতিহাসের বিষয়বস্তু আবর্তিত হয় । আর এই মানবজাতির অর্ধেক অংশ হল নারী । ঊনিশ শতকের আগে ইতিহাসচর্চায় নারীজাতিকে পুরুষের সমান গুরুত্ব দিয়ে আলোচনা করা হত না । ইতিহাসে নারী উপেক্ষিতা । শুধু ইতিহাস নয়, রাজনৈতিক ও সামাজিক জীবনেও নারীর ভূমিকা সবসময়ই প্রান্তিক । সেই প্রান্তিকতা থেকে সরে এসে ইতিহাসে নারীর ভূমিকা আলোচ্য বিষয়ের মর্যাদা লাভ করেছে । বিভিন্ন সময়কালে সমাজে নারীর পরিবর্তিত অবস্থানের আলোচনা নারী ইতিহাসচর্চার মুখ্য বৈশিষ্ট্য । সমাজ ও সভ্যতার উন্নতি ও প্রগতি পুরুষ ও নারী উভয়ের ওপরই সমানভাবে নির্ভরশীল । এই ধারণাকে স্পষ্ট করা নারী ইতিহাসচর্চার উদ্দেশ্য । উনিশ শতক থেকে মূলত বিশ্বব্যাপী নারীর অধিকার, নারীর ভালো-মন্দ, নারীশিক্ষা এসব নিয়ে জোরদার আলোচনা শুরু হয় । ইউরোপে ফরাসি বিপ্লবের পর থেকে নারী সম্পর্কিত সচেতনতার বিকাশ ঘটতে শুরু করে । উনিশ শতকের সমাজসংস্কারের সময় ভারতে প্রথম নারী উন্নয়নের প্রচেষ্টা শুরু হয় । ১৯৫০ খ্রিস্টাব্দে ক্ষিতিমোহন সেন 'প্রাচীন ভারতে নারী' নামে একটি ক্ষুদ্র পুস্তক রচনা করেন । নারী ইতিহাসর ওপর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল জেরাল্ডাইন ফর্বস -এর 'উওম্যান ইন মডার্ন ইন্ডিয়া', দয়ারাম গিডুমাল সম্পাদিত 'দ্য স্টেটাস অব উওম্যান ইন ইন্ডিয়া', নীরা দেশাই -এর 'উওম্যান ইন মডার্ন ইন্ডিয়া' প্রভৃতি । এ ছাড়া ভারতী রায়, যশোধরা বাগচি, রত্নাবলী চট্টোপাধ্যায়, শমিতা সেনের গবেষণা নারী ইতিহাসচর্চায় বিশেষ উল্লেখের দাবি রাখে ।

****

Comments

Related Items

ভারতের সংবিধানের চারটি মূল বৈশিষ্ট্য উল্লেখ কর ।

প্রশ্ন:-  ভারতের সংবিধানের চারটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো ।

১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান প্রকাশ করা হয় । ভারতীয় সংবিধানের চারটি উল্লেখযোগ্য প্রধান বৈশিষ্ট্য হল—

মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ? স্যার সৈয়দ আহম্মদ খাঁ মুসলমানদের কংগ্রেসে যোগ না দিতে পরামর্শ দিয়েছিলেন কেন ? মুসলিম লিগ কেন ‘প্রত্যক্ষ সংগ্রাম দিবস’ পালন করে ?

প্রশ্ন:-  মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয় ? স্যার সৈয়দ আহম্মদ খাঁ মুসলমানদের কংগ্রেসে যোগ না দিতে পরামর্শ দিয়েছিলেন কেন ? মুসলিম লিগ কেন ‘প্রত্যক্ষ সংগ্রাম দিবস’ পালন করে ?

‘দ্বিজাতি তত্ত্ব’ কী ? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ে এই তত্ত্বের প্রভাব উল্লেখ কর ।

প্রশ্ন:- ‘দ্বিজাতি তত্ত্ব’ কী ? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ে এই তত্ত্বের প্রভাব উল্লেখ কর ।

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নৌ-বিদ্রোহের গুরুত্ব কী ? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ভারতে ছাত্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

প্রশ্ন:-  ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নৌ-বিদ্রোহের গুরুত্ব কী ? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ভারতে ছাত্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

আজাদ হিন্দ ফৌজের লক্ষ্য কতদূর পরিপূর্ণ হয় ? আজদ হিন্দ ফৌজের বিচার ভারতীয় জনগণের ওপর কী প্রভাব বিস্তার করে ?

প্রশ্ন:- আজাদ হিন্দ ফৌজের লক্ষ্য কতদূর পরিপূর্ণ হয় ? আজদ হিন্দ ফৌজের বিচার ভারতীয় জনগণের ওপর কী প্রভাব বিস্তার করে ?